
23/01/2024
Freelancing
অর্থনৈতিক স্বাধীনতা :ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা অর্থনৈতিক স্বাধীনতা পেয়ে থাকি।গ্রাহকের চাহিদা অনুযায়ী কাজ করে যথেষ্ট আয় সুনিশ্চিত করা যায়।
সময়ের স্বাধীনতা :ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে নির্দিষ্ট কোন সময় না থাকায় যখন অবসর সময় থাকে তখন বসে কাজ করা যায়। নির্দিষ্ট কোন সময় থাকে না।
স্বপ্ন পূরণ :ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নগুলোকে একটি একটি করে পূরণ করতে পারব।
বেকারত্ব থেকে মুক্তি :আমাদের বাংলাদেশের চাকরির হার কম থাকার কারণে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা বেকারত্ব দূর করতে পারি। আমাদের মাধ্যমে অন্য আরেকজনের কর্মসংস্থান গড়ে উঠতে পারে।
তাই সর্বোপরি বলা যায় ফ্রিল্যান্সিং একটি সাধারণ পেশা।