BookTalk With Nuzhat

BookTalk With Nuzhat বইয়ের পাতায় শব্দ শুনি
বইয়ের কথায় স্বপ্ন বুনি। 🌻


বইয়ের রাজ্যে হোক সকলের আনন্দযাত্রা.....🍀

21/10/2025

“বহু তত্ত্ব, বহু প্রজ্ঞা ভেঙে পড়ার পর, সেই ভগ্নস্তূপের মধ্যে,
'আমি তোমাকে চাই'- এই বাক্যটি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে।
একটি সরল আকাঙ্ক্ষা, যাকে বিশ্লিষ্ট কিংবা ধ্বংস করা যায়না। মর্মার্থের দিক থেকে এই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় নির্ণয় করা অসম্ভব, ফলে এটি দর্শন এবং বিতর্কের উর্ধ্বে; এর অন্তর্গত সংকল্পটুকুই এর প্রাণ।”🌻

একটি প্রেমের কবিতা (সংক্ষিপ্ত)
রণজিৎ দাশ

15/10/2025

সময় নষ্ট করবেন না। পৃথিবীর ধ্রুপদী বইগুলো পড়ুন। যে বইগুলো সময়কে অস্বীকার করে পর্বতশৃঙ্গের মতো দাঁড়িয়ে আছে, হিমালয়ের মতো, আল্পসের মতো, সেগুলোর মধ্যে ডুবিয়ে দিন নিজেকে। মানুষ হয়ে জন্মেছি, অথচ 'দন কিহোতে' পড়িনি, 'মিডলমার্চ' পড়িনি, 'গোরা' পড়িনি, 'আনা কারেনিনা' পড়িনি, 'দ্য ইডিয়ট', 'হ্যামলেট', 'ম্যান এন্ড সুপারম্যান' পড়িনি, 'মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল', 'ইউলিসিস', 'দ্য বুক অব ডিসকোয়ায়েট', 'দ্য ট্রায়াল' পড়িনি, এর চেয়ে অপচয় জীবনের আর কী হতে পারে? ক্ল্যাসিক পড়ুন। প্রতিদিন পড়ুন। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যেতে যেতেও পড়ুন রবীন্দ্রনাথ, পড়ুন 'দ্য ম্যাজিক মাউন্টেন'। জীবন খুব ছোট। পরে পড়বেন বলে কোনো বই তুলে রাখবেন না।

—অনুপম মুখোপাধ্যায়

🖤
15/10/2025

🖤

নির্বাহী সদস্য নুজহাত নাছিম বইটির মূল ভাব, ভাষান্তরের সৌন্দর্য এবং চিন্ময় গুহর অনুবাদকর্মের প্রাসঙ্গিকতা নিয়ে .....

15/10/2025

প্রদীপের সলতেই কেবল জানে
আলো জ্বালাতে কতোটা লাগে পোড়া!🍀🍃

—দীপ্তিমান

15/10/2025

❝যে লোক তোমার আঘাতের প্রতিশোধ নিতে একেবারেই অক্ষম, খপ করে তার উপরে লাথি তোলা চূড়ান্ত কাপুরুষতা; অভদ্রতার চেয়ে বেশি।❞

—ইউরোপ-যাত্রীর ডায়েরি(রবীন্দ্রসমগ্র ১)

15/10/2025

“ নিজেকে অন্যের মধ্যে বিলিয়ে দেওয়াই আমার অভ্যাস; আর এজন্যই এমনিতে না-পেলে পয়সাকড়ি দিয়েও আমি দার্শনিক আলোচনার সাথী সংগ্রহ করতাম। ”

—সক্রেটিস

14/10/2025

......❝বর্তমানের প্রতি অরুচি ইহা প্রায়ই বর্তমানের দোষে হয় না, আমাদের নিজের অসম্পূর্ণতাবশত হয়, আমাদের হৃদয়ের গঠনের দোষে হয়। বর্তমানই আমাদের বাসস্থান এবং কার্যক্ষেত্র। কার্যক্ষেত্রের প্রতি যাহার অনুরাগ নাই সে ফাঁকি দিতে চায়। যথার্থ কৃষক আপনার চাষের জমিটুকুকে প্রাণের মতো ভালোবাসে, সেই জমিতে সে শস্যের সঙ্গে সঙ্গে প্রেম বপন করে। আর, যে কৃষক কাজ করিতে চায় না, ফাঁকি দিতে চায়, নিজের জমিতে পা দিলে তাহার পায়ে যেন কাঁটা ফুটিতে থাকে, সে কেবলই খুঁত খুঁত করিয়া বলে- 'আমার জমির এ দোষ, সে দোষ, আমার জমিতে কাঁকর, আমার জমিতে কাঁটাগাছ' ইত্যাদি নিজের ছাড়া আর সকলের জমি দেখিলেই তাহার চোখ জুড়াইয়া যায়।❞.....

~চিঠিপত্র(রবীন্দ্রসমগ্র ১)

14/10/2025

........❝যে লোক যে কালে জন্মগ্রহণ করে সে কালের প্রতি তাহার যদি হৃদয়ের অনুরাগ না থাকে তবে সে কালের উপযোগী কাজ সে ভালো করিয়া করিতে পারে না। যদি সে মনে করে, 'যে কাল গেছে তাহাই ভালো আর আমাদের কাল অতি হেয়', তবে তাহার কাজ করিবার বল চলিয়া যায়; ভূতকালের দিকে শিয়র করিয়া সে কেবল স্বপ্ন দেখে ও দীর্ঘনিশ্বাস ফেলে এবং ভূতত্ব প্রাপ্ত হওয়াই সে একমাত্র বাঞ্ছনীয় মনে করে।
স্বদেশ যেমন একটা আছে স্বকালও তেমনি একটা আছে। স্বদেশকে ভালো না বাসিলে যেমন স্বদেশের কাজ করা যায় না, তেমনি স্বকালকে ভালো না বাসিলে স্বকালের কাজও করা যায় না। যদি ক্রমাগতই স্বদেশের নিন্দা করিতে থাক, স্বদেশের কোনো গুণই দেখিতে না পাও, তবে স্বদেশের উপযোগী কাজ তোমার দ্বারা ভালোরূপে সম্পন্ন হইতে পারে না। কেবলমাত্র কর্তব্য বিবেচনা করিয়া তুমি স্বদেশের উপকার করিতে চেষ্টা করিতে পারো, কিন্তু সে চেষ্টা সফল হয় না। তোমার হৃদয়হীন কাজগুলো বিদেশী বীজের মতো স্বদেশের জমিতে ভালো করিয়া অঙ্কুরিত হইতে পারে না। তেমনি স্বকালের যে কেবল দোষই দেখে, কোনো গুণ দেখিতে পায় না, সে চেষ্টা করিলেও স্বকালের কাজ ভালো করিয়া করিতে পারে না। এক হিসাবে সে নাই বলিলেও হয়; সে জন্মায় নাই, সে অতীতকালে জন্মিয়াছে, সে অতীতকালে বাস করিতেছে; এ কালের জনসংখ্যার মধ্যে তাহাকে ধরা যায় না।❞.........

~চিঠিপত্র(রবীন্দ্রসমগ্র ১)

06/10/2025

মনুর্ভব জনয়া দৈব্যং জনম্
ঋগ্বেদ-১০/৫৩/৬

প্রকৃত মানুষ হও এবং অন্যকেও মানুষ হিসেবে গড়ে তোলো।🌻

06/10/2025

সামান্য নয় অনেকটা সময়-মনের মন্দিরে তোমার অর্চনায় নষ্ট হয়...।🌻

-সব্যসাচী

06/10/2025

জীবনে যতোটা প্রয়োজন আছে
ততোটুকু নাও, ততোটুকু রাখো
তার বেশি নয় কিছু।🍃

-রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

Address

Dhaka

Telephone

+8801716432340

Website

Alerts

Be the first to know and let us send you an email when BookTalk With Nuzhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BookTalk With Nuzhat:

Share

Category