Mad420

Mad420 Creativity is here

04/06/2025


17/02/2025

05/06/2024

কুকি-চিন বাহিনীর সাথে আমাদের যা ঘটেছিলো !

বান্দরবানে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমরা ২০-২২ জন মানুষ একসাথে কুকি-চিন বাহিনীর শিকার হই। বান্দরবানের ভেলাখুম পর্যটনস্থানে সেই বাহিনী আমাদের সবাইকে পিস্তল, বন্দুক এবং দেশীয় অস্ত্র দেখিয়ে আমাদেরকে জিম্মি করে রাখে। পরে আমাদের কাছ থেকে ১৬টা মোবাইল এবং দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।
অতএব, যারা বান্দরবানে ঘুরতে যেতে চান তাদের উদ্দ্যেশে আমার এই ভিডিওটি।

04/06/2024

পাহাড় আমাকে নেশার মতোই টানে! আমার জীবনের যত অস্থিরতা, যত বিরক্তি কিংবা যত বাঁধা, সব ভুলার জন্য বার বার আমি পাহাড়ে ছুঁটে যাই।
পাহাড়ের মাঝে ঝরনার বসবাস , অগনিত তারার মাঝে চাঁদের বসবাস, মানুষের দেহের মাঝে আত্মার বসবাস ,আমার মনের মাঝে তোমার বসবাস।

22/05/2024

ঢাকা মেট্রোরেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা।
প্রথমবারের মত মেট্রোরেলে উঠতে পেরে খুবই আনন্দিত যা বলে বুঝানো সম্ভব না। মনে হয়েছে ইউরোপের একটি শহর থেকে অন্য একটি শহরে যাতায়াত করেছি।

অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মত ঢাকায় মেট্রোরেল স্থাপন। মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিলে ২০ দশমিক ১০ কিলোমিটার যেতে লাগে ৩০ মিনিট। প্রতিঘন্টায় দুই দিক থেকে প্রায় ৬০ হাজার যাত্রী পরিবহন করে।

#মেট্রোরেল

19/04/2024

অবারিত সবুজ আর সৌন্দর্যের মিশেলে প্রকৃতির নিজ হাতে গড়া নয়নাভিরাম বান্দরবান। এর রূপ-রসে প্রকৃতিপ্রেমী মাত্রই হবেন মন্ত্রমুগ্ধ। চারপাশে আর পায়ের নিচে বিস্তীর্ণ সবুজ, মাথার উপর নীল-সাদা মেঘের ওড়াওড়ি। যেন চাইলেই হাতের মুঠোয় ধরা যায় এই পেজো তুলোর মেঘকে। দিগন্তে যতোদূর চোখ যায় শুভ্র বরফে ঢাকা সবুজ এক মায়ানগরী। ‌
রুমা-থানচি সড়কের সরু পাহাড়ি পথ। চলে গেছে একে-বেঁকে উঁচু খাড়া পাহাড়ের দিকে। হঠাৎ দেখলে মনে হয় জাদুর তুলির পরশে তৈরি নিপুণ কোনো শিল্পকর্ম।

13/11/2023

Test my video sound!

Address

P/23, Nurjahan Road, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801684542081

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mad420 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mad420:

Share