09/08/2025
মিছিলের সামনে লাল উড়না প্যাঁচানো ছেলেটা শ্রাবন।
৪ঠা অগাস্ট ফেনীর মিছিলের শহীদ ৭জনের একজন শ্রাবন৷ ওর কপালে লাল যে ওড়নাটা দেখতেছেন এটা ওর মায়ের।মায়ের থেকে চেয়ে নিয়ে আসছিলো আসার সময়, মা সাথে আছেন এই সাহসের জন্য আর যেন কিছু হইলে মুখ ঢাকতে পারে মায়ের ওড়না দিয়ে।
ওর গ্রান্ড ওয়াকিং টা দেখেন!
কি আশ্চর্যজনক গুরুগম্ভীর আর ভাবলেশহীন সুলতানি পায়ের স্টেপ গুলা! ক্ষিপ্র কিন্তু শান্ত চোখের চাহনি,একটা বারের জন্যও মিছিলে পিছনের দিকে তাকাচ্ছে না শ্রাবণ।
আপনি যখন রাজনীতি করবেন,দেশের কথা বলতে বসবেন তখন ই এই হাজার হাজার শ্রাবনের লাশের ভার কাঁধে নিতে হবে। তারপরে আপনার জন্য রাজনীতি উন্মুক্ত।