
30/07/2025
Mom & Son
💞💞সম্পর্কের কদরটা বিত্তবানদের থেকে নিন্মবিত্তদের কাছে বেশি। তাদের কাছে একটা সম্পর্ক মানে অনেক কিছু। ভালোবাসা মায়া মমতা যেন কমতি নেই তাদের কাছে। কি সুন্দর একটা সম্পর্ক কে আগলে রাখে তারা।অথচ অর্থবিত্তের প্রাচুর্যে ঘেরা বিত্তবানদের কাছে সম্পর্ক মানে ঠুনকো কিছু। তারা সহজে সব কিছু পায় বলেই এতো অবহেলা.....
অথচ নিন্মবিত্ত গরীব খেটে খাওয়া মানুষেরা হাড় ভাঙ্গা খাটুনির পড়ে দিন শেষে যে টুকু সময় পায় তা তাদের প্রিয়জনদেরকে দেয়।তাদের ভীতরের যতো ভালোবাসা তা যেন হৃদয় নিংড়ে দেয় তারা তাদের আপন জনদের।তাদের ভীতরে বিচ্ছেদ নামক কোন শব্দ নেই, নেই কোন অবহেলা। আছে শুধু প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য একরাশ প্রচেষ্টা। যা তাদের কে চিরকাল সুখী করে রাখে শত দুঃখ কষ্টের মাঝে ও......ভালো থাকুক আমার ছোট্ট পরিবারের সকল ভাই বোনেরা।দোয়া রইল.. ❤️