01/04/2023
আমরা পরিবারের সবাই হচ্ছে বিড়াল প্রেমী, ❤️ওর নাম হচ্ছে দেশি ওর সাথে একটা বোন ছিল মেসি অনেক ছোট থাকতেই মারা গেছে 🥺ও সারভাইভ করছে কিছুদিন আগে খেলা করতে করতে ছয় তলা থেকে পড়ে ওর একটা দাগ ভেঙ্গেছে মুখ দিয়ে রক্ত অনেক আঘাত পেয়েছিল। পরে ওকে ডাক্তার দেখানো হয় তারপর সুস্থ হয়। ও অন্য সব বিড়ালদের মতো না ও অনেক লক্ষী ওকে নিয়ে সারাদিন খেলা করলেও বিরক্ত ফিল করে না বরংচও মানুষের স্পর্শ ভালবাসে। ❤️মাশাআল্লাহ দেখতে অনেক কিউট সবাই ওর জন্য দোয়া করবেন।যারা বিড়াল পালে তাদের কাছে সব বিড়াল ই সুন্দর যেমন আমার কাছে ❤️😍