IBWF TONGI EAST

IBWF TONGI EAST আমাদের লক্ষ্য সৎ আর দক্ষ ব্যবসায়ী তৈরি করবো, সৎ ভাবে ব্যবসা করাটাও ইবাদত নবীজির আদর্শ গড়বো।

ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।একট...
11/06/2025

ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।

একটি ডায়লাইসিস প্রত্রিুয়া প্রায় ৪ ঘন্টা স্থায়ী হয়, এবং রোগীদের সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হয়।

যাদের কিডনি সুস্থ তাদের একই কাজ প্রতিদিন ৩৬ বার অটোমেটিকভাবে হয়ে যায়, কোন ব্যথা ছাড়াই এবং সম্পূর্ণ শিথিলতার সাথে।

তুমি জানো না আল্লাহ আমাদের উপর যখন তখন কত নেয়ামত বর্ষণ করছেন। তাই সবসময় আল্লাহকে ধন্যবাদ দিন।

"অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে।"

05/05/2025

৫ মে গণহত্যার এক বেদনাবিধুর দিন

আজ থেকে ১২ বছর আগে, ২০১৩ সালের ৫ মে, ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে রাতের আঁধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নিরাপত্তা বাহিনীর নির্মম অভিযানে বহু নিরীহ মানুষ শহীদ হন। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

এই গণহত্যার মাধ্যমে সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল, যা মানবাধিকার ও গণতন্ত্রের চরম লঙ্ঘন। আমরা এই ঘটনার বিচার দাবি করি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।

আসুন, আমরা সবাই মিলে এই শহীদদের স্মরণ করি এবং ন্যায়বিচারের জন্য সোচ্চার হই।

মাসব্যাপী গণসংযোগ এবং দাওয়াতি কাজের চুম্বকাংশ। আল্লাহ আমাদের ভাইদের মেহনতকে কবুল করুক আমিন 🤲
03/05/2025

মাসব্যাপী গণসংযোগ এবং দাওয়াতি কাজের চুম্বকাংশ।
আল্লাহ আমাদের ভাইদের মেহনতকে কবুল করুক আমিন 🤲

29/04/2025

আমাদের লক্ষ্য হচ্ছে সৎ-দক্ষ এবং আল্লাহ ভিরু ব্যবসায়ী তৈরি করা।

23/03/2025

রোজা নিয়ে আলতাফ ভাইয়ের সুন্দর একটি আলোচনা।

23/03/2025
IBWF টঙ্গি পূর্ব কর্তিক ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং আলোচনা সভা।
19/03/2025

IBWF টঙ্গি পূর্ব কর্তিক ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং আলোচনা সভা।

আহালান সাহালান মাহে রমজান।
26/02/2025

আহালান সাহালান মাহে রমজান।

07/02/2025

ব্যবসায়ী ভাইয়েরা সাবধান।

জানাজা নামায আদায়ের পদ্ধতি
06/02/2025

জানাজা নামায আদায়ের পদ্ধতি

হে ঈমানদারগণ আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাকো।
05/02/2025

হে ঈমানদারগণ আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাকো।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when IBWF TONGI EAST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share