26/09/2022
#প্রবাসী_হওয়া_সহজ_না_ভাই_
প্রবাসী হওয়া এবং প্রবাসে থাকা অতটা সহজ নয় যতটা সহজ আমরা মনে করি,
প্রবাসী হতে হলে আপনাকে অবশ্যই ত্যাগ-তিতিক্ষা পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে।
বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা অভ্যাস থাকতে হবে,
প্রচণ্ড রোদে পুড়ে কাজ করার অভ্যাস থাকতে হবে।
রাত ৫টা বাজে ঘুম থেকে ওঠার অভ্যাস থাকতে হবে,
সারাদিন কঠোর পরিশ্রম করে বাসায় গিয়ে নিজের কাপড়চোপড় ধুয়ে শুকানোর অভ্যাস থাকতে হবে।
নিজে রান্না-বান্না করে খাওয়ার অভ্যাস থাকতে হবে,
অসুস্থ হলে নিজেই নিজের মাথায় পানি ঢালতে হবে।
দেশে যারা থাকে বেশিরভাগ মানুষের মনেই এক ধরনের চিন্তাভাবনা কাজ করে যে,প্রবাসে যেতে পারলেই বুঝি লাখ লাখ টাকা ইনকাম করা যায়-
প্রবাসে যেতে পারলেই বুঝি সুখে থাকা যায়-
প্রবাসে যেতে পারলেই বুঝি শান্তিতে থাকা যায়-
কিন্তু আসলে কি তাই?
প্রবাসে না আসলে কাউকে বলে বুঝানো যাবেনা প্রবাসীদের কিযে জ্বালা যন্ত্রণা....
প্রচন্ড অসুস্থ হয়ে বিছানায় ছটফট করল সেবা করার মত কোন মানুষ পাওয়া যায়না।
তারপরও প্রবাসীরা তাদের পরিবারের দিকে তাকিয়ে সকল দুঃখ কষ্ট,জ্বালা যন্ত্রণা মাথা পেতে মেনে নেয়।
ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে আসার কারণে শত
ইচ্ছে থাকার পরও দেশে ফিরে যেতে পারে না।
প্রবাসীদের কষ্ট একজন প্রবাসী ছাড়া আর অন্য কেউ বুঝতে পারে না।
নিজের চোখের সামনে একজন অসুস্থ প্রবাসী ভাইকে এম্বুলেন্সে করে হসপিটালের নেওয়া হচ্ছে- 🥺🥺
একজন ভাই বললেন সে নাকি কয়েকদিন যাবত প্রচন্ড জ্বরে ভুগতেছে কিন্তু হসপিটালে যেতে চাচ্ছিলেন না!
সে নাকি বলেছিলেন এভাবেই জ্বর ভালো হয়ে যাবে।
কিন্তু আজকে তার অবস্থার অবনতি দেখে তার সহকর্মীরা তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন।
✍️ সাফীন আহমেদ সানী।