08/04/2025
সংস্কার কমিশনে বিএনপি কী মতামত দিয়েছে, সেটা একটু দেখলাম:
১। কমিশন বলছে,
ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এইসব রাষ্ট্র বা সংবিধানের মূলনীতিতে থাকবে না ।
বিএনপি বলছে, থাকবে সব আগের মতোই ।
২। কমিশন বলছে,
প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না ।
বিএনপি বলছে, পারবেন আগের মতোই ।
৩। কমিশন বলেছ,
প্রধানমন্ত্রী হতে হলে তাকে সংসদের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন লাগবে ।
বিএনপি বলছে, না, প্রধানমন্ত্রী নির্বাচনের কিছু নাই। আগের মতোই নিজেরা ঠিক করবে ।
৪। কমিশন বলছে, সংবিধান সংশোধন করতে হলে সংসদের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশের সমর্থন এবং
গণভোট লাগবে ।
বিএনপি বলছে, না, গণভোট দরকার নাই ।
৫। কমিশন বলছে,
প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে গেলে সংসদের নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠন করতে পারবেন, যদি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন তার থাকে। সংসদ ভাঙার দরকার নাই ।
বিএনপি বলছে, না, প্রধানমন্ত্রী তখন আগের মতোই ‘সংসদ ভাঙ্গিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শদান করিবেন এবং‘... রাষ্ট্রপতি তার পরামর্শে ‘সংসদ ভাঙ্গিয়া দিবেন ।’
৬। কমিশন বলছে, প্রধানমন্ত্রী একই ব্যক্তি দুইবারের বেশি হতে পারবে না ।
বিএনপি বলছে, পারবেন । ধারাবাহিক দুইবারের বেশি পারবেন না । থেমে থেমে যতবার ইচ্ছা পারবেন ।
৭। কমিশন বলছে, রাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর ।
বিএনপি বলছে, না, আগের মতোই পাঁচ বছর ।
৮। কমিশন বলছে, তত্ত্বাবধায়কের মেয়াদ হবে চার মাস ।
বিএনপি বলছে, না, আগের মতোই তিনমাস ।
৯। কমিশন বলছে, তত্ত্বাবধায়কের সময় আগে স্থানীয় সরকারের সব নির্বাচন হবে, তারপর জাতীয় নির্বাচন ।
বিএনপি বলছে, না, আগের মতোই আগে জাতীয়, পরে স্থানীয় নির্বাচন ।
১০। কমিশন বলছে, সংসদ নির্বাচন করার বয়স ন্যূনতম বয়স ২১ বছর হলে হবে ।
বিএনপি বলছে, না । আগের মতোই ২৫ বছর থাকবে ।
১১। কমিশন বলছে, জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন রাষ্ট্রপতি সাংবিধানিক কমিশনের (এনসিসি) সিদ্ধান্তক্রমে ।
বিএনপি বলেছে, না। সেটা করবে আগের মতোই প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি ।
১২। কমিশন বলছে, জরুরি অবস্থার সময় মানুষ আদালতে যেতে পারবে। তাদের কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না ।
বিএনপি বলছে, না, জরুরি অবস্থায় নাগরিকরা তাদের মৌলিক অধিকার হারাবে। এমনকি আদালতে যেতে পারবে না ।
১৩। কমিশন বলছে, জাতীয় সংসদের মেয়াদ হবে চার বছর।
বিএনপি বলছে, না, আগের মতোই পাঁচ বছরব।
১৪। কমিশন বলছে, দেশের সবগুলো বিভাগে বিচার বিভাগের হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ারসম্পন্ন হাইকোর্ট আসন থাকবে ।
বিএনপি বলছে, না, এটা সংবিধানের সঙ্গে যায় না ।
১৫। কমিশন বলছে, আপিল বিভাগের বিচারকদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ বিচারক হবেন প্রধান বিচারপতি ।
বিএনপি বলছে, না, প্রবীণতম তিনজনের একজনকে সরকার পছন্দমতো নিয়োগ দেবে ।
বিএনপিও নাকি সংস্কার চায়। এমন তারা নাকি ৩১ দফা প্রস্তাবও দিছে। আমি সেই প্রস্তাব দেখি নাই।
কিন্তু জানি না, বিএনপি তাইলে কী সংস্কার চায় ? সেটা কেমন?