ডিজিটাল বয়লার টেকনোলজি

ডিজিটাল বয়লার টেকনোলজি Contact Admin:

+8809696048800

04/01/2024

ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—দীপ্তিদাস (৪০), পলক দাস (১২) ও পূজাদাস (১১)। সাগর দাস আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা তালহা বিন জসিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার তথ্য পেয়ে ১৫ মিনিটের মধ্যে ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

#বয়লার
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.

06/04/2023

মোঃ নুরুজ্জামান।বাড়ি: কুতুবউদ্দিন ভূঁইয়া বাড়ি। পূর্ব ইছাখালী, মিরসরাই চট্টগ্রাম। বয়লার দূর্ঘটনা শরীরের অনেক অংশ পুড়ে যায়। বর্তমান ঢাকা মেডিক্যাল ভর্তি আছে।

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ  এসোসিয়েশন এর চট্টগ্রাম জেলা কমিটির  গত এক বছরের আয় ব্যয় এর হিসাব।
25/12/2022

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর চট্টগ্রাম জেলা কমিটির গত এক বছরের আয় ব্যয় এর হিসাব।

@বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ পিকনিকের আয়-ব্যয়ের হিসাব।
22/12/2022

@বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ পিকনিকের আয়-ব্যয়ের হিসাব।

বাংলাদেশ বয়লার পরিচারক পরিষদ কৃতি  সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের খন্ড চিত্র
17/12/2022

বাংলাদেশ বয়লার পরিচারক পরিষদ কৃতি সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের খন্ড চিত্র

নবনির্বাচিত বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির তালিকা। অভিনন্দন জানাচ্ছি নবগঠিত কেন্দ্রীয় কমিটি...
17/12/2022

নবনির্বাচিত বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির তালিকা। অভিনন্দন জানাচ্ছি নবগঠিত কেন্দ্রীয় কমিটি সকলকে।

অভিনন্দন জানাচ্ছি নবগঠিত বাংলাদেশ বয়লার  এসোসিয়েশনের আহবায়ক কমিটিকে। আশা করি পূর্বে চেয়ে ভালোভাবে অসহায়, বিপদগ্রস্ত বয়লা...
24/09/2022

অভিনন্দন জানাচ্ছি নবগঠিত বাংলাদেশ বয়লার এসোসিয়েশনের আহবায়ক কমিটিকে। আশা করি পূর্বে চেয়ে ভালোভাবে অসহায়, বিপদগ্রস্ত বয়লার পরিচারক পাশে দাঁড়াবে। সেই সাথে দক্ষ ও সংগঠন প্রেমী বয়লার পরিচারকদের নতুন কমিটিতে এনে সুন্দর একটি সংগঠন আমাদের উপহার দিবে।

ফেসবুকের ফ্রেন্ড লিস্টের সবাইকে একসাথে মেনশন করে দেওয়ার ফিচারটা কাজের চেয়ে বেশি বিরক্তির। এই বিরক্তিকর নোটিফিকেশন কিভাবে...
21/09/2022

ফেসবুকের ফ্রেন্ড লিস্টের সবাইকে একসাথে মেনশন করে দেওয়ার ফিচারটা কাজের চেয়ে বেশি বিরক্তির। এই বিরক্তিকর নোটিফিকেশন কিভাবে অফ করবেন দেখে নিন।

বাংলাদেশ বয়লার পরিচারক পরিষদ  এর আগষ্ট মাসের হিসেব।
06/09/2022

বাংলাদেশ বয়লার পরিচারক পরিষদ এর আগষ্ট মাসের হিসেব।

30/08/2022

বাংলাদেশ বয়লার আইন ২০২২ এর ধারা ১২ চ্যালেঞ্জ করে ৫৪ জন বয়লার অপারেটর মহামান্য হাইকোর্টে রীট পিটিশন নং-১০২৪৩/২০২২ দায়ের করলে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব জাফর আহমেদ ও মাননীয় বিচারপতি জনাব আক্তারুজ্জামান শুনানী শেষে আজ ৩০ আগষ্ট, ২০২২ শেষে কেন উক্ত আইন বেআইনী ঘোষণা করা হবেনা মর্মে
সরকারের প্রতি রুল নিশি জারী করে। সাথে সাথে বিদ্যমান আবেদনকারীদের বয়লার সনদ যে
অবস্থায় আছে সে অবস্থায় থাকার নির্দেশও প্রদান করেন। উল্লেখ্য যে, উক্ত আইন চ্যালেঞ্জ করে
২২ আগষ্ট, ২০২২ইং রীট পিটিশন দায়ের করা হয়।
নতুন আইনে বয়লার লাইসেন্স প্রথম, ২য় ও তৃতীয় তিনটি গ্রেড করা হয়, পূর্বের প্রথম শ্রেণীর
সনদকারীদের ২য় গ্রেডে এবং ২য় শ্রণীকে ৩য় গ্রেডে আনিত করা হয়। রীটে সরকারের আইন সচিব ও চীফ বয়লার ইন্সপেক্টরকে বিবাদী করা হয়। হাইকোর্টে
আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রীমকোর্ট বারের সাবেক সহ-সম্পাদক
এডভোকেট সাইফুর রহমান, সরকারের পক্ষে উপস্থিত ছিলেন ডিএজি ব্যারিস্টার নওরোজ মোঃ
রাসেল চৌধুরী।

বয়লার পরিচারক আজাদ ভাইয়ের চিকিৎসার সহযোগিতা জন্য টাকা কালেকশন আলাদা আলাদা ভাবে ৩টি সংগঠন। আপনার সাহায্য পাঠাতে পারবেন য...
30/08/2022

বয়লার পরিচারক আজাদ ভাইয়ের চিকিৎসার সহযোগিতা জন্য টাকা কালেকশন আলাদা আলাদা ভাবে ৩টি সংগঠন। আপনার সাহায্য পাঠাতে পারবেন যে কোন সংগঠনে।

বয়লার আইন ২০২২ এর ধারা ১২ চ্যালেঞ্জ করে রীট,আবেদন কারীদের সনদ পূর্বাবস্থায় বহাল থাকবে ------------হাইকোর্ট
30/08/2022

বয়লার আইন ২০২২ এর ধারা ১২ চ্যালেঞ্জ করে রীট,
আবেদন কারীদের সনদ পূর্বাবস্থায় বহাল থাকবে
------------হাইকোর্ট

Address

Dhaka
4324

Alerts

Be the first to know and let us send you an email when ডিজিটাল বয়লার টেকনোলজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডিজিটাল বয়লার টেকনোলজি:

Share