Ruman Wasif

Ruman Wasif Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruman Wasif, Dhaka.

আমার রাজ্যে আমি সেরা।
আর মনে রেখো—
আমার অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। যে পথ সত্যের, সে পথ যতই কঠিন হোক—
আমি সেখানেই দাঁড়াব।
কারণ সিংহাসন নয়, মানুষের আস্থা আমার শক্তি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে কয়েকজন শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন। সর্বশেষ এক শিক্ষককে ধাওয়া করে ধরে নিয়ে প্রক্...
13/01/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে কয়েকজন শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন। সর্বশেষ এক শিক্ষককে ধাওয়া করে ধরে নিয়ে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন চাকসু প্রতিনিধিরা। একের পর এক এসব ন্যক্কারজনক ঘটনা ঘটলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন।

‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে যারা এসব ঘটনা ঘটিয়েছেন, তাদের অনেকে ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত, রয়েছে পদ-পদবীও। আবার কেউ কেউ ছাত্রশিবির নিয়ন্ত্রিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আগে থেকেই।

আমরা চাই ন্যায় এবং ইনসাফের দেশ।
#বাস্তবতা

জাশি ক্ষমতায় গেলে প্রত্যেকটি সেক্টরে এই কাজ করবে। #বাস্তবতা
13/01/2026

জাশি ক্ষমতায় গেলে প্রত্যেকটি সেক্টরে এই কাজ করবে।
#বাস্তবতা

আলহামদুলিল্লাহ, ইসলামিক দল আলহামদুলিল্লাহ। 😅   #বাস্তবতা
10/01/2026

আলহামদুলিল্লাহ, ইসলামিক দল আলহামদুলিল্লাহ। 😅
#বাস্তবতা

08/01/2026

অভিনন্দন
সদ্য বিজয়ী ভিপি জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
রিয়াজুল ইসলাম।
#বাস্ববতা

08/01/2026

ছাত্রদল কি ৯০ সালের বাইরে আর কোনোদিন বিশ্ববিদ্যালয়ে জিতেছিল?
উত্তর—না।
এমনকি জিয়াউর রহমানের আমলেও মান্না ছাত্রদলকে হারিয়েছিল।

৬৪ জেলায় আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, প্রায় সবগুলোতেই বিএনপি জয় পেয়েছে। কোনো জেলাতেই আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ৩–১০ হাজারের নিচে নয়। তারা ঠিকি জিতে আসতে পারছে!

কিন্তু বাস্তবতা হলো—বিএনপি ক্ষমতায় এলেও, সিস্টেম পরিবর্তন না করলে বিশ্ববিদ্যালয়ের সব পদে ছাত্রদলের জয় সম্ভব হবে না। সেখানে শিবির/অন্যান্য দলই জিতবে।

তার মানে এই নয় যে ছাত্রদলের সবাই খারাপ, কিংবা শিবিরের সবাই ভালো।

আমাদের আসল সমস্যা কোথায়, সেটা খুঁজে বের করতে হবে। প্রয়োজনে সব কিছু ঢেলে নতুন করে সাজাতে হবে। হতাশ হওয়া যাবে না।

আগামী ১০ বছর এর জন্য প্ল্যান করতে হবে, ক্লাস ৮ থেকে ছাত্রদের গাইড দিয়ে গড়ে তুলতে হবে, ছোট ছোট ছাত্র-ছাত্রীদের পাশে থাকতে হবে। মানুষের পাশে থাকা ছাড়া দ্বিতীয় কোন অপশন নাই।
#বাস্তবতা

আমার দেশ কবে নিরাপদ হবে?  #বাস্তবতা  #নিরাপদ
08/01/2026

আমার দেশ কবে নিরাপদ হবে?
#বাস্তবতা #নিরাপদ

08/01/2026

জকসুর ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে বের হয়ে রাকিব বললেন, "আল্লাহ ভরসা"। জকসুর জন্য লড়েছিলাম, জকসু হয়েছে।"

রাকিব ভাইয়ের জন্য অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা ও ভালোবাসা। একজন সুন্দর মানসিকতার ছেলে এ কে এম রাকিব ভাই। আপনিও জিতেছেন ভাই।♥️🤲🏻
#বাস্তবতা

হাদী ছাড়া কি দেশে আর কেউ মারা যায়নি? হাদীর পরেও বিএনপির দুইজন কে গু*লি করে হত্যা করা হয়েছে। কই প্রতিবাদ তো দেখেনি।প্রতিট...
07/01/2026

হাদী ছাড়া কি দেশে আর কেউ মারা যায়নি? হাদীর পরেও বিএনপির দুইজন কে গু*লি করে হত্যা করা হয়েছে। কই প্রতিবাদ তো দেখেনি।
প্রতিটি হ*ত্যার বিচার আমরা ও চাই,কিন্তু হাদীকে নিয়ে এতো রাজনীতি কেনো?

জামাত শিবির হাদীর ছবি প্রোফাইলে ব্যবহার করে মানুষের মা,বোন তুলে গালি দেয়,হাদীকে নিয়ে রাজনীতি করে।

হাদীর পাশে খু*নি ফয়সাল শিকদার কিভাবে আসছে?কেনো প্রকাশ করা হচ্ছে না?তাহলে তো অনেকেই ধরা খাবে।

#বাস্তবতা

অপ্রত্যাশিত ভাবে শহীদ হাদি আমাদের টাইমলাইন থেকেও হারিয়ে যাচ্ছে। 😢💔হাদি আমাদের ভাই দয়া করে হাদি হ/ত্যার বিচার করেন।
06/01/2026

অপ্রত্যাশিত ভাবে শহীদ হাদি আমাদের টাইমলাইন থেকেও হারিয়ে যাচ্ছে। 😢💔
হাদি আমাদের ভাই দয়া করে হাদি হ/ত্যার বিচার করেন।

কোর্টরুমে সুরভীর আর্তনাদ আমাদের বিপ্লবী নেতাদের কান পর্যন্ত পৌঁছায় না। কারো এখন মন কাঁদে না। নাহিদ আসিফ হাসনাত সার্জিসর...
05/01/2026

কোর্টরুমে সুরভীর আর্তনাদ আমাদের বিপ্লবী নেতাদের কান পর্যন্ত পৌঁছায় না। কারো এখন মন কাঁদে না।

নাহিদ আসিফ হাসনাত সার্জিসরা এখন বড় বড় নেতা।

অথচ জুলাইয়ে তাদের ডাকে হাজার হাজার ছাত্র জনতা নেমে এসেছিল। সবাই খুব দ্রুত ভুইলা যায়।

#জুলাই #বাস্তবতা #সৌরভী

নাম: তাহরিমা জান্নাত সুরভী বয়স: ১৭ বছর ১ মাস রিমান্ড মঞ্জুর: ২ দিন জেল: দীর্ঘ ১০ দিন যাবৎ কারাবন্দিজুলাই যুদ্ধা জাগ্রতর...
05/01/2026

নাম: তাহরিমা জান্নাত সুরভী
বয়স: ১৭ বছর ১ মাস
রিমান্ড মঞ্জুর: ২ দিন
জেল: দীর্ঘ ১০ দিন যাবৎ কারাবন্দি
জুলাই যুদ্ধা জাগ্রতরা হবে কবে?
#জুলাই

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruman Wasif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share