Bangladesh Nationalist Publicity Party

Bangladesh Nationalist Publicity Party জাতীয়তাবাদী দর্শন প্রচারে স্বতন্ত্র ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
(5)

আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। আর আমি জানতামও না যে, আমাকে বর্ডার ক্রস করানো হচ...
11/10/2025

আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। আর আমি জানতামও না যে, আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রসফায়ারের উদ্দেশে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।

সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য

সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বিবৃতি-“বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবা...
11/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বিবৃতি-

“বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ন্যায়বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায়, সেই নিশ্চয়তাও দেয়। আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ, জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি।

একটি দেশের চলা উচিত ‘ল অফ দ্যা ল্যান্ড’ অনুযায়ী। কিছু চিহ্নিত ব্যক্তির দায় যেমন কোনো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয়, তেমনি তাদের অপকর্মের কারণে সেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। একজন মানুষের কাজের ভালো-মন্দের দায়, বিশেষত গুরুতর অপরাধের শাস্তি, একান্তই তার নিজের।

ফ্যাসিবাদের পুরো সময়জুড়ে সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার দল হিসেবে বিএনপি অবশ্যই সকল মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে। এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, বিবেচ্য কেবল ব্যক্তির অপরাধ ও আইনের শাসন। কোনো ব্যক্তি বিশেষের বিচ্ছিন্ন অপরাধের সঙ্গে একটি দেশপ্রেমিক বাহিনীকে ঘিরে জনগণের আবেগ, আস্থা ও সম্মানের কোনো সম্পর্ক নেই, থাকা উচিতও নয়।

সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের, এই মাটির গর্বিত সন্তান। আর তাই, অধিকাংশ সেনা সদস্য নিশ্চিতভাবেই মন থেকে চান, সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, যাতে কোনো সরকার আর কখনো সেনাবাহিনীর কাছে গুম-খুনের মতো অন্যায় নির্দেশ দিতে না পারে। সর্বজনীন এই আকাঙ্খার সাথে বিএনপি শতভাগ একমত।”

(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

11/10/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবিসি দেয়া বক্তব্য সম্পচার করা হয়
উপস্থিত ছিলেন ফেনী ১ সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু ভাই, উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুপ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিছফকুস সামাদ রনি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নরুল আবছার চৌধুরী কমল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন পৌর যুবদলের আদিল মজুমদার,

11/10/2025

দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ-কাহারোল উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা -ওয়ার্ড প্রতিনিধি সভা-২০২৫
★প্রধান অতিথি: আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু। সাধারণ সম্পাদক, বীরগঞ্জ উপজেলা বিএনপি।

★বিশেষ অতিথি: জনাব মোঃ আসাদুল ইসলাম দুলাল, আহবায়ক, বীরগঞ্জ উপজেলা যুবদল।
★জনাব মোঃ আক্কাস আলী, সাবেক আহ্বায়ক বীরগঞ্জ উপজেলা ছাত্রদল ও ১নং সদস্য, বীরগঞ্জ উপজেলা যুবদল।
★জনাব মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক, বীরগঞ্জ পৌর বিএনপি।
★সভাপতি: আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, সাবেক সভপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপি।
★সঞ্চালনায়: জনাব মোঃ সুজন আলী সদস্য সচিব, বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল।
★আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠন, বীরগঞ্জ উপজেলা শাখা, দিনাজপুর।

১১ অক্টোবর, ২০২৫ খ্রি. স্থান: শালবন কমিউনিটি সেন্টার, বীরগঞ্জ, দিনাজপুর।

‘হেক্সাগার্ড রোভার’ রোবটের উদ্ভাবক তরুণ জিহাদ-এর পাশে দাঁড়ালেন তারেক রহমানআন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জ...
11/10/2025

‘হেক্সাগার্ড রোভার’ রোবটের উদ্ভাবক তরুণ জিহাদ-এর পাশে দাঁড়ালেন তারেক রহমান

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছেন— বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তারেক রহমানের পক্ষ থেকে আজ ১১ অক্টোবর ২০২৫, শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সদরে পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যায় ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জাহিদ হাসান জিহাদের সাথে সাক্ষাৎ করেন।
এসময় তারেক রহমানের পক্ষ থেকে তরুণ উদ্ভাবক জিহাদের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আতিকুর রহমান রুমন।
একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মোঃ আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।

এদিকে, তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের সাথে উপস্থিত ছিলেন— তার মা মোছাঃ নাসিমা খাতুন ও বোন সুমাইয়া তাসমিন ঈশিতা এবং গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, মোঃ স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মোঃ মজিতূল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসান।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার সদরের পরানপুর গ্রামের জয়নাল আবেদীন ও নাসিমা খাতুনের ছেলে জাহিদ হাসান জিহাদ। মধ্যবিত্ত ঘরের সন্তান জিহাদ ছেলেবেলা থেকেই আবিষ্কারের নেশায় মত্ত।
সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশনে (ওয়াইস) ২০২৫ ‘হেক্সাগার্ড রোভার’ রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ...
11/10/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ জেলা বিএনপি পক্ষে থেকে জননসাধারণের মাঝে লিফলেট বিতরণ।

উপস্থিত ছিলেনঃ আলহাজ্ব মামুনুর রহমান রিপন সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা বিএনপি।
১১ অক্টোবর, ২০২৫ শনিবার

11/10/2025

সরাসরি ভোট শেষে সকল প্রার্থীদের সামনে ভোট গণনা হবে-
সাঁথিয়া পৌর থেকে সরাসরি -

১১ অক্টোবর ২০২৫ শনিবার -
পাবনা, সাঁথিয়া পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৫,

#হবিব #হাবিবুররহমানহাবিব #পাবনা৪
#সাথিয়াউপজেলাবিএনপি #সাথিয়াপৌরবিএনপি
#সাথিয়াপৌরবিএনপিরদ্বিবার্ষিকসম্মেলন
#সাথিয়াপৌরবিএনপিরকাউন্সিল২০২৫

11/10/2025

সাবেক মন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা।
প্রধান অতিথিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি।

গাজীপুর থেকে সরাসরি
১১ অক্টোবর ২০২৫, শনিবার

#বিএনপি #স্মরণসভা

11/10/2025

সরাসরি ভোটারের লাইন থেকে-

সাঁথিয়া পৌর থেকে সরাসরি -

১১ অক্টোবর ২০২৫ শনিবার -
পাবনা, সাঁথিয়া পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৫,
প্রধান অতিথি -

#হবিব #হাবিবুররহমানহাবিব #পাবনা৪
#সাথিয়াউপজেলাবিএনপি #সাথিয়াপৌরবিএনপি
#সাথিয়াপৌরবিএনপিরদ্বিবার্ষিকসম্মেলন
#সাথিয়াপৌরবিএনপিরকাউন্সিল২০২৫

11/10/2025

সাঁথিয়া পৌর থেকে সরাসরি -

১১ অক্টোবর ২০২৫ শনিবার -
পাবনা, সাঁথিয়া পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৫,
প্রধান অতিথি -
#হাবিবুর_রহমান_হাবিব,
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, আহ্বায়ক- পাবনা জেলা বিএনপি।
৯০ এর স্বৈরাচার এরশাদ পতনের গনঅভ্যুত্থানের মহানায়ক।

#প্রধান_বক্তা- এড. মাকসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব- পাবনা জেলা বিএনপি।
#বিশেষ_অতিথি- আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক- পাবনা জেলা বিএনপি,
#আনিসুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক- পাবনা জেলা বিএনপি।
#আবু ওবাইদা শেখ তুহিন, যুগ্ম আহ্বায়ক, পাবনা জেলা বিএনপি।
#নূর মোহাম্মদ মাসুম বগা, যুগ্ম আহ্বায়ক - পাবনা জেলা বিএনপি।

#হবিব #হাবিবুররহমানহাবিব #পাবনা৪
#সাথিয়াউপজেলাবিএনপি #সাথিয়াপৌরবিএনপি
#সাথিয়াপৌরবিএনপিরদ্বিবার্ষিকসম্মেলন
#সাথিয়াপৌরবিএনপিরকাউন্সিল২০২৫

Address

28/1 VIP Road, NayaPaltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Nationalist Publicity Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Nationalist Publicity Party:

Share