
07/07/2025
চলুন
আজ কিছু আমার বক-বক শুনে যান।
আমার জীবনে আমি যা কিছু পেয়েছি, এগুলো আমি খুব সহজে পাইনি। আমার জীবনের প্রত্যেকটা জিনিস আমার খুব মূলবান। ধরুন আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, আমি নেবো, তখনি দেখি ওইটার কোনো প্রব্লেম বা বাসায় আনার পরে নষ্ট হয়েছে। কিংবা ওইটা আমি নিলে অন্য দিকে হয়তো সংকট পরবে।
আবার একটা কাজ করছি রেজাল্ট ভালো কিছু হবে, ঠিক তখনি কোনো না কোনো সমস্যা হবে।
ঠিক এভাবেই আমার সময় যাচ্ছে...
মাঝে মাঝে খুব অসহায় ফিল করি আর ভাবি আল্লাহ আমার সাথে কেনো এমন হয়?
পর মুহুর্তে ভাবি আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন "ইন শা আল্লাহ "❤️