
13/07/2025
বেঁচে যাওয়া ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা হজযাত্রী দের ফেরত দেওয়া হবে। এমন ঘটনা হয়তো বাংলাদেশে আর ঘটবে না।
লুটের দেশে ফেরত দেওয়ার বিষয়টা বিরল।
যাঁরা এবারের হজে গিয়েছেন, তাঁদের হজ প্যাকেজের নির্ধারিত খরচের তুলনায় কিছু টাকা অতিরিক্ত হিসেব হয়েছিল। সেই অর্থই এখন ফেরত দেওয়া হচ্ছে হজযাত্রীদের।
🔍 এটা শুধু একটা অর্থ ফেরতের খবর না —
এটা হচ্ছে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার উদাহরণ।
আর ঈমানদার ব্যক্তি ছাড়া এমন বিরল কাজ কে করে দেখাবে?