Eyes of Jami

Eyes of Jami Don't look into my eyes
(1)

08/04/2025

সংস্কার কমিশনে বিএনপি কী মতামত দিয়েছে, সেটা একটু দেখলাম:

১। কমিশন বলছে,
ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এইসব রাষ্ট্র বা সংবিধানের মূলনীতিতে থাকবে না ।

বিএনপি বলছে, থাকবে সব আগের মতোই ।

২। কমিশন বলছে,
প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না ।

বিএনপি বলছে, পারবেন আগের মতোই ।

৩। কমিশন বলেছ,
প্রধানমন্ত্রী হতে হলে তাকে সংসদের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন লাগবে ।

বিএনপি বলছে, না, প্রধানমন্ত্রী নির্বাচনের কিছু নাই। আগের মতোই নিজেরা ঠিক করবে ।

৪। কমিশন বলছে, সংবিধান সংশোধন করতে হলে সংসদের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশের সমর্থন এবং
গণভোট লাগবে ।

বিএনপি বলছে, না, গণভোট দরকার নাই ।

৫। কমিশন বলছে,
প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে গেলে সংসদের নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠন করতে পারবেন, যদি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন তার থাকে। সংসদ ভাঙার দরকার নাই ।

বিএনপি বলছে, না, প্রধানমন্ত্রী তখন আগের মতোই ‘সংসদ ভাঙ্গিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শদান করিবেন এবং‘... রাষ্ট্রপতি তার পরামর্শে ‘সংসদ ভাঙ্গিয়া দিবেন ।’

৬। কমিশন বলছে, প্রধানমন্ত্রী একই ব্যক্তি দুইবারের বেশি হতে পারবে না ।

বিএনপি বলছে, পারবেন । ধারাবাহিক দুইবারের বেশি পারবেন না । থেমে থেমে যতবার ইচ্ছা পারবেন ।

৭। কমিশন বলছে, রাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর ।

বিএনপি বলছে, না, আগের মতোই পাঁচ বছর ।

৮। কমিশন বলছে, তত্ত্বাবধায়কের মেয়াদ হবে চার মাস ।

বিএনপি বলছে, না, আগের মতোই তিনমাস ।

৯। কমিশন বলছে, তত্ত্বাবধায়কের সময় আগে স্থানীয় সরকারের সব নির্বাচন হবে, তারপর জাতীয় নির্বাচন ।

বিএনপি বলছে, না, আগের মতোই আগে জাতীয়, পরে স্থানীয় নির্বাচন ।

১০। কমিশন বলছে, সংসদ নির্বাচন করার বয়স ন্যূনতম বয়স ২১ বছর হলে হবে ।

বিএনপি বলছে, না । আগের মতোই ২৫ বছর থাকবে ।

১১। কমিশন বলছে, জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন রাষ্ট্রপতি সাংবিধানিক কমিশনের (এনসিসি) সিদ্ধান্তক্রমে ।

বিএনপি বলেছে, না। সেটা করবে আগের মতোই প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি ।

১২। কমিশন বলছে, জরুরি অবস্থার সময় মানুষ আদালতে যেতে পারবে। তাদের কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না ।

বিএনপি বলছে, না, জরুরি অবস্থায় নাগরিকরা তাদের মৌলিক অধিকার হারাবে। এমনকি আদালতে যেতে পারবে না ।

১৩। কমিশন বলছে, জাতীয় সংসদের মেয়াদ হবে চার বছর।

বিএনপি বলছে, না, আগের মতোই পাঁচ বছরব।

১৪। কমিশন বলছে, দেশের সবগুলো বিভাগে বিচার বিভাগের হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ারসম্পন্ন হাইকোর্ট আসন থাকবে ।

বিএনপি বলছে, না, এটা সংবিধানের সঙ্গে যায় না ।

১৫। কমিশন বলছে, আপিল বিভাগের বিচারকদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ বিচারক হবেন প্রধান বিচারপতি ।

বিএনপি বলছে, না, প্রবীণতম তিনজনের একজনকে সরকার পছন্দমতো নিয়োগ দেবে ।

বিএনপিও নাকি সংস্কার চায়। এমন তারা নাকি ৩১ দফা প্রস্তাবও দিছে। আমি সেই প্রস্তাব দেখি নাই।

কিন্তু জানি না, বিএনপি তাইলে কী সংস্কার চায় ? সেটা কেমন?

বাঙালি ফিলি* স্তিন যেতে পারলে এটাই করত🙂
08/04/2025

বাঙালি ফিলি* স্তিন যেতে পারলে এটাই করত🙂

06/04/2025

যে যাকে পাচ্ছে বিয়ে করে নিচ্ছে!!🙂

06/04/2025

ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্‌ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারীত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশংকা করা হচ্ছে।
উল্লেখ্য ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্‌ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন?’
এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে।
পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভূয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।

05/04/2025

S.S.C পরিক্ষার সকল ছাত্রের জন্য দোয়া🤲

ছাত্রীদের জন্য I LOVE YOU 🌚😂😂

কেমন লাগবে যদি শোনেন বাংলাদেশে আগামীকাল এক নতুন আইন পাশ হবে। যে আইনে লেখা থাকবে মন্দির এবং পূজা উদযাপন সংক্রান্ত কমিটিতে...
04/04/2025

কেমন লাগবে যদি শোনেন বাংলাদেশে আগামীকাল এক নতুন আইন পাশ হবে। যে আইনে লেখা থাকবে মন্দির এবং পূজা উদযাপন সংক্রান্ত কমিটিতে অন্তত দুইজন মুসলমান সদস্যকে রাখতে হবে।
মন্দিরে পূজা কীভাবে হবে, কেমন হবে সেটা নিয়ে হিন্দুরা নয়, বাংলাদেশের সুপ্রিম কোর্ট চূড়ান্ত ফয়সালা দিবে।
মন্দির কীভাবে পরিচালিত হবে, মন্দিরে আসা অনুদান কিভাবে ব্যয় করা হবে তা হিন্দুরা না বরং মুসলিমসহ সকল ধর্মের লোকেরা মিলে গঠিত একটি "সেকুলার" কমিটি ঠিক করবে।
মন্দির কমিটিতে থাকার জন্য আগে হিন্দু শাস্ত্রে বিশেষজ্ঞ হওয়া আবশ্যকীয় ছিল। কিন্তু এখন আর সেই নিয়ম থাকবে না।

আর হ্যাঁ। এই আইনটা কিন্তু করা হবে হিন্দুদের কল্যাণেই।

কেমন লাগবে?
সুশীল সমাজের রিএকশন কেমন হবে?
কেমন করে চিৎকার করবে ছায়ানটি, শাহবাগীরা?

জি। এরকম একটা জঘন্য আইন ইন্ডিয়াতে মুসলমানদের ওয়াকফ নিয়ে পাশ হয়েছে।

এই আইন পাশ হওয়ার পরে হুহু করে কান্নায় ভেঙে পড়েন সাংসদ আব্বাসউদ্দীন ওয়াইসি।

এমন আইনের নিন্দা জানাই আমরা। আমরা চাই সব দেশে সব ধর্ম মতের মানুষ এর অধিকার বজায় থাকুক। যেখানে হিন্দু মুসলিম সবাই এক থাকবে। যেমন টা আমাদের দেশে আছে।

Even m***i is confused how shaytan enters there 🤔
04/04/2025

Even m***i is confused how shaytan enters there 🤔

30/03/2025
30/03/2025

সুন্দরী মেয়েদের "ঈদের শুভেচ্ছা" এবং "ভালোবাসা"। আর ছেলেদের শুধু "ঈদ মোবারক"!

28/03/2025

আমি নির্বাচন চাই না, ভোটের অধিকারও চাইনা। আমি ড. ইউনুসকে আরও ৫ বছর দেখতে চাই।

তাই সকল রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলছি, আপাতত ভাষণ দেয়ার সময় জনগণ বা দেশবাসী বলার সময় আমাকে বাদ দিয়ে বলবেন, অনুরোধ রইলো।

আমি রাফির হবু ভায়রা, জ্যাঠাসের পাশাপাশি আমাকেও ফলো দিয়ে পাশে থাকেন।
19/03/2025

আমি রাফির হবু ভায়রা, জ্যাঠাসের পাশাপাশি আমাকেও ফলো দিয়ে পাশে থাকেন।

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eyes of Jami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share