Ruhul Amin

Ruhul Amin If you don’t make mistakes, you aren’t really trying.

𝙇𝙪𝙭𝙪𝙧𝙮 𝙏𝙧𝙖𝙥-এ ঢুইকো না জীবনে শান্তি চাইলে! তুমি এখনো স্টুডেন্ট, সবে ফ্রেশ গ্র্যাজুয়েট বা ক্যারিয়ারে ঢুকছো এই মুহূর্তে যদ...
29/07/2025

𝙇𝙪𝙭𝙪𝙧𝙮 𝙏𝙧𝙖𝙥-এ ঢুইকো না জীবনে শান্তি চাইলে!
তুমি এখনো স্টুডেন্ট, সবে ফ্রেশ গ্র্যাজুয়েট বা ক্যারিয়ারে ঢুকছো এই মুহূর্তে যদি চিন্তা করো "তিন ক্যামেরার ফোন ছাড়া চলবেনা", ব্র্যান্ডেড হেডফোন, এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, চকচকে শার্ট-প্যান্ট আর ক্যাফেতে ভাইরাল চা খাওয়া ছাড়া লাইফে কিছুই নাই..
তাহলে ভাই, খবর আছে।
তুমি LUXURY TRAP–এ ঢুকতেছ!
বাংলাদেশে ৭৫% তরুণ ফিনান্সিয়াল স্ট্রেসে পড়ে তাদের ‘life-start তখনো properly শুরু হওয়ার আগেই’।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক, SME Youth Survey 2023)
মানে, ইনকাম ১০ হাজার, খরচ ১৫ হাজার।
এইটা সেই ফাঁদ, যেটা বাহির থেকে দেখে মনে হয় Luxury, ভেতরে ঢুকে বুঝবা Necessity নাই!
এইটা ছাড়া জীবন খুব ভালোভাবে সুন্দরভাবে চলে যাবে।
তোমার আশপাশে অনেকেই এই ফাঁদে পড়েছে।
দেখবা
🛍 স্টুডেন্ট হয়েও EMI দিয়ে ১ লাখ টাকার মোবাইল ইউজার।
🛵 ব্যাকআপ ইনকাম নাই, তবুও কিস্তিতে বাইক কিনসে।
🎮 অনলাইন ইনফ্লুয়েন্সার হবো ভেবে DSLR নিয়ে খবর নাই।
☕ প্রতি সপ্তাহে টুংটাং হোটেলের রংচং হাইফাই ব্রেকফাস্ট বেদরকারে।
এইগুলা আসলে লোহার হাতকড়া! এটা পরার পর তুমি আর ইনভেস্ট করতে পারবা না নিজের স্কিলে, নতুন কোর্সে, নিজের গ্রোথে!
তুমি ইনভেস্ট করবা না সে প্রতিষ্ঠানে যা তোমার ইনকাম বাড়াবে, বরং তুমি খরচ করবা সেই জায়গায় যেখানে তোমাকে বাহির থেকে দেখতে "স্মার্ট" লাগে, কিন্তু ভেতরটা ফাঁকা রাখে।
এটাই হলো Real Luxury Trap।
তুমি ভাবতেছো তুমি এই বিলাসিতার মালিক।
আসলে এসব লাক্সারি গুলাই তোমার মালিক হয়ে যাচ্ছে।
একটা ছোট উদাহরণ দেই.
তুমি যদি এখন প্রোগ্রামিং বা ডিজাইন শিখতে ৫-১০ হাজার টাকার একটা কোর্সে সময় দাও, সেটা দিতে পারবে না, কারণ তোমার টাকা নাই। কিন্তু এই মাসেই তুমি রেস্টুরেন্টে একবেলা খেয়ে ২০০০ বিল উড়াইসো।
তুমি যদি এখন একটু কষ্ট করো, সাময়িক simple life চালাও, দুই বছর পর সেটাই তোমাকে দিয়েছে Skill যদি শিখো। পাবা Stability + Savings।
আর সেখান থেকেই উঠে আসবে তোমার Real Freedom আর Real Luxury 💎
আমি বলতেসি না, বিলাসিতা করোনা।
কিন্তু আগে বিল্ড হও।
পরে বিলাসিতা করতেও মজা লাগবে, সমস্যাও হবেনা তেমন।
@ Jhankar Mahbub

নিজের অভ্যাস ট্র্যাক করার একটি কার্যকর উপায় নিজের উন্নতি এবং লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে। নিচে কিছু টিপস এবং গাইডলাই...
08/02/2025

নিজের অভ্যাস ট্র্যাক করার একটি কার্যকর উপায় নিজের উন্নতি এবং লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে। নিচে কিছু টিপস এবং গাইডলাইন দেওয়া হলো:
বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন⤵️

Tracking your habits is an effective way to help you improve and achieve your goals. Below are some tips and guidelines:

Click the link for details⤵️

https://docs.google.com/document/d/1JHLMyIqpChPogJ4DenzPIQTT0nyEcOZhZzUnWi23Zuc/edit?usp=drivesdk



11/10/2023

Address

Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Ruhul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share