Kazi Sujan

Kazi Sujan আমি কবিতা লিখি, গান লিখি ও গান গাই।
এসবই আমার সখ। আমি প্রোফেশনাল কেউ না। খুবই নগন্য সাদামাটা মানুষ।

চোখ যে মনের কথা বলে.....তাই দুই ভাই  চোখ আড়ালে  রেখেছি।চোখের ভাষা কেউ বুঝতে না পারে।মনের কথা মনেই জমা থাক।
23/06/2025

চোখ যে মনের কথা বলে.....
তাই দুই ভাই চোখ আড়ালে রেখেছি।
চোখের ভাষা কেউ বুঝতে না পারে।
মনের কথা মনেই জমা থাক।

15/06/2025
মালা গাঁথবো বলে,সুই সুতো নিয়ে -নেমেছি সংগ্রহে ফুল।একটা গাঁথতেই আগেরটা ছিড়ে যায়, ফুল চিনতেই করেছি ভুল।জীবনের সবটুকু ভালোব...
11/06/2025

মালা গাঁথবো বলে,
সুই সুতো নিয়ে -
নেমেছি সংগ্রহে ফুল।
একটা গাঁথতেই আগেরটা ছিড়ে যায়,
ফুল চিনতেই করেছি ভুল।
জীবনের সবটুকু ভালোবাসায়,
গাঁথতে চেয়েছি একই সুতায়।
কেউবা খুঁজলো খাদ!
কেউবা বললো ভেজাল!
কেউবা তকমা দিলো নকল!
জুড়তে গেলে পুড়তে হয়।
একই সুতোয় জড়িয়ে থাকা,
এত্তো সহজ নয়।
জোড়ার মূলমন্ত্র :
জীবনে ছাড় দিতে হয়।
ছেড়ে যাবার জন্য নয়।
যে ছাড়তে চায়, সে বাহানা খোঁজে।
যে জুড়তে চায়, সে ভালোবাসা বোঝে।

আমাদের ঈদ....
07/06/2025

আমাদের ঈদ....

05/06/2025

একটি শোক সংবাদ.....
একটি শোক সংবাদ.......
একটি শোক সংবাদ..........
চরফ্যাশন ওজোপাডিকোর সকল কর্মকর্তা ও কর্মচারিগন সকলের, একসাথে ওলে ঠাডা পড়েছে।
তাহারা কেউ আর জীবিত নেই বলে ধারনা করছে চরফ্যাশন এর জনগন।
ইন্না - লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....

ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে...তেমনই :এলটিএম টেন্ডারের কাজও যায় বড়লোকদের ঝুড়িতে..!সালার আমার মতো গরীবের শান্তি কোথায়? কম্প...
05/06/2025

ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে...
তেমনই :
এলটিএম টেন্ডারের কাজও যায় বড়লোকদের ঝুড়িতে..!
সালার আমার মতো গরীবের শান্তি কোথায়?
কম্পিউটার ও বড়লোকদের মাথায় তৈল দেয়া পছন্দ করে!
কই যাইতাম????

বাংলাদেশের নেতাদের কি হবে এখন???
31/05/2025

বাংলাদেশের নেতাদের কি হবে এখন???

COVID Update: India is once again witnessing a rise in COVID-19 cases. Chandigarh has reported its first COVID-related death in this fresh wave, while Mumbai...

আবার যদি শৈশবে হারিয়ে যেতে পারতাম। খুব মনে পড়ে দুরন্ত শৈশবের সেই দিন গুলো.....
31/05/2025

আবার যদি শৈশবে হারিয়ে যেতে পারতাম। খুব মনে পড়ে দুরন্ত শৈশবের সেই দিন গুলো.....

10/05/2025

মসজিদের কি কোন পেট/ পিঠ আছে?
তাহলে মসজিদের টাকার কি দরকার?
দরকার তো লুটপাট কমিটির......!
মসজিদের টাকা চুরির নিয়ত বাংলায়:
হে আল্লাহ, আমি আপনার বান্দা। আপনার প্রিয় ঘর মসজিদ থেকে, আপনার চোখের সামনে দিয়ে, আপনার টাকা - আমার প্রয়োজনে, নিজ হাতে নিয়ে গেলাম। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন।
আমি কি কাউকে গালি দিয়েছি...?
আমার কথায় কি কোন ভেজাল আছে...?

শুভ জন্মদিন মা।আল্লাহপাক তোকে সুস্থ করে দিবেনইনশাআল্লাহ....
29/04/2025

শুভ জন্মদিন মা।
আল্লাহপাক তোকে সুস্থ করে দিবেন
ইনশাআল্লাহ....

Address

Kazi Para
Dhaka
8340

Telephone

+8801711666222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Sujan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Sujan:

Share