08/12/2024
বিপদের সময় যদি কেউ পাশে না দাঁড়ায় বা সাহায্যের হাত না বাড়ায়, তাতে মন খারাপ করো না। মনে রেখো, কেউই তোমার জন্য এই দায়িত্ব নিয়ে আসেনি।
কঠিন সময়ে যখন মানুষ তোমার সমস্যাগুলো উপেক্ষা করে চলে যায়, তাদের দোষ দিও না। কারণ, প্রতিটি মানুষ নিজের মতো করে জীবন কাটাতে ব্যস্ত। তোমার অনুভূতি বোঝার জন্য কেউ জন্মায়নি।
তুমি হয়তো অনেকের চেয়ে আলাদা, অন্যদের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়। তবুও হিংসা বা অভিযোগ করো না। জীবনে “ভালো পরিবার, বন্ধু বা সহকর্মী” থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কেউ যদি মাঝপথে সরে যায়, সেটাও জীবনের অংশ। আসল লক্ষ্য হলো নিজের গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব নিজেই নিতে শেখা।
যত্ন নেওয়ার মতো কেউ পাশে থাকলে সেই যত্নের কদর করো। আর যদি কেউ না থাকে, নিজেই নিজের যত্ন নাও। ভালোবাসার মানুষ থাকলে তার ভালোবাসা গ্রহণ করো। যদি না থাকে, সেটি মেনে নিতে শেখো এবং তাদের ক্ষমা করো।
একজন মানুষের হৃদয়ে তুমি কতটা জায়গা নিতে পারবে, তা কখনো নিশ্চিত হওয়া যায় না। তারা যতটুকু গ্রহণ করবে, ততটুকুতেই খুশি থাকার চেষ্টা করো। নিজের অনুভূতিগুলো নিয়ে বেশি আশা করো না, কারণ কেউ সেগুলো জানার জন্য আসবে না।
এসবই জীবনের স্বাভাবিক অধ্যায়। অযথা হতাশ হয়ে থেকো না। নিজের মানসিক শান্তির জন্য নিজেই উদ্যোগী হও। কারণ, অন্য কেউ তোমাকে এই প্রশান্তি এনে দেবে না।