MK Media BD

MK Media BD Product/Service, Update News,Education Contribute Called a Strong Community in Humans And Technology

সম্পূর্ণ অনাবাসিক একটা ভার্সিটি জগন্নাথ। ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অনেক শিক্ষার্থী ভার্সিটি বাস...
24/09/2024

সম্পূর্ণ অনাবাসিক একটা ভার্সিটি জগন্নাথ। ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অনেক শিক্ষার্থী ভার্সিটি বাসে ক্লাস করতে আসে। জগন্নাথ এর বাস গুলা এক শিফট এই চলাচল করে (সকাল ৮ টায় ক্যাম্পাস আসে বিকাল ৩.৩০ এ ছেড়ে যায়), অথচ বিপুল সংখ্যক স্টুডেন্ট এর ক্লাস শেষ হয়ে যায় ১২/১/২ টা এর মধ্যে। কিন্তু ক্লাস আগে শেষ হলেও বাসায় আগে যাওয়ার সুযোগ নাই, বিশেষ করে মেয়েদের। অপেক্ষা করতে হয় ৩.৩০ এর ভার্সিটি বাস এর। আর অনেকেই কষ্ট করে লোকাল এ যায়। অবস্থান গত দিক থেকে জগন্নাথ একদম চিপায়, এইখান থেকে লোকাল বাসে করে উত্তরা কিংবা মিরপুর যাইতে প্রচুর ভোগান্তির শিকার (বিশেষ করে ছিনতাই) হতে হয় আর ট্রাফিক জ্যাম তো আছেই। ঢাকার মধ্যে একটা পাবলিক ভার্সিটি হিসাবে ন্যূনতম সুযোগ সুবিধা পাই না আমরা, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতগুলা হল থাকা সত্ত্বেও বিভিন্ন শিফট এ বাস চালু আছে। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চালু করতে সমস্যা কোথায়?

এখন দুপুর দের টায় দুইটা বাস (শাহবাগ ও খিলগাঁও) চলাচল করে, এই দুইটা বাস এর পাশাপাশি আরও কয়েকটা রুট যেমন উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর বিশেষ করে সংযুক্ত করা দরকার। এছাড়া আরো যেসকল এলাকা থেকে বিপুল সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয় সেসব জায়গায় ও সেকেন্ড শিফট এ একটা বাস দেওয়া উচিত। এতে শিক্ষার্থীদের এর ক্লাস শেষে ৩/৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে না। হল বিহীন একটা ভার্সিটির শিক্ষার্থীদের এই দাবি মোটেও অযৌক্তিক না (মৌলিক চাহিদা ও বলা যায়)।

আশা করি এই বিষয়ে "জবি সংস্কার আন্দোলন" দ্রুত পদক্ষেপ নিবে।

📌 ইনবক্স থেকে
আরিফ
রাষ্ট্রবিজ্ঞান ১৭ ব্যাচ

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড: আতিউর রহমানের বাস্তব জীবনী এটা। লেখাটা আগে আপনার ছেলে মেয়েকে পড়ান,তারপর আপনি নিজে পড়ুন...
09/03/2024

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড: আতিউর রহমানের বাস্তব জীবনী এটা। লেখাটা আগে আপনার ছেলে মেয়েকে পড়ান,তারপর আপনি নিজে পড়ুন।।।।

টাকা থাকলেই জীবনে বড় হওয়া যায় না।ইচ্ছা থাকলে সন্মান, টাকা আপনার কাছে নিজে থেকে ধরা দিবে।সেহেতু হতাশ হবেন না।
..............................................................

আমার জন্ম জামালপুর জেলার এক অজপাড়াগাঁয়ে। ১৪ কিলোমিটার দূরের শহরে যেতে হতো পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে। পুরো গ্রামের মধ্যে একমাত্র মেট্রিক পাস ছিলেন আমার চাচা মফিজউদ্দিন। আমার বাবা একজন অতি দরিদ্র ভূমিহীন কৃষক। আমরা পাঁচ ভাই, তিন বোন। কোনরকমে খেয়ে না খেয়ে দিন কাটতো আমাদের।

আমার দাদার আর্থিক অবস্থা ছিলো মোটামুটি। কিন্তু তিনি আমার বাবাকে তাঁর বাড়িতে ঠাঁই দেননি। দাদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা ছনের ঘরে আমরা এতগুলো ভাই-বোন আর বাবা-মা থাকতাম। মা তাঁর বাবার বাড়ি থেকে নানার সম্পত্তির সামান্য অংশ পেয়েছিলেন। তাতে তিন বিঘা জমি কেনা হয়। চাষাবাদের জন্য অনুপযুক্ত ওই জমিতে বহু কষ্টে বাবা যা ফলাতেন, তাতে বছরে ৫/৬ মাসের খাবার জুটতো। দারিদ্র্য কী জিনিস, তা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি- খাবার নেই, পরনের কাপড় নেই; কী এক অবস্থা !

আমার মা সামান্য লেখাপড়া জানতেন। তাঁর কাছেই আমার পড়াশোনার হাতেখড়ি। তারপর বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। কিন্তু আমার পরিবারে এতটাই অভাব যে, আমি যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম, তখন আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকলো না। বড় ভাই আরো আগে স্কুল ছেড়ে কাজে ঢুকেছেন। আমাকেও লেখাপড়া ছেড়ে রোজগারের পথে নামতে হলো।

আমাদের একটা গাভী আর কয়েকটা খাসি ছিল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওগুলো মাঠে চরাতাম। বিকেল বেলা গাভীর দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতাম। এভাবে দুই ভাই মিলে যা আয় করতাম, তাতে কোনরকমে দিন কাটছিল। কিছুদিন চলার পর দুধ বিক্রির আয় থেকে সঞ্চিত আট টাকা দিয়ে আমি পান-বিড়ির দোকান দেই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসতাম। পড়াশোনা তো বন্ধই, আদৌ করবো- সেই স্বপ্নও ছিল না !

এক বিকেলে বড় ভাই বললেন, আজ স্কুল মাঠে নাটক হবে। স্পষ্ট মনে আছে, তখন আমার গায়ে দেওয়ার মতো কোন জামা নেই। খালি গা আর লুঙ্গি পরে আমি ভাইয়ের সঙ্গে নাটক দেখতে চলেছি। স্কুলে পৌঁছে আমি তো বিস্ময়ে হতবাক ! চারদিকে এত আনন্দময় চমৎকার প

21/02/2024

এই ঈদে নতুন কালেকশন শুধু মাত্র MK Media BD TOP Turn on post Notifications ️

𝗘𝗺𝗯𝗿𝗮𝗰𝗲 𝘁𝗵𝗲 𝗖𝗵𝗶𝗹𝗹 !!INCLUSIVE *Dinner *Breakfast *Fitness Center*Live Music *Swimming *Kids Playground *Parking and many...
07/01/2024

𝗘𝗺𝗯𝗿𝗮𝗰𝗲 𝘁𝗵𝗲 𝗖𝗵𝗶𝗹𝗹 !!
INCLUSIVE *Dinner *Breakfast *Fitness Center
*Live Music *Swimming *Kids Playground *Parking and many more!

𝗕𝗼𝗼𝗸 𝘆𝗼𝘂𝗿 𝗦𝘁𝗮𝘆 at (+88) 01840-375617 & 01840-375624 or 01324-445940

𝗖𝗼𝗻𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝘀:
*Kids up to 05 years stay for free.
*BDT. 6699 Tk । Stay 02 Person Building.
*Children (06-10 Years) BDT. 2000 will be charged.
*Additional person (Above 10 Years) BDT. 2500 will be charged.
*This offer valid from January 8th to 30th of January 2024.
*Cannot be combined with other offers or discounts.

𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲: www.sksinn.com
𝟯𝟲𝟬 𝗩𝗶𝗲𝘄: https://virtualtour.sksinn.com
𝗠𝗮𝗽: https://goo.gl/maps/ge4r6pXmhM5XCAtc7

 # স্বামী-স্ত্রীর সম্পর্ক পবিত্র 🫶💝
04/01/2024

# স্বামী-স্ত্রীর সম্পর্ক পবিত্র 🫶💝

01/01/2024

New Year-2024💝

 # Banker Er Obostha.... 😄
01/01/2024

# Banker Er Obostha.... 😄

01/01/2024

# HIT SONG BY IMRAN💝

28/12/2023

Re Priya

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MK Media BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share