21/10/2025
“বহু তত্ত্ব, বহু প্রজ্ঞা ভেঙে পড়ার পর, সেই ভগ্নস্তূপের মধ্যে,
'আমি তোমাকে চাই'- এই বাক্যটি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে।
একটি সরল আকাঙ্ক্ষা, যাকে বিশ্লিষ্ট কিংবা ধ্বংস করা যায়না। মর্মার্থের দিক থেকে এই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় নির্ণয় করা অসম্ভব, ফলে এটি দর্শন এবং বিতর্কের উর্ধ্বে; এর অন্তর্গত সংকল্পটুকুই এর প্রাণ।”🌻
একটি প্রেমের কবিতা (সংক্ষিপ্ত)
রণজিৎ দাশ