Banker's Journal

Banker's Journal Voice of banker's

🧾ব্যাংকিং প্রফেশন চ্যালেঞ্জিং কেন? 🏦 ব্যাংকিং পেশা আমাদের দেশের অন্যতম সম্মানজনক ও কাঙ্ক্ষিত পেশাগুলোর একটি। অনেকেই মনে ...
11/08/2025

🧾ব্যাংকিং প্রফেশন চ্যালেঞ্জিং কেন?

🏦 ব্যাংকিং পেশা আমাদের দেশের অন্যতম সম্মানজনক ও কাঙ্ক্ষিত পেশাগুলোর একটি। অনেকেই মনে করেন ব্যাংকে চাকরি মানেই শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে চেয়ার-টেবিলে বসে আরামদায়ক কাজ। কিন্তু বাস্তবতা হলো—এই পেশা শুধু মানসিক চাপ নয়, বরং সময়ের বিরুদ্ধে লড়াই, লক্ষ্যমাত্রার বোঝা ও নানাবিধ ঝুঁকি নিয়েই এগিয়ে চলে। ব্যাংকারদেরকে প্রতিদিনই মোকাবেলা করতে হয় কঠিন পরিস্থিতি, নৈতিকতা রক্ষা এবং গ্রাহকসেবায় নিখুঁত থেকে নিজের অবস্থান ধরে রাখার লড়াই।

কেন ব্যাংকিং পেশা চ্যালেঞ্জিং? ⚖️

🔸 লক্ষ্যমাত্রার চাপ (Target Pressure):
প্রতিটি ব্যাংকারকে মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে হয়—যেমন: ডিপোজিট সংগ্রহ, ঋণ বিতরণ বা ক্রস সেল। লক্ষ্যমাত্রা পূরণ না হলে কর্মস্থলে চাপ, প্রতিবেদন ও প্রমোশন বন্ধের শঙ্কা থাকে।

🔸 গ্রাহকসেবা ও মানসিক চাপ 😣:
প্রতিদিনই ব্যাংকারদের শত শত গ্রাহকের বিভিন্ন চাহিদা, জিজ্ঞাসা ও অভিযোগের সম্মুখীন হতে হয়। অনেক সময় অতিরিক্ত আবদার বা রূঢ় ব্যবহার সহ্য করে যেতে হয়। এতে মানসিক চাপ তৈরি হয়, যা ঘরে ফিরে যাওয়ার পরেও থেকে যায়।

🔸 লেনদেনজনিত ঝুঁকি ও সতর্কতা ⚠️:
একটি ছোট ভুল, যেমন: টাকা কম দেওয়া, বেশি দেওয়া বা ভুল অ্যাকাউন্টে ট্রান্সফার করা—ব্যাংকারের চাকরি ও সুনামের জন্য ভয়ংকর হতে পারে। তাই প্রতিটি কাজ করতে হয় চূড়ান্ত সতর্কতায়।

🔸 দীর্ঘ সময় কাজ ⏳:
অনেক সময় নির্ধারিত ৫টা বা ৬টার পরে কাজ শেষ হয় না। বিশেষ করে মাস শেষ, বছরের শেষ বা অডিটের সময় অতিরিক্ত সময় কাজ করতে হয়। পারিবারিক জীবন ও ব্যক্তিগত সময় ব্যাহত হয়।

🔸 প্রযুক্তিগত ঝুঁকি ও সাইবার নিরাপত্তা 💻:
ব্যাংকিং এখন অনেকটাই প্রযুক্তিনির্ভর। এর ফলে ব্যাংকারদেরকে সাইবার ঝুঁকি, সফটওয়্যার বিভ্রাট বা হ্যাকারদের আক্রমণের সম্ভাবনার মুখেও কাজ করতে হয়।

🔸 জাল নোট ও প্রতারণা 🧾:
অনেক সময় জাল নোট শনাক্ত করা যায় না কিংবা কৌশলে প্রতারকরা ভুয়া কাগজে ঋণ নিতে চায়। এসব প্রতারণা রোধ করতে গিয়ে ব্যাংকারদেরকে যথেষ্ট বুদ্ধিমত্তা ও সতর্কতার সাথে কাজ করতে হয়।

🔸 রেগুলেটরি ও কমপ্লায়েন্স চ্যালেঞ্জ 📚:
বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার নিয়ম-কানুন প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিয়ম মেনে কাজ করাও একটা বড় চ্যালেঞ্জ।

🔸 দুর্নীতির বিরুদ্ধে লড়াই 🛡️:
যেখানে সুযোগ আছে, সেখানে অনৈতিকতা আসার সম্ভাবনাও থাকে। কিন্তু একজন সৎ ব্যাংকারকে সবসময় এই ফাঁদ থেকে নিজেকে দূরে রেখে শতভাগ সততার সাথে কাজ করতে হয়।

🌟 সব চ্যালেঞ্জ, ঝুঁকি ও মানসিক চাপের মধ্যেও অসংখ্য ব্যাংকার আছেন যারা নিঃস্বার্থভাবে সততা, নৈতিকতা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে চলেছেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন ও জনগণের সঞ্চয় সুরক্ষায় ব্যাংকারদের অবদান অনস্বীকার্য। একদিকে তাঁরা গ্রাহকের আস্থা অর্জনের জন্য কাজ করেন, অন্যদিকে জাতির অর্থনৈতিক ভিত গড়ে তোলার পেছনে নিরব শ্রম দেন।

📝 ব্যাংকিং পেশা যতটা গ্ল্যামারাস মনে হয়, বাস্তবতা কিন্তু ততটাই কঠিন ও সংগ্রামী। এই পেশার সাথে যুক্ত মানুষগুলো প্রতিদিন যে চ্যালেঞ্জ, চাপ ও ঝুঁকির মধ্য দিয়ে যান, তা আমরা বাইরে থেকে বুঝি না। তবে সত্যি হলো—যদি একজন ব্যাংকার সততা, আন্তরিকতা ও দক্ষতা নিয়ে কাজ করেন, তবে তিনি কেবল একটি প্রতিষ্ঠানের নয় বরং একটি জাতির অর্থনৈতিক ভিত গঠনের সৈনিক হয়ে ওঠেন। 💙🇧🇩

#ব্যাংকিং_জীবন #চ্যালেঞ্জিং_ক্যারিয়ার #সততা_নিষ্ঠা #ব্যাংকারদের_অভিনন্দন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ফের গণছাঁটাই, নতুন করে চাকরি হারালেন ৫৪০ জন🗓️ ২০ জুলাই ২০২৫ | নিজস্ব প্রতিবেদক | পটিয়া টিভিবাংল...
20/07/2025

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ফের গণছাঁটাই, নতুন করে চাকরি হারালেন ৫৪০ জন

🗓️ ২০ জুলাই ২০২৫ | নিজস্ব প্রতিবেদক | পটিয়া টিভি

বাংলাদেশের ব্যাংকিং খাতে আবারও ছাঁটাইয়ের করুণ ছায়া।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি ৫৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে হঠাৎ চাকুরিচ্যুত করেছে। ব্যাংকটির অভ্যন্তরীণ পুনর্গঠন ও ব্যয় সাশ্রয়ের কথা বলে এই গণছাঁটাই করা হয়েছে বলে একটি অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে
কপি পোস্ট

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের কোনো ঋণ নেই… দেশে ইসলামী ধারার ১০টি ব্যাংক রয়েছে। এর মধ্যে দ্বিতীয় বৃহৎ ব্যাংক...
03/11/2024

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের কোনো ঋণ নেই…

দেশে ইসলামী ধারার ১০টি ব্যাংক রয়েছে। এর মধ্যে দ্বিতীয় বৃহৎ ব্যাংক হলো আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। তার মানে আগে থেকেই দেশে এ ব্যাংকের খুব ভালো একটি অবস্থান আছে। কেন্দ্রীয় ব্যাংকের গঠন করে দেয়া পর্ষদে এখন আমরা পাঁচজন পরিচালক রয়েছি। দায়িত্ব নেয়ার পর এ দুই মাসে আমাদের প্রধান লক্ষ্য ছিল করপোরেট সুশাসনকে সুদৃঢ় একটি ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্যোগ নেয়া। দ্বিতীয় লক্ষ্য ছিল যথাযথ তারল্য ব্যবস্থাপনা। এ দুই ক্ষেত্রেই আমরা এখন পর্যন্ত সাফল্য পেয়েছি। আগে থেকেই এ ব্যাংকে মোটামুটি সুশাসন ছিল। সেটি এখন আরো বেশি জোরদার করা হয়েছে।

খাজা শাহরিয়ার
চেয়ারম্যান
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি





৩৬ লহ্ম গ্রাহকের অস্থায়ী আমাদের পথ চলা!
26/09/2024

৩৬ লহ্ম গ্রাহকের অস্থায়ী আমাদের পথ চলা!

 TV 24 Bangla UK -পাঠক ফোরাম  24 বাংলা
26/09/2024

TV 24 Bangla UK -পাঠক ফোরাম 24 বাংলা

26/09/2024
26/09/2024

TV24 Bangla

26/09/2024
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হাজিপুর গ্রামের কৃতি সন্তান নুরুন নাহার। মানিকগঞ্জ বাসীর ...
13/08/2024

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হাজিপুর গ্রামের কৃতি সন্তান
নুরুন নাহার।
মানিকগঞ্জ বাসীর পক্ষ থেকে
শুভেচ্ছা ও অভিনন্দন।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ২০২৪ সালের মে মাসের ১ম সপ্তাহে রেমিট্যান্স সংগ্রহ
07/05/2024

ন্যাশনাল ব্যাংক লিমিটেড,
২০২৪ সালের মে মাসের ১ম সপ্তাহে রেমিট্যান্স সংগ্রহ

পবিত্র রমজান মাসে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি
05/03/2024

পবিত্র রমজান মাসে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
22/02/2024

৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি

Address

Dhaka

Telephone

+8801819513094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banker's Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banker's Journal:

Share