12/09/2025
হরেকৃষ্ণ,
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের প্রিয় শিষ্য এবং শুভানুধ্যায়ী বৃন্দ,
আমাদের বিনম্র প্রণতি গ্রহণ করুন। শ্রীল প্রভুপাদের জয়! শ্রীল গুরুমহারাজের জয়!
আপনারা ইতোমধ্যেই অবগত যে গুরুমহারাজ গতকাল সড়কপথে কুয়ালালামপুর থেকে পেনাং পৌঁছেছেন। বেলা ৫ টার দিকে তিনি পেটে ব্যথা, বমিভাব এবং ক্ষুধামন্দা অনুভব করতে শুরু করেন। এনেমা দিয়ে প্রাথমিক চিকিৎসা সত্ত্বেও এই অসুস্থতার উপশম হয়নি। নিকটস্থ হাসপাতালে সিটি স্ক্যান করে দেখা গিয়েছে গুরুমহারাজের অন্ত্রের বিভিন্ন পর্যায়ে প্রতিবন্ধকতা (obstruction) সৃষ্টি হয়েছে এবং অন্ত্র পেঁচিয়ে গিয়েছে (twisted), যার জন্যে জরুরি চিকিৎসা প্রয়োজন।
স্থানীয় চিকিৎসকেরা বলেছেন শ্রীল গুরুমহারাজকে পরবর্তী চিকিৎসার জন্যে উন্নততর সুযোগ সম্বলিত হাসপাতালে স্থানান্তর করতে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক শ্রীমান হরিগুরু গৌর প্রভু, ডা: শান্তিরূপা মাতাজি সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা সতর্ক ভাবে পরবর্তী করণীয় বিবেচনা করছেন। যদি নিয়মিত চিকিৎসায় কাজ না হয়, তবে জরুরি ভিত্তিতে অপারেশন করে অন্ত্রের প্রতিবন্ধকতা অপসারণ করতে হবে, যা গুরুমহারাজের বর্তমান স্বাস্থ্যাবস্থায় খুবই কঠিন এবং ঝুঁকিপূর্ণ।
আপনাদের প্রার্থনা বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রার্থনা গুরুমহারাজকে সকল সংকটপূর্ণ পরিস্থিতির উত্তরণে শক্তিপ্রদান করেছে। আমরা ভক্তবৃন্দকে শ্রীল গুরুমহারাজের দ্রুত সুস্থতা কামনায় এবং পরমেশ্বর ভগবানের দ্বারা সুরক্ষাবিধানে গভীর আর্তির সাথে প্রার্থনার অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক অতিরিক্ত সংখ্যক জপ, তুলসীদেবীর পরিক্রমা এবং শ্রীনৃসিংহদেবের নিকট শ্রীল গুরুমহারাজের এই সংকটময় পরিস্থিতির নিরাপদ উত্তরণের জন্যে প্রার্থনা নিবেদন করুন।
শ্রীল জয়পতাকা স্বামী স্বাস্থ্য দল এবং সেবা কমিটির পক্ষে,
মহা বরাহ দাস।
Health Update of
HH Jayapataka Swami Maharaj 12th September 2025
Hare Krishna Dear Disciples and Well-wishers of
HH Jayapataka Swami Maharaja
Please accept our humble obeisances.
All glories to Śrīla Prabhupāda!
All glories to Guru Maharaja!
As you may have heard, Guru Maharaja reached Penang from Kuala Lumpur by road Yesterday. Around 5 PM, he began experiencing abdominal pain, nausea, and loss of appetite. Despite initial treatment with an e***a, the discomfort continued. A CT scan at the hospital revealed bowel obstruction at multiple levels and twisting of the intestine, requiring urgent medical attention.
The local doctors have recommended shifting Guru Maharaja to a hospital with higher facilities for further treatment. His personal doctor, HG Hariguru Gaura Prabhu, along with Dr. Shanti Rupa Mataji and other consulting doctors, are carefully evaluating the next steps. Should the standard protocol not yield results, an emergency surgery may be required to remove the obstruction. Given his existing health condition, this is a very delicate and critical situation.
Your prayers are very important and Guru Maharaj has always drawn his strength to overcome all his medical crisis through your prayers. We humbly request all devotees to intensely pray for Guru Maharaja’s swift recovery and for the Lord’s protection in this critical hour. Please chant extra rounds, circumambulate Tulsi devi and offer special prayer to Nrsimhadev for Guru Maharaj safe recovery from this critical complication.
On behalf of the JPS Health Team &
JPS Seva Committee,
Maha Varaha Das