25/03/2024
কাল স্বাধীনতা দিবস দিনটা ঈদ বা অন্যান্য বড় ফেস্টিভালের মতন বাঙালির যাপন করা উচিত। কিন্তু তেমন কোন অ্যাক্টিভিটি দেখছি না। এই দিনটা কতটা important ধর্মীয় কোন উৎসবের চেয়েও কতটা বড় একবার মনে করিয়ে দিই। যদি আমাদের স্বাধীন দেশ না থাকতো তাহলে আমরা পাকিস্তানিদের কাছে থাকতাম পরাধীন (রোহিঙ্গাদের মত অবস্থা হতো আমাদের অথবা ফিলিস্তিনিদের মত)।
যখন আমি অবসর সময় পাবো বিজয় দিবস স্বাধীনতা দিবস এগুলো দিনের উদযাপন করব সবাইকে নিয়ে অনেক আনন্দ করে (সময় লাগবে ১০ বছর)
যাই হোক
মনের গভীর থেকে রইল তাদের জন্য শ্রদ্ধা যাদের বুক ভরা সাহস এবং আত্মত্যাগের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আল্লাহর বান্দা মুসলমান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে।
আসুন সবাই দেশকে ভালবাসি এবং দেশকে সুশিক্ষা শিক্ষিত হয়ে উন্নয়নের দিকে নিয়ে যায়। ধর্মান্ধতা অথবা অশিক্ষিত পেট মোটা মূর্খ নেতাদের হাতে আমাদের সমাজ না ছেড়ে দেই।
অবশ্যই শিক্ষা এবং যোগ্য ব্যক্তিদের মর্যাদা দিয়ে সমাজ এবং দেশকে আমরা এগিয়ে নেব।
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।