06/06/2025
😭হৃদয় ছুয়ে যাওয়া কোরবানির একটি বাস্তব ঘটনা :-
😭হৃদয় ছুয়ে যাওয়া কোরবানির একটি বাস্তব ঘটন :-
====================================
কিছুদিন পূর্বের বগুড়া পশু হাটের ঘটনা। এই ঘটনাটি অনেক জাতীয় দৈনিকেও এসেছিল। নানা হাটে তার পালিত গরু বিক্রি করতে নয়ে গিয়েছিলেন। গরুটিকে দীর্ঘদিন থেকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছিল এই ছবিতে থাকা মেয়েটি। খেতে দিত, আদর করত, নিজেদের মাঝে কথা বলত, শরীরে হাত বুলাতো। নিজের দেয়া নাম ধরে গরুটাকে ডাকত। গরুটাও তার কথার উত্তর দিত, মেয়েটির অনুভূতি বুঝতো।
দীর্ঘদিনের এক ভালোবাসা জন্মে গিয়েছিল গরুটির প্রতি। এটি প্রকৃত এক নির্মল ভালোবাসা ও মায়া।
ঈদ উপলক্ষে দরিদ্র দাদু পালিত গরুটাকে বগুড়া হাটে উঠায়। অবশেষে একজন ক্রেতার সাথে দরদাম ঠিক হয়।
কিন্তু কুরবানির জন্য গরুটাকে বিক্রি করতে গেলেই ছোট মেয়েটি তার ভালোবাসার প্রাণিটিকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাদতে থাকে। দীর্ঘক্ষণ কান্না দেখে কেদে ফেলে আসে-পাশের মানুষজন। কেদে ফেলে ফড়িয়া, ক্রেতারা।
😭 একসময় দেখা যায় যায় গরুটির চোখ বেয়ে পানি গড়াতে। এটি কোন গল্প নয় বরং বাস্তব। অবশেষে নানা অনেক কিছু এনিয়ে বিনিয়ে বুঝিয়ে ক্রেতার হাতে গরুটি তুলে দিতে সমর্থ হন।
🤔 কি মনে হল গল্পটি পড়ে? কোরবানি আপনার আমার হয়েনা? না, একদম ভুল। কোরবানি হয়েছে ওই যে, মেয়েটির। যে তার প্রিয় প্রাণিটিকে ছোট থেকে পাশে থেকে বড় করেছে। যার প্রতি অম্লিন অনুভূতিতে সে অশ্রুতে সিক্ত হয়েছে।
✍️ ইসলাম বলেছে, তোমার প্রিয় বস্তু/প্রাণিকে আল্লাহ নামে উৎসগ কর। বাজার-ঘাট থেকে কিনে আনা অরডিনারি কোন পশুকে এনে রক্তপাত করা আর মাংস খাওয়া হবে। প্রকৃত কোরবানি জীবনেও হবেনা।
আগে নিজের মনকে পরিশুদ্ধ করতে শিখুন।
💘 কোরবানি হয়না আমাদের অধিকাংশের। হয় শুধু আনুষ্ঠানিকতা। নিরহ প্রাণিদের হত্যা করে মাংস খাওয়া। ফ্রিজে ভড়ে রাখা।
আর কত বেশি টাকা দিয়ে বলদ/গরু/মহিষ/উট নিয়েছি এগুলোর বড়লোকি মারানো।
😂 লাভ নেই বিধাতা ওত বোকা নয়।