প্রবাস জীবন

প্রবাস জীবন স্বপ্ন আকাশ ছোঁয়া ★ গন্তব্য- বহুদূর →
(1)

26/09/2022

#প্রবাসী_হওয়া_সহজ_না_ভাই_
প্রবাসী হওয়া এবং প্রবাসে থাকা অতটা সহজ নয় যতটা সহজ আমরা মনে করি,
প্রবাসী হতে হলে আপনাকে অবশ্যই ত্যাগ-তিতিক্ষা পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে।

বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা অভ্যাস থাকতে হবে,
প্রচণ্ড রোদে পুড়ে কাজ করার অভ্যাস থাকতে হবে।
রাত ৫টা বাজে ঘুম থেকে ওঠার অভ্যাস থাকতে হবে,
সারাদিন কঠোর পরিশ্রম করে বাসায় গিয়ে নিজের কাপড়চোপড় ধুয়ে শুকানোর অভ্যাস থাকতে হবে।
নিজে রান্না-বান্না করে খাওয়ার অভ্যাস থাকতে হবে,
অসুস্থ হলে নিজেই নিজের মাথায় পানি ঢালতে হবে।

দেশে যারা থাকে বেশিরভাগ মানুষের মনেই এক ধরনের চিন্তাভাবনা কাজ করে যে,প্রবাসে যেতে পারলেই বুঝি লাখ লাখ টাকা ইনকাম করা যায়-
প্রবাসে যেতে পারলেই বুঝি সুখে থাকা যায়-
প্রবাসে যেতে পারলেই বুঝি শান্তিতে থাকা যায়-

কিন্তু আসলে কি তাই?

প্রবাসে না আসলে কাউকে বলে বুঝানো যাবেনা প্রবাসীদের কিযে জ্বালা যন্ত্রণা....
প্রচন্ড অসুস্থ হয়ে বিছানায় ছটফট করল সেবা করার মত কোন মানুষ পাওয়া যায়না।
তারপরও প্রবাসীরা তাদের পরিবারের দিকে তাকিয়ে সকল দুঃখ কষ্ট,জ্বালা যন্ত্রণা মাথা পেতে মেনে নেয়।
ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে আসার কারণে শত
ইচ্ছে থাকার পরও দেশে ফিরে যেতে পারে না।
প্রবাসীদের কষ্ট একজন প্রবাসী ছাড়া আর অন্য কেউ বুঝতে পারে না।

নিজের চোখের সামনে একজন অসুস্থ প্রবাসী ভাইকে এম্বুলেন্সে করে হসপিটালের নেওয়া হচ্ছে- 🥺🥺
একজন ভাই বললেন সে নাকি কয়েকদিন যাবত প্রচন্ড জ্বরে ভুগতেছে কিন্তু হসপিটালে যেতে চাচ্ছিলেন না!
সে নাকি বলেছিলেন এভাবেই জ্বর ভালো হয়ে যাবে।
কিন্তু আজকে তার অবস্থার অবনতি দেখে তার সহকর্মীরা তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন।

✍️ সাফীন আহমেদ সানী।

25/09/2022

"𝗔𝗭𝗔𝗡" is the most Beautiful sound in the World.🖤

25/09/2022

স্কিল হচ্ছে সিংগাপুরের জন্য নির্দিষ্ট একটা কাজের উপরে ট্রেনিং করে পরীক্ষা দিয়ে পাশ করে ঐ কাজের দক্ষতার সার্টিফিকেট নিয়ে সিংগাপুর যাওয়া ।

আন-স্কিল হচ্ছে কোনো প্রকার ট্রেনিং এবং কাজের দক্ষতার সার্টিফিকেট ছাড়া সিংগাপুর যাওয়া ।

যেকোনো কাজে ট্রেনিং করে দক্ষতার সার্টিফিকেট নিয়ে সিংগাপুর যাওয়ার জন্য আমি পরামর্শ দেই ।
কারন একজন আন-স্কিল লোকের থেকে স্কিল লোকের মান ভাল হয় এবং সে কিছু বেতন বেশি পাওয়ার অধিকার রাখে ।
যদি আপনার স্কিল করে আসার সুযোগ না থাকায় সিংগাপুর চলে এসেছেন বা আসবেন, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই ।
সিংগাপুরে এসে আপনি আপনার কাজের ধরন বা চাহিদা অনুযায়ী স্কিল করে নিবেন ।
শুধু স্কিল করেই থেমে গেলে হবে না, আপনাকে আরো অনেক সামনে এগিয়ে যেতে হবে ।

একটা কথা মাথায় রাখতে পারেন, ঐ ভাই দেখি লেখাপড়া করে উন্নতি করেছে, আমি পারবো না কেন ?
কারো সাথে প্রতিযোগিতা করলে তার করা ভালো কাজ গুলি নিয়ে করবেন, যেন আপনি তার চেয়ে বেশি ভালো কাজ করতে পারেন । কারো সাথে হিংসাত্মক ভাবে কারো ক্ষতি করে জীবনে সাময়িক ভাবে উপরে গেলেও কোনো একসময় দেখবেন আপনিও নিজেও পরেছেন নিজের তৈরি করা গর্তে ।

আন-স্কিলে সিংগাপুর যাওয়া আপনার ব্যর্থতা না,
সিংগাপুর থেকেও যদি আপনি স্কিল করতে না পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যর্থতা_Nasir Uddin

আন-স্কিলে এসেও সিংগাপুর কিছু লোক শুধু মাত্র স্কিল সার্টিফিকেট করে নাই, কেউ হয়েছে: সুপারভাইজার, টেকনিশিয়ান, ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার ।
খোঁজ নিয়ে দেখেন তাদের এই পরিবর্তনের জন্য কি কি করতে হয়েছে।
চেষ্টা না করে চুপচাপ বসে থেকে কেউ উন্নতি করেছে বলে আমার জানা নেই ।

এটা নির্ভর করে আপনার মেধা, চেস্টা এবং তাকদীরের উপরে।
মেধা, টাকা এবং সময় ব্যয় করে যথাযথ ভাবে চেস্টা করবেন আপনি, আর সফলতা দেয়ার মালিক আল্লাহ ।

Nasir Uddin
২৫ সেপ্টেম্বর ২০২২

21/09/2022

- প্রতি সেকেন্ডে তাঁকে স্মরণ করুন,😪
- যিনি প্রতি সেকেন্ডে নিশ্বাস চালু রেখেছেন।🖤

- আলহামদুলিল্লাহ... 🥰

প্রবাসীদেরঅধিকাংশ  জীবনটাই এমন।প্রথম বিদেশ আসার সময় চিন্তা করে ৫ বছর ভালো ইনকাম করে দেশে গিয়ে ব্যবসাপাতি করে সুখে শান্...
19/09/2022

প্রবাসীদের
অধিকাংশ জীবনটাই এমন।
প্রথম বিদেশ আসার সময় চিন্তা করে ৫ বছর ভালো ইনকাম করে দেশে গিয়ে ব্যবসাপাতি করে সুখে শান্তিতে জীবন যাপন করব!
কিন্তু পরিকল্পনা করা যত সহজ জীবনকে পরিকল্পনা মাফিক সাজানো ততো কঠিন। পাঁচ বছর শেষ হলে কিভাবে যেন এক যুগ পার হয়ে যায় অনেক প্রবাসী টেরও পায়না, এবং অনেক সময় জীবনের পড়ন্ত বেলা পর্যন্ত. এই গাড়ির মত প্রবাসী জীবনের ঘানি টানতে হয় বেশিরভাগ প্রবাসীর।

পরিশেষে সকল প্রবাসী একে অন্যের জন্য দোয়া করবেন। যেন প্রবাসী জীবনের খুব তাড়াতাড়ি শেষ করে সফলভাবে স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে, বেশিরভাগ প্রবাসী। কারণ এভাবে জীবনের বেশিরভাগ সময় পরবাসে কাটানো কোন মানে হয়না। জীবন অনেক সুন্দর বাবা, দাদা এবং দাদার বাপেরা তাদের সময় জীবনগুলো কত সুন্দরভাবে না কাটালো। আমাদের প্রজন্মের কেন এভাবে পরবাসের চিন্তা মাথায় আসলো শুধু ডাল ভাত খেয়ে, জীবনটা যদি পার করে দেওয়া যেত, তাহলে কতোই না সুন্দর হতো। আল্লাহ সকল প্রবাসীর ইনকামের বরকত ও আমাদের অল্পতে সন্তুষ্ট থাকার তৌফিক দিও, এবং খুব দ্রুত নিজ মাতৃভূমিতে ভালোভাবে সফলভাবে ফেরার মতো ব্যবস্থা করে দিও আমিন। (আল আমিন)... 🌎👁️

14/09/2022

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।

14/09/2022

সময় শেষ - Time is up
সতর্ক থেকো - Watch out
চুপ করে থাক - Keep silence
এগিয়ে যাও - Go ahead
চা নাও - Take tea
এটা ছেড়ে দাও - Leave it
এটি পড় - Read this
সাহসী হও - Be brave
এখানে থাক - Stay here
ঠিক আছে - All right
জল পান কর - Drink water
শান্ত থাকো - Keep quiet
এই আসছি - Just coming
এটা আনো - Bring it
এর দাম কত - What does it cost
আমি এখানে খাচ্ছি - I'm eating here

পড়া শেষ হলে Done লিখতে ভুলবেন না কিন্তু🥰

14/09/2022

⭕ যেতে থাক ---keep going
⭕ খেতে থাক ---keep eating
⭕ পড়তে থাক ---keep reading
⭕ লিখতে থাক---keep writing
⭕ শিখতে থাক ---keep learning
⭕ করতে থাকো - keep doing
⭕ কাজ করতে থাক - keep working
⭕ কথা বলতে থাকো - keep talking
⭕ খুজঁতে থাকো - keep finding
⭕ সাহায্য করতে থাকো - keep helping
⭕ অর্জন করতে থাক ---keep acquiring
⭕ খেলতে থাক - keep playing
⭕ বলতে থাকো - keep saying
⭕ দৌড়াতে থাকো - keep running
⭕ তৈরী করতে থাকো - keep making
⭕ চেষ্টা করতে থাক--keep trying

📌পড়া শেষে Done লিখুন।

14/09/2022

👉এ জীবনটা ভুলে ভরা - Life is full of mistakes.
👉সেটা ঠিক - That's quite right.
👉আসলে তা নয় - Not really.
👉অন্য কিছুই না - Nothing else.
👉তােমাকে আর বিশ্বাস করিনা - Don't believe you anymore.
👉কে ধারধারে! - But who cares!
👉ঐ সব বাজে কথা! - That's all nonsense!
👉তুমি আমাকে ভুল বুঝেছাে - You've understood me wrongly.
👉নিঃশ্বাস আমার তুমি! - You are on my breath!
👉কি দারুণ চমক! - What a pleasant surprise!
👉অপদার্থ কোথাকার! - What a nuisance!
👉তুমি কত সুন্দর! - How beautiful you are!☺️
👉তুমি একটা প্রতারক - You are a cheat.
👉মিথ্যা কথা বলােনা - Don't tell a lie.
👉আসল কথা বল - Come to the point.

পড়া শেষে Done লিখতে ভুলবেন না 😍

একবার প্রবাসী হলেন তো মনে করেন আপনি দলছুট হয়ে গেছেন! এবার কাজ কিন্তু আপনার একটাই, শুধু টাকা রুজি করা, নিজকে টাকার মেশিন ...
13/09/2022

একবার প্রবাসী হলেন তো মনে করেন আপনি দলছুট হয়ে গেছেন! এবার কাজ কিন্তু আপনার একটাই, শুধু টাকা রুজি করা, নিজকে টাকার মেশিন বানিয়ে নেয়া, ব্যস! এটা বুঝে গেলে আপনার জন্যই মঙ্গল, তবে পাশাপাশি বুঝতে হবে, আপনি যদি ২ টাকা রুজি করেন, তবে ১ টাকা অন্যকে (মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান বা কাউকে) দিতে পারেন, বাকী ১ টাকা আপনি দেশে বা বিদেশে আপনার কাছেই রাখবেন! সব টাকা দিয়ে নিজকে আবার শুন্য করে ফেলবেন না! টাকা হাত থেকে সরে গেলে আপনার দলে ফেরার সব পথ বন্ধ হতেই থাকবে! আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, মোবাইল, ইমু, ট্যাংগো, ভাইবার বা হোয়াটসআপ আছে বলেই প্রতিদিন কথা বলার দরকার নেই, দেশে কে কি করলো, কার কি হল, কি খেল এত খবর নিয়ে অহেতুক নিজের বা অন্যের জীবনকে বিষিয়ে তোলার দরকার নেই!
সব ব্যাপারে নাক গলালে, আপনার নিজের নাকের সমস্যা হয়ে পড়বে।








#ছবিকথা #ছবি #কথা

সেফটি টা কোম্পানির জন্য মনে না করে নিজের জন্য মনে করুন কারণ আপনি বাঁচলে কোম্পানি বাঁচবে ম্যানেজমেন্ট বাঁচবে এবং আপনার ফ্...
27/08/2022

সেফটি টা কোম্পানির জন্য মনে না করে নিজের জন্য মনে করুন কারণ আপনি বাঁচলে কোম্পানি বাঁচবে ম্যানেজমেন্ট বাঁচবে এবং আপনার ফ্যামিলি বাঁচবে , কাজেই আপনি আপনার নিজেকে সুরক্ষিত রাখুন।

সকলকে সুরক্ষা দেন এটাই আমাদের কাজ হোক।

24/08/2022

আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরিতে কতটা অসুবিধা এবং কতটা ব্যস্ততা মধ্যে দিয়ে যায়।দিন শেষ, ক্লান্তিময় শরীর।

তবুও
সবারই একটা উক্তি 👇

শুধু চালিয়ে যান... লড়াই করুন... নিজের যত্ন নিন 😢

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category