Sharthaq - Shrabon

Sharthaq - Shrabon =

13/05/2023

সর্বক্ষেত্রে বিনোদন খোঁজা রসিক বাঙালির জন্য এরকম ২/১ টি ঘূর্ণিঝড় কিংবা অন্যকোন প্রাকৃতিক দুর্যোগ কিছুইনা।
৩য় বিশ্ব যুদ্ধ হইলে এরা ডেইলি রাস্তায় নামবে সেল্ফি তুলার জন্য!!

ছবি দেখে যতটা বুঝছি, বাংলাদেশের থেকেও বেশ ভালোই বড় ঘূর্ণিঝড় "মোখা"।
সামান্য একটা জিনিস ভেবে তারপর বিনোদন কিংবা ঘূর্ণিঝড় উদযাপন করেন।

আপনার কাছে বিনোদন কিংবা উপভোগের বস্তু, কিছু মানুষের জন্য সর্বস্বান্ত হওয়ার কারণ, কারও জন্য মৃত্যু ঝংকার কিংবা কারও জন্য না খেতে পেয়ে আটকা পরে তিলে তিলে শেষ হওয়ার যন্ত্রণা।

বাধ্যতামূলক বিনোদনের বিকৃত চিন্তা থেকে হয়তো এবার বেরিয়ে আসা উচিত!

বিবেক কি বলে?

20/04/2023

দেশের সব থেকে বড় Entrepreneurial Networking System এর সাথে যুক্ত হতে এখনই Registration করুন Bangabandhu Innovation Grant এর ৩য় Season BIG2023 এ।
রেফারেন্স হিসেবে DUEDC ' র নাম লিখতে ভুলবেন না যেন!
▶ Registration করতে visit করুন : ww.big.gov.bd

BIG সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন, কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জেনে নিন সঠিক তথ্য।


07/03/2023

মানুষ রঙ খেলে!
আর আমি নিজের জীবন নিয়ে খেলতেছি🙂

15/02/2023

পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব।

শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞেস করলেন, ‘বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে?’

লোকটি উত্তর দেয়ার আগেই এসপির ফোন বেজে উঠল। তিনি ফোন ধরে ‌’স্যার স্যার’ বলে সম্বোধন করলেন। তারপর বললেন, ‘স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি।’

ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে। তাকে বললেন, ‘আমার রুমে একজনকে রেখে এসেছি, ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে।’

ওসি বলল, ‘স্যার কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি।’

দুইঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি শুনতে পেলেন। অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরিপ্রার্থী হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক-মুখ থেকে ঝরছে রক্ত।

এসপি বিস্মিত হয়ে ওসিকে বললেন, ‘আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি, আর তুমি এর কী হাল করেছো!’

ওসি উত্তর দিল, ‘স্যার, এই ব্যাটা তো মহা বদমায়েশ। আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল। সে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজনের নাম বলে। আমি তাকে সতর্ক করে বললাম, সত্য কথা বল নাহলে তোর খবর করে দেব। তাও সে কিছুতেই নিজের সম্পৃক্ততা স্বীকার করে না। পরে বললাম, তোর বাসায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল ও ইয়াবা পাওয়া যাবে, তাও শয়তানটা ভয় পায় না। বারবার ওই একই নাম বলে। আর কী করার থাকে স্যার বলুন, দিলাম থার্ড ডিগ্রি।

অবশেষে এইমাত্র ব্যাটা স্বীকার করছে যে, কোনো রবীন্দ্রনাথ না, ও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাইও এর সাথে জড়িত ছিলো।

সংগৃহীত।।

আজকে সকালে ডিপার্টমেন্ট যাচ্ছিলাম জগন্নাথ হলের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে। হুট করে এক রিক্সাওয়ালা মামা আমারে জোর করে রাস্ত...
07/02/2023

আজকে সকালে ডিপার্টমেন্ট যাচ্ছিলাম জগন্নাথ হলের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে। হুট করে এক রিক্সাওয়ালা মামা আমারে জোর করে রাস্তায় দাঁড় করাইলো।
কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম কেননা এখনকার বাংলাদেশের যে অবস্থা মানুষ ডেকে নিয়ে আপনারে বিপদে ফেলতে ২ বার ভাববে না।
তাই অস্বস্তির পরিমাণ খানিকটা বেশিই বলতে পারেন।
যাই হোক, তারপর গেলাম, উনি কোন কথা বলার আগেই রিক্সার সিটটা খুলে ফেললেন, ভিতর থেকে গ্লাস ভাঙ্গা একটা SAMSUNG স্মার্ট ফোন বের করে আমার হাতে দিয়া বলে "বাবজান এই ফোনডা এট্টু আগে গারিতে ত্যাল দিতে যায়া দেহি হুটের চিপায় পইরা আছে। মনে কয়, সকালে যে বেডায় উঠছিল গারিতে হ্যার জিনিস। বাপ আপনে য্যামনেই হোক এইটা চালু কইরা ওই বেডারে খবর দেন, আমি মাইনষের জিনিস রাখমু না।
আল্লাহয় আমারে অনেক দিছে। আমার দুই পোলা পরালেহা করে, ম্যালা ইনকাম করে। এরম ম্যালা টাস ফোন আমারে কইলে আইনা দিব। কিন্ত বাপজান মাইনষেরটা নেওন আমার নীতিতে নাই। আল্লায় আমারে পরীক্ষা করতাছে।"
লোকের কথা শুনে কিছুক্ষণ তব্দা খেয়ে আছিলাম। পরে ফোন অন করছি। দেখি কোন লকও দেয়া ছিল না। ডায়াল লিস্টের লাস্ট নম্বরে কল দিছি, দেখি টাকা নাই ফোনে।
পরে ওই লোক বলে, "এখন কেও ফোন দিলে আমি ধরমু কেমনে বুঝায় দেন!"
ওনারে কোনমতে বুঝায় দিয়ে চলে আসলাম। আসার সময় এই ছবিটা তুলছি।

জানিনা এই সিনারির কতটুকু সত্য কিংবা মিথ্যা! তবে যদি সত্যিকার অর্থে এমন মানসিকতার মানুষের পরিমাণ বর্তমানের থেকে কিছুটা বেশি হয়, তাইলে বলব আমাদের অনেক সমস্যারই সমাধান যাবে। আর দেখবেন অনেক কিছুর 'পরিবর্তন' ও আসবে।

27/01/2023

AUST National Job Fair 2022: Career Symposium, a tremendous opportunity to find various job fields and get to know about Job experiences under one roof is possible by AUST Career Development Club. Companies from Corporate, Management, Sales Management, Engineering and various firms are here to share their opportunities, on field experiences.

Event Link: https://fb.me/e/4dK8OYUC5?mibextid=RQdjqZ

Visitor Registration Link: https://forms.gle/qNoWWv6CKG32WCLRA

31/12/2022

May Allah bless your upcoming 2023.

30/12/2022

আমরা আসলে একটা নিকৃষ্ট জাতি।
সারাদিন নিরাপত্তা নাই বইলা চিল্লাই দোষ শুধু ব্যবস্থাপনার লোকজনের আর নিজেরা কুকুর বিড়ালের মতো চিপাচাপা খুঁজি অনিয়ম করার জন্য।
চতুস্তপদ প্রাণীর উদাহরণ দিলাম ওদের যেমন নিয়ম সম্পর্কিত কোন জ্ঞান নাই আমাদের এত্তো বড় মোটা একটা মাথা থেকেও কোন লাভ নাই।
একটা বিশ্রি রকম অসুস্থ জেনারেশনে বেড়ে উঠতেছি। যেখানে কোন কিছু নিয়া ট্রোল করা আর নাট বল্টু খুলে কিংবা দেয়ালে অমুক + তমুক লিখে ভাইরাল হওয়াটা মেইন।
এই ধরণের রুলস ভাঙ্গার মানসিকতা নিয়ে কয়দিন পর পর সেফটি ইস্যু নিয়া কথা বলা অন্তত আমাদের মানায় না।
নিয়ম করে অনিয়ম করা মানুষগুলা একটা অনিয়ম পাইলে যেভাবে প্রমোশন করে মনে হয় অস্কার দেইখা ফেলছে!
এই নিকৃষ্ট জাতির কাছে উন্নয়ন আর নিরাপত্তা জাস্ট হাস্যকর!
shame on উস
Video : collected

Address

Shukrabad
Dhaka
1216

Telephone

+8801962068507

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharthaq - Shrabon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharthaq - Shrabon:

Share