BookTalk With Nuzhat

BookTalk With Nuzhat বইয়ের পাতায় শব্দ শুনি
বইয়ের কথায় স্বপ্ন বুনি। 🌻


বইয়ের রাজ্যে হোক সকলের আনন্দযাত্রা.....🍀

05/08/2025

আমি যা হতে চাই তা কী করে হওয়া যায় জানি নে। তুমি অরেল স্টাইনের জীবনী পড়েছো প্রভাত? ইউরোপ থেকে পিকিং অবধি প্রাচীন যুগে যে সিল রুট ছিল, যে পথে মার্কো পোলো তার বিখ্যাত ভ্রমণে বেরিয়েছিলেন, সেই হারানো সিল বুট নতুন করে খুঁজে বের করার জন্য অরেল স্টাইন প্রায় সারাটা জীবন ব্যয় করেছিলেন। ভাবো তো, মধ্য এশিয়ার সেই গোবি, তাকলামাকান মরুভূমি—পৃথিবীর ছাদ পামির, উত্তর মঙ্গোলিয়ার নিবিড় অরণ্য, কোথাও দিশাহীন মরুপ্রান্তরে দুরন্ত বালির ঝড়, কোথাও হাত-পা জমে-যাওয়া কনকনে শীত! সিল রুটের খোঁজে খোলা প্রান্তরে তাঁবু খাঁটিয়ে থাকা, রাত্তিরে তাঁবুর বাইরে অগ্নিকুণ্ডের পাশে বসে পাইপ খাওয়া-ওঃ!
অমন পরিষ্কার আবহাওয়ায় কত নক্ষত্র দেখা যায় জানো? আমি ওইরকম জীবন চাই।🌻

—তারাদাস বন্দোপাধ্যায় (তৃতীয় পুরুষ)

05/08/2025

“বই পড়ার অভ্যেস মানুষকে মহৎ করে, মনটাকে বড় করে। দেখবি যারা বই পড়তে ভালোবাসে তারা কখনও ছোট খাটো নীচতা করতে পারে না।” 🌷

—তারাদাস বন্দোপাধ্যায় (তৃতীয় পুরুষ)

সাধারণ মানুষ হল প্রজ্ঞা, সহৃদয়তা আর আত্মিক সৌন্দর্যের মূর্তিমান প্রতিরূপ, এমন একটা প্রতিমূর্তি যা প্রায় দেবোচিত, যা কিছু...
05/08/2025

সাধারণ মানুষ হল প্রজ্ঞা, সহৃদয়তা আর আত্মিক সৌন্দর্যের মূর্তিমান প্রতিরূপ, এমন একটা প্রতিমূর্তি যা প্রায় দেবোচিত, যা কিছু মহৎ, ন্যায্য আর মহিমামণ্ডিত তার উৎস হল সাধারণ মানুষ।
সাধারণ মানুষ একটা সামগ্রিক সত্তা।🌻

-পৃথিবীর পাঠশালায়/ম্যাক্সিম গোর্কি

05/08/2025

মিছা মণি মুক্তা হেম,
স্বদেশের প্রিয় প্রেম,
তার চেয়ে রত্ন নাই আর।🌼

~ঈশ্বরচন্দ্র গুপ্ত

05/08/2025

মাঝেমধ্যেই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, "দিয়া তুমি এতো নির্ভুল সিদ্ধান্ত এখন কি করে নাও? আগে তো পারতে না!"

প্রথমত, নির্ভুল সিদ্ধান্তই যে সবসময় নেই ব্যাপারটা এমন না। দ্বিতীয়ত, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আগের চেয়ে ভুলের পরিমাণ অনেক কমে গেছে একটাই কারণে। ❝আত্মবিশ্বাস।❞

আর এই আত্মবিশ্বাস আমাকে এনে দিয়েছে আমার নিরবতা/নির্জনতা(Solitude)। এখন আমি যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে অনেকবার ভাবি। চারপাশ শূন্য করে দিয়ে ভাবি। বিশ্বাস করুন, আপনি যখন একা কোনো উন্মুক্ত প্রান্তরে বসবেন, আশেপাশে কিচ্ছু নেই। ১ ঘন্টার মধ্যে আপনার ভেতর কি আছে, আপনি কি চান, কেমন চান তা আপনি নিজেই দেখতে পাবেন। পরবর্তী ধাপ হলো যা দেখতে পাচ্ছেন তার উপর আশ্বাস রাখা। সেই অনুযায়ী কাজ করা। সংকল্প ও দৃঢ় প্রত্যয় নিয়ে আপনি যখন সামনে এগোতে থাকবেন আপনার জন্য অগণিত দ্বার সুস্পষ্ট ইঙ্গিত দিবে।

কেবল আপনার “মৌন” থাকার চেষ্টাই আপনার সমস্ত কর্মের ফয়সালা করে দিবে। 🌼

~নূজহাত
০৫।০৮।২০২৫

04/08/2025

"আমার বিশ্বাস, সংসারে যাহার কেহই সহায় নাই, নারায়ণ তাহার অধিক সহায়। হে প্রভু, তোমার নামে কলঙ্ক না হয় যেন। এ বিশ্বাস আমার ভাঙিয়ো না।"🌱

~রবীন্দ্রনাথ ঠাকুর

আমি কোনোদিন পড়ার বই গিলি নি, সেইজন্যে শারীরিক বা মানসিক অজীর্ণ রোগে আমাকে ভুগতে হয় নি । ইঁদুর যেমন দাঁত বসাবার জিনিস পেল...
03/08/2025

আমি কোনোদিন পড়ার বই গিলি নি, সেইজন্যে শারীরিক বা মানসিক অজীর্ণ রোগে আমাকে ভুগতে হয় নি । ইঁদুর যেমন দাঁত বসাবার জিনিস পেলেই সেটাকে কেটে-কুটে ফেলে তা সেটা খাদ্যই হোক আর অখাদ্যই হোক, শিশুকাল থেকেই তেমনি ছাপার বই দেখলেই সেটা পড়ে ফেলা আমার স্বভাব ছিল । সংসারে পড়ার বইয়ের চেয়ে না-পড়ার বইয়ের সংখ্যা ঢের বেশি, সেইজন্যে আমার পুঁথির সৌরজগতে স্কুল-পাঠ্য পৃথিবীর চেয়ে বেস্কুল-পাঠ্য সূর্য চোদ্দ লক্ষগুণে বড় ছিল ।🌻

― রবীন্দ্রনাথ ঠাকুর

03/08/2025

প্রায়ই আমার বগলে এক-আধখানা বই দেখে দেখে আমার সম্পর্কে ওর এত আগ্রহ জন্মায় যে আলাপ-পরিচয়ও করে নেয়। তারপর দু-দিন না যেতেই সে আমায় উঠে-পড়ে বোঝাতে থাকে আমার মধ্যে নাকি 'অসাধারণ পাণ্ডিত্যের প্রকৃতিদত্ত সম্ভাবনা' রয়েছে।

সজোরে সুললিত ভঙ্গিতে মাথার লম্বা চুলগুলো ঝাঁকুনি দিয়ে পিছনে সরিয়ে সে বলত, 'জ্ঞানবিজ্ঞানের সেবার জন্যই প্রকৃতি তোমায় সৃষ্টি করেছে।'☘️

~ম্যাক্সিম গোর্কি/পৃথিবীর পাঠশালায়
অনুবাদ : রথীন্দ্র সরকার

03/08/2025

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।🌼

— রবীন্দ্রনাথ ঠাকুর

02/08/2025

You know what's the funniest thing?

ব্যক্তিত্বহীনরা মনে করে তাদের মতো সবাই ব্যক্তিত্বহীন। তাই যা ইচ্ছা তাই যেকোনো সময় যে কাউকে বলে ফেলতে পারে। মৌনতা কিংবা গাম্ভীর্যের ছিটেফোঁটাও নেই এধরনের মানুষের মধ্যে!🌱

_নূজহাত
০২।০৮।২০২৫

01/08/2025

আরও যে জগৎ রয়েছে ছড়িয়ে নক্ষত্রের আগে
আরও যে যাচাই প্রেমেও এখনও রয়ে গেছে বাকি!🌻

অনুবাদ: নির্ঝর নৈঃশব্দ্য
মূল: মুহাম্মদ ইকবাল

01/08/2025

খণ্ড-খণ্ড সময়ে আমি যে কত প্রবলভাবে তোমারে ভালোবাসি—
এই ভালোবাসা টের পেলে তুমি অমর হতে চাইতে।🌻

~হিশাম হিমু

Address

Dhaka

Telephone

+8801716432340

Website

Alerts

Be the first to know and let us send you an email when BookTalk With Nuzhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BookTalk With Nuzhat:

Share

Category