31/08/2024
প্রিয় কেমন আছ?
আজকাল আমি ভীষণ স্বার্থপর হয়ে গেছি জানো?
ভুল করেও তোমার খুঁজ রাখিনা।
আসলে শত ভালোবাসার পরেও- আমার মনের মতো না হলে আমি সেখানে ফিরেও তাকাই না!
তাই কখনো প্রয়োজনই মনে করলাম না কোনোভাবে খুঁজ নিতে যে, তুমি আজকাল কেমন আছ, কেমন থাক, কেমনে দিন কাটাও!
তবে জানো?
তোমারে আমি আজও ভুলতে পারি নাই!
♏££♏💔