27/06/2025
আগামীকালের মহাসমাবেশ সফলতা কামনায় ইমামদের সর্বাত্মক সমর্থন
আগামীকাল ২৮ জুন শনিবার, রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত মহাসমাবেশ সফল করার জন্য দেশের আইম্মায়ে মাসাজিদ, তাওহিদী জনতা ও ইসলামপ্রেমী নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন সহ জাতীয় নেতৃবৃন্দ।
আজ শুক্রবার রাতে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মাসিক সভা থেকে এ আহবান জানানো হয়। সভায় বক্তারা বলেন, ইসলামের বিজয় আনতে ইসলামপন্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও ঐক্যবদ্ধ কার্যক্রম পরিচালনা আজ সময়ের চাহিদা ও একান্ত দাবী। সে লক্ষ্যেই আমরা সকলকে আগামীকাল সম্মিলিতভাবে প্রোগ্রাম সফলের আহবান জানাচ্ছি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মুফতি দিলাওয়ার আশরাফী, যুগ্মমহাসচিব মুফতী সালীমুল্লাহ খান, মুফতী জাকির বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুস সালাম, অর্থ সম্পাদক মুফতী ইসমাঈল হাবীবী, প্রচার সম্পাদক মাওলানা কামাল উদ্দীন নোমানী, সমাজ কল্যাণ সম্পাদক মুফতী মুহাম্মদ শুয়াইব, কেরাত ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কারী সিদ্দিকুর রহমান সাইফী প্রমুখ।
বার্তাপ্রেরক
কামাল উদ্দীন নোমানী
প্রচার সম্পাদক,
জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ