11/09/2025
সুসময় ও দুঃসময় হাতে হাত রেখে চলে। সময় যদিও নিজের গতিতেই অতিবাহিত হয় তবুও দুঃসময়ের মুহূর্তগুলি মনে হয় পাহাড়প্রমাণ দীর্ঘায়িত। দুঃসময়ে যা যা মুখোমুখি করতে হয়েছে বা এখনো হচ্ছে তা একমাত্র আল্লাহ জানে । আল্লাহ যদি বান্দাকে খুশি করতে চান তাহলে তাকে ছেলে সন্তান দান করেন। তাই আল্লাহ আমার তার প্রতি বিশ্বাস , ধৈর্য্য , আত্মবিশ্বাস , কষ্ট , ভালোবাসা সব কিছু মিলিয়ে এত কষ্টের মধ্যে একটা সুখ বা কষ্টের অবসান ঘটিয়ে পুত্র সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ ❤️
যে বা যারা আমাদের এই অবস্থার জন্য দায়ী তারা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না । হয়তো বা ক্ষণিকের জন্য তারা আর্থিক ভাবে অনেক স্বচ্ছল কিন্তু তারা আসলেই কি মানসিক বা শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ্য ? তো দুঃসময় কারো জন্যই কখনও চিরস্থায়ী হয় না, সেটা একটা সময়ে ঠিকই কেটে যাবে। ইনশাআল্লাহ 💕
অনুভূতি 🙂
সময় : ভোর ৪:৩৫
তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫