TAQWA Fashion

TAQWA Fashion .
(1)

22/09/2025
22/09/2025

রুকইয়াহ

🌍শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে চলছে এই ভয়ংকর যাদু!পরিবার ভাঙন, অসুস্থতা, অশান্তি আর ক্ষতির আড়ালে লুকিয়ে আছে এ শয়তানি ফাঁ...
21/09/2025

🌍শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে চলছে এই ভয়ংকর যাদু!
পরিবার ভাঙন, অসুস্থতা, অশান্তি আর ক্ষতির আড়ালে লুকিয়ে আছে এ শয়তানি ফাঁদ।

🕌 আল্লাহর কাছে আশ্রয় চাই, রুকইয়াহ করি, কুরআন-হাদিসের আমল আঁকড়ে ধরি।

🤲 আল্লাহ আমাদের সবাইকে যাদু ও শয়তানি শক্তি থেকে হেফাজত করুন।
রাক্বী হাঃ মাওঃ মাহদী হাসান মাদানী
#যাদু #রুকইয়াহ #বদনজর #হিফাজ

🔴 আজকাল একদিনেই অসংখ্য মেসেজ আসে—সবই জাদু, তাবিজ, বশীকরণ নিয়ে!দেখে অবাক হতে হয়, সমাজে কী ভয়ঙ্করভাবে জাদু ছড়িয়ে পড়ছ...
19/09/2025

🔴 আজকাল একদিনেই অসংখ্য মেসেজ আসে—সবই জাদু, তাবিজ, বশীকরণ নিয়ে!
দেখে অবাক হতে হয়, সমাজে কী ভয়ঙ্করভাবে জাদু ছড়িয়ে পড়ছে। যেদিকে যাচ্ছি—
শুধু জাদু আর জাদু!

👤 সম্প্রতি এক রোগী আমার সাথে যোগাযোগ করেছেন। তিনি একটি “রুকিয়া সেন্টার”-এ গিয়েছিলেন। সেখানে যে ব্যক্তি নিজেকে রাকি পরিচয় দেন, তিনি আসলে পুরোপুরি তান্ত্রিকের মতো কাজ করেন!
এভাবে মানুষকে প্রতারিত করছে, ইসলামের নাম ব্যবহার করে।

❗প্রশ্ন হলো—
আমরা কবে বুঝব❓
আমরা কবে সতর্ক হব❓
রুকিয়ার নামে তান্ত্রিকতার ফাঁদে পড়ে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।

📌 তাই সবাইকে অনুরোধ,
👉 কুরআন-সুন্নাহ অনুযায়ী সত্যিকারের রুকিয়ার দিকে ফিরে আসুন।
👉 মিথ্যা রুকিয়া সেন্টার ও কবিরাজ এবং তান্ত্রিক থেকে সতর্ক থাকুন।
রাক্বী হাঃ মাওঃ মাহদী হাসান মাদানী
01614-674973

#রুকিয়া #জাদু #বদনজর #তাবিজ #তান্ত্রিক #সতর্কবার্তা #কুরআনসুন্নাহ

জ্বীনের হাজিরা শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি?? জ্বীনের হাজিরা দেখানো বা আনা, কুরআন ও সহীহ হাদীসে কোথাও রাসূল ﷺ, সাহাবা (...
19/09/2025

জ্বীনের হাজিরা শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি??

জ্বীনের হাজিরা দেখানো বা আনা, কুরআন ও সহীহ হাদীসে কোথাও রাসূল ﷺ, সাহাবা (رضي الله عنهم) বা সালাফে সালেহীন কাউকে জ্বীনের হাজিরা এনে মানুষের সামনে দেখাতে বলা হয়নি।

বরং জ্বীনের উপর নির্ভরশীল হওয়া, তাদের সাহায্য নেওয়া, তাদের ডাকা বা হাজির করা—এসব বিষয় শিরক, কুফর বা অন্তত হারাম এর মধ্যে পড়ে।

📖 কুরআনের দলিল

মানুষের কিছু লোক জ্বীনদের কাছে আশ্রয় চাইত, ফলে তারা (জ্বীনরা) তাদেরকে বাড়তি ভয়ভীতি ছাড়া কিছুই দিত না। [সূরা জিন ৭২:৬]

📖 আয়াত থেকে স্পষ্ট যে, জ্বীনদের সাহায্য চাওয়া বা তাদেরকে হাজির করা নিন্দিত।

হাদীসের দলিলঃ

রাসূল ﷺ বলেছেন:
যে ব্যক্তি কোন গণক বা জ্যোতিষীর কাছে গেল এবং তার কথা বিশ্বাস করল, সে মুহাম্মদের উপর অবতীর্ণ জিনিসের সাথে কুফর করল।
[আবু দাউদ 3904, তিরমিযি 135, সহীহ ইবনে হিব্বান 889]

জ্যোতিষী, গণকরা মূলত জ্বীনের সাহায্যে খবর আনে। আর জ্বীনের হাজিরা দেখানোও একই শ্রেণির কাজ।

হাদীসে এসেছে:
যে ব্যক্তি কোন কাহিন (জ্বীন-গণক) এর কাছে গেল, তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না।
[সহীহ মুসলিম 2230]

এর মানে, জ্বীনের হাজিরা বা তাদের থেকে খবর নেওয়া—সবই গুরুতর গুনাহ।

সালাফ ও আলেমদের মতামতঃ

ইমাম ইবন তাইমিয়া (রহ.) বলেছেন:
জ্বীনের সাহায্যে অসাধারণ কাজ করা—যেমন, খবর আনা, হাজিরা দেখানো—এ সব কিছু শিরকের মাধ্যম। [মাজমু' ফাতাওয়া 11/307]

শায়খ সালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) বলেন:
মানুষকে দেখানোর জন্য জ্বীনের হাজিরা আনা, কথা বলানো বা খবর বের করা—এটি শিরক ও কুফরী কাজ। মুসলিমকে এসব থেকে দূরে থাকতে হবে।

জ্বীনের হাজিরা শরীয়তে বৈধ নয়।
এটি শিরক, কুফর বা অন্তত হারাম—কারণ এতে জ্বীনের সাহায্য নেওয়া হয়। রাসূল ﷺ ও সাহাবাদের আমলে জ্বীন দ্বারা হাজিরা বা প্রদর্শন কখনোই করা হয়নি।

মুসলিমকে উচিত শুধুমাত্র আল্লাহর সাহায্যে কুরআন-সুন্নাহ অনুযায়ী রুকইয়াহ করা। তাই শরীয়তের দলিল অনুযায়ী, জ্বীনের হাজিরা দেখা বা দেখানো হারাম ও গুনাহ।

কথিত আলেম নামধারী কিছু জালেম কি এ সকল হাদিস পড়েননি? নাকি তারা শুধুমাত্র কিতাব না পড়েই অটোমেটিকভাবে আলেমের সনদ গ্রহণ করেছেন?

আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত নামধারী আলেম নামের জালেমকে দেখা যায়। তারা একে অপরের কাছ থেকে ভুল শিক্ষাগ্রহণ করে সাধারণ মানুষের ঈমান ও আমল ধ্বংস করছে।

অত্যন্ত দুঃখজনক যে, এই জালেমরা নিজেদের নামের আগে “বিশিষ্ট রাক্বি” উপাধি ব্যবহার করে প্রচার করছে। আরও ভয়াবহ বিষয় হলো, তাদের শির্ক ও কুফরমূলক কার্যকলাপকে নেক আমল হিসেবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করছে।

আল্লাহ তায়ালা যেন এই জালেমদের ক্ষতি থেকে উম্মাহকে হেফাজত করেন এবং সাধারণ মানুষের ঈমান ও আমলকে সুরক্ষিত রাখেন। আমীন।

#الرقي مهدي حسن المداني

শয়তান সব সময় নিয়জিত মানুষকে ধোকা দিতে। শয়তান থেকে বাচার কিছু আমলও আছে।
19/09/2025

শয়তান সব সময় নিয়জিত মানুষকে ধোকা দিতে।
শয়তান থেকে বাচার কিছু আমলও আছে।

🧿 বদ নজরের রুকইয়াহ : এক বাস্তব সত্যরাসূল ﷺ বলেছেন:“বদ নজর সত্য।” (সহিহ মুসলিম)হঠাৎ অসুস্থ হয়ে পড়াঅকারণে মাথাব্যথা, দুর্ব...
18/09/2025

🧿 বদ নজরের রুকইয়াহ :

এক বাস্তব সত্য
রাসূল ﷺ বলেছেন:
“বদ নজর সত্য।” (সহিহ মুসলিম)

হঠাৎ অসুস্থ হয়ে পড়া
অকারণে মাথাব্যথা, দুর্বলতা
ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হওয়া
স্বামী-স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া
সন্তানের পড়াশোনায় অগ্রগতি থেমে যাওয়া
অকারণে চোখে বা মনে অস্বস্তি
🔑 বাঁচার উপায়
আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা
সকাল-সন্ধ্যা মাসনূন দোয়া ও যিকির পড়া
অন্যকে প্রশংসা করলে “ما شاء الله تبارك الله” বলা এবং নিয়মিত রুকইয়াহ করা।

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।
আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে। এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি? আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো।

17/09/2025

রুকইয়াহর পানি তৈরি করার নিয়ম।

বর্তমান যেটা সব চেয়ে বেশি হচ্ছে সমাজে।
16/09/2025

বর্তমান যেটা সব চেয়ে বেশি হচ্ছে সমাজে।

এখন বলেন কেমন লাগে টাকার মধ্যেও দিয়ে দিছে সঙ্গী খুজতে😁
14/09/2025

এখন বলেন কেমন লাগে টাকার মধ্যেও দিয়ে দিছে সঙ্গী খুজতে😁

Address

Dhaka
1211

Telephone

+8801715047015

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TAQWA Fashion:

Share

Category