
20/01/2023
নতুন বছর,নতুন ক্লাস,নতুন স্কুল আলহামদুলিল্লাহ্।
আমার সৈন্যবাহিনীদের নিয়মিত স্কুল শুরু হওয়ায়,পেইজে নিয়মিত সময় দিতে পারছিনা।তাদেরকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাওয়া, ছুটির পরে নিয়ে আসা,গোসল করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, হোমওয়ার্ক করানো,বিকেলে প্লে গ্রাউন্ডে খেলতে নিয়ে যাওয়া-নিয়ে আসা,স্কুলের পড়া কমপ্লিট করানো সবকিছু একা হাতে।তাদের একমাত্র হোম টিউটর আমি,আলহামদুলিল্লাহ।
তাদের দুজনের মধ্যে বড় জন এবার ক্লাস থ্রি- তে এবং ছোট্ট জন এবার কেজি -তে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ দুজনেই ইংলিশ ভার্সনে অধ্যয়নরত।
ব্লগিং করাটা বা ভিডিও করাটা সম্পূর্ণ আমার শখের কাজ,নিজের জন্য নিজের ভালোলাগার কাজ।তাদের সামলিয়ে সংসার সামলিয়ে চেষ্টা করবো শখের পেইজটাকে রানিং রাখার।
আমার সৈন্য বাহিনীদের জন্য আপনাদের নিকট দোয়ার দরখাস্ত রইলো।
মাশাআল্লাহ্,আল্লাহুম্মা বারিকলাহু।