10/05/2023
বিষয়টাকে কে কিভাবে দেখবেন এটা যার যার মন মানসিকতা রুচি ও ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভর করবে (ঠিক নিচের ছবিটার মত)
মাইসেলফ বলছি...
তৈ তৈ তৈ তৈ তৈ আমার বৈয়াম পাখি কই?
কি গান? কি কথা? কি সুর? কি জঘন্য গায়কী?
কি সংলাপ? কি বিজ্ঞাপন ? .... ছি: ! ! !
এটা তো একটা নমুনা, বেশিরভাগ ক্ষেত্রে এইগুলাই এখন হিট...কাকে দোষারোপ করবেন নির্মাতা গোষ্ঠীকে নাকি দর্শক গোষ্ঠীকে ?
শুধু হিরো আলমকে চোখে পড়ে যে সংস্কৃতির বারোটা বাজাচ্ছে কিন্তু আপনারা কম কিসে ?
তাহলে সংস্কৃতি সংস্কৃতি করে চিল্লাইয়েন না সবাই ব্যবসা করছেন ব্যবসা করে যান । ইয়াং জেনারেশনের বড় অংশটা তো ইতিমধ্যে আইসিউতে আছে... পোস্টমর্টেম এর কাজটাও আপনারা কমপ্লিট করে ফেলেন।
সোশ্যাল মিডিয়ায় পয়সা কামানোর ধান্দা, ভাইরাল ,জনপ্রিয় হওয়ার ধান্দা, ওয়েব প্ল্যাটফর্মে আধুনিকতার নামে অসুস্থ প্রতিযোগিতা...
সংস্কৃতিমনা আর খোলামনা ভদ্রতার মুখোশ পরা এক ধরনের সংস্কৃতি ব্যবসায়ীরা পদদলিত করতেছেন এই সমাজ ,এই বাংলা, এই সংস্কৃতি আর সুস্থ সভ্যতাকে...
ধর্মীয়, সামাজিক,সাংস্কৃতিক মূল্যবোধের অবক্ষয়, নীতি-নৈতিকতার বিপর্যয় , আদর্শহীনতা, ব্যক্তিত্বহীনতা, সংকীর্ণতা, হীনমন্যতা, পারস্পরিক ব্লেইম গেইম থেকে বের হয়ে আলোর দিকে পরিবর্তন ছাড়া যুব সমাজ এই গহীন অন্ধকার খাদ থেকে বের হওয়া অতিশয় দুষ্কর।
কিন্তু কিভাবে বের হয়ে আসবো আমরা এটি একটি মিলিয়ন ডলার কোয়েশ্চেন ? ? ?