17/10/2025
তিস্তা নদী বাংলাদেশের কোটি মানুষের 'জীবন ও জীবিকা'। অথচ বছরের পর বছর ধরে শুকনো মৌসুমে তিস্তা থাকে জলশূন্য, যা উত্তরাঞ্চলে কৃষি ও অর্থনীতিতে চরম বিপর্যয় ডেকে আনছে। তিস্তার ন্যায্য জলের অধিকার আমাদের মৌলিক অধিকার, কোনো করুণা নয়!
তিস্তার ন্যায্য হিস্যা আমাদের দিতে হবে, দিতেই হবে!
#ন্যায্যচুক্তিচাই #তিস্তা #জলবন্টন