21/08/2025
রাষ্ট্র বিনির্মাণে, সরকার পরিচালনায় জনগণকে সম্পৃক্ত করতে, জনগণের ক্ষমতায়নের কথা অনেক বছর ধরেই বলছেন তিনি। সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষেও সোচ্চার। গণমুখী সংবিধান রচনার বিষয়টিও বারবার সামনে আনছেন। মানবাধিকারের পক্ষেও সরব তিনি। কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদি ব্যবস্থার বিরুদ্ধে উচ্চকন্ঠ বরাবরই। তিনি কবি ও তাত্ত্বিক ফরহাদ মজহার।
বিষয়: মুখোমুখি ফরহাদ মজহার।
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোতে অতিথি কবি ও তাত্ত্বিক ফরহাদ মজহার।