Tanz Bro

Tanz Bro Stay inspired with the latest tech, trends, and insights for a smarter future.

বেঁচে যাওয়া ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা হজযাত্রী দের ফেরত দেওয়া হবে। এমন ঘটনা হয়তো বাংলাদেশে আর ঘটবে না।লুটের দেশে ফে...
13/07/2025

বেঁচে যাওয়া ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা হজযাত্রী দের ফেরত দেওয়া হবে। এমন ঘটনা হয়তো বাংলাদেশে আর ঘটবে না।

লুটের দেশে ফেরত দেওয়ার বিষয়টা বিরল।

যাঁরা এবারের হজে গিয়েছেন, তাঁদের হজ প্যাকেজের নির্ধারিত খরচের তুলনায় কিছু টাকা অতিরিক্ত হিসেব হয়েছিল। সেই অর্থই এখন ফেরত দেওয়া হচ্ছে হজযাত্রীদের।

🔍 এটা শুধু একটা অর্থ ফেরতের খবর না —
এটা হচ্ছে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার উদাহরণ।

আর ঈমানদার ব্যক্তি ছাড়া এমন বিরল কাজ কে করে দেখাবে?

ভোট দিন
12/07/2025

ভোট দিন

11/07/2025

একটা দল ক্ষমতায় না এসেই যা করতেছে, ক্ষমতায় আসলে কি অবস্থা করবে?

আপনার মতামত দিন।

11/07/2025
10/07/2025
09/07/2025
09/07/2025

শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছে মিস্টার ডোলান ট্রাম্প 🙆

পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান 😁

SecretMap BD

  শীর্ষ তালেবান নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ICC.বর্তমান আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে, অর্থাৎ, মানবত...
08/07/2025

শীর্ষ তালেবান নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ICC.

বর্তমান আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে, অর্থাৎ, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, বিশেষ করে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।

এই পরোয়ানার অধীনে আছে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি।

আর এই আইন পাশের পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান🙂

SecretMap BD

08/07/2025
ইসরায়েলিদের চোখে গাজার বাস্তবতা: 'নিরপরাধ' বলে কি কেউ নেই? 😥হিব্রু ইউনিভার্সিটির এক চাঞ্চল্যকর জরিপ আমাদের সামনে নিয়ে ...
07/07/2025

ইসরায়েলিদের চোখে গাজার বাস্তবতা: 'নিরপরাধ' বলে কি কেউ নেই? 😥
হিব্রু ইউনিভার্সিটির এক চাঞ্চল্যকর জরিপ আমাদের সামনে নিয়ে এসেছে এক কঠিন সত্য। জরিপ অনুযায়ী, ৬৪% ইসরায়েলি — এবং ইহুদি ইসরায়েলিদের মধ্যে আরও বেশি সংখ্যক — বিশ্বাস করেন যে গাজায় "কোনো নিরপরাধ মানুষ নেই"।
এই মনোভাবের গভীরতা আরও স্পষ্ট হয় যখন আমরা রাজনৈতিক বিভাজন অনুযায়ী এর বিস্তারিত দেখি:
* সরকারপন্থীদের মধ্যে ৮৭% এই মতের পক্ষে।
* অন্যান্য ডানপন্থীদের মধ্যে ৭৩% এই ধারণাকে সমর্থন করেন।
* মধ্যপন্থীদের ৬৩% একই বিশ্বাস পোষণ করেন।
* সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এমনকি যারা নিজেদের বামপন্থী হিসেবে পরিচয় দেন, তাদের মধ্যেও ৩০% এই মতের সঙ্গে একমত!
(সূত্র: Mondoweiss)
এই পরিসংখ্যান এটাই বোঝায় যে, তাদের দৃষ্টিতে গাজায় সদ্য জন্ম নেওয়া প্রতিটি শিশু থেকে শুরু করে সকল নারী, পুরুষ এবং প্রতিটি মানুষই 'অপরাধী' এবং তাদের হত্যা করা 'বৈধ'।
মানবতার এই চরম সংকটে আপনার কী মনে হয়? এই ধারণার পরিণতি কী হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।
#গাজা #ইসরায়েল #ফিলিস্তিন #মানবতা #যুদ্ধ #নিরপরাধ #সত্য #মানবাধিকার

07/07/2025
টেক্সাসে এখন ভয়াবহ ফ্ল্যাশ বন্যা চলছে। বিশেষ করে সেন্ট্রাল টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চল এবং গুয়াডালুপ নদীর তীরবর্তী এল...
07/07/2025

টেক্সাসে এখন ভয়াবহ ফ্ল্যাশ বন্যা চলছে। বিশেষ করে সেন্ট্রাল টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চল এবং গুয়াডালুপ নদীর তীরবর্তী এলাকাগুলোতে বন্যা মারাত্মক আকার ধারণ করেছে। এই বন্যায় এ পর্যন্ত ৮২ জনের বেশি মানুষ মারা গেছেন এবং আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

SecretMap BD

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanz Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanz Bro:

Share