
31/07/2025
আমার বাংলাদেশ নিয়ে কি লিখব সাজানো গোছানো বাংলাদেশ কয়েক মাসে তছনছ। নিউজ যখন দেখি মনটা খুব ই খারাপ হয়। আমার প্রিয় বাংলা চালে ডালে এক হয়ে গেছে। সবাই লাগামহীন পাকনা পাকনা কথা বলতেছে কাজ না করে। মনে হচ্ছে আগামীতে হানা হানি ঝগড়া ফসাদ বাড়বে। আমরা সাধারণ জনগণ কি করব আল্লাহ রহম করো আল্লাহ। সবাই যেন দানব থেকে মানুষ হয়ে যায়। সব কথা লিখতে গিয়ে ও লিখতে পারতেছি না বুঝে নিবেন আপনারা 🌿