14/08/2025
Mom & Son
🌸🌸বাবা মার ভালোবাসা উপলব্ধি তখনই, যখন নিজে বাবা মা হওয়া যায়।
বাবা-মার ভালোবাসা কতটা গভীর, কতটা নিঃস্বার্থ - তা একজন মানুষ সত্যিকারের বুঝতে পারে তখনই, যখন সে নিজে বাবা-মা হয়।
ছোট বেলায় আমরা হয়তো ভাবি কেন মা বাবা এতো শাসন করেন, এতো চিন্তা করেন বা কখনো কখনো কঠিন সিন্ধান্ত নেন। কিন্তু সময়ের সাথে সাথে বিশেষ করে যখন আমরা নিজেদের সন্তান কে কোলে নিই তখনই বুঝতে পারি সেই প্রতিটি চিন্তা সেই প্রতিটি শাসনের পিছনে ছিল অগাধ ভালোবাসা।
এই ভালোবাসা কোন শর্তে বাঁধা নয়। এটি নিঃস্বার্থ, অবিচল। কিন্তু এই ভালোবাসার প্রকৃত গভীরতা অনুধাবন করতে হলে, নিজেই অভিভাবক হতে হয়। তখনই বুঝতে পারা যায়, কতটা ত্যাগ,কতটা সহনশীলতা কতটা ভালোবাসা লুকিয়ে আছে সেই সম্পর্কের প্রতিটি মুহূর্তে।
বাবা-মার ভালোবাসা যেন এক বিশাল সমুদ্র। যার তল খুঁজে পাওয়া যায় না। শুধু অনুধাবন করা যায়, যখন
আমাদের হৃদয়ে একই অনুভব জন্ম নেয়...... 💖