15/08/2025
আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মোঃ নাজমুল শিকদার, কাশিমপুর প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে নগরীর কাশিমপুরের ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় উন্মুক্ত একটি মাঠে কাশিমপুর থানার ৬টি ওর্য়াডের সর্বস্তরের অংশীজনদের সাথে নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান।
আরো উপস্থিত ছিলেন, কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ওসি তদন্ত ইফতেখার হোসেন, কাশিমপুর থানা বিএনপির সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতব্বর, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফকিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এসময় প্রশ্ন উত্তর পর্বে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজকে সুন্দর করতে সমাজে কারা মাদক বিক্রি করে তাদরকে যদি কাউন্সিলিং করার ব্যবসা করা হয়। তাহলে মাদককে নির্মূল করা সম্ভব। এছাড়াও তিনি পুলিশ প্রশাসনের যদি কোন গাফিলতি বা অনিয়মের তথ্য পাওয়া যায় তাহলে তাদেরকে জানার জন্য অনুরোধ করেন তিনি।
আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হ....