Suzadul Islam Meer12

Suzadul Islam Meer12 Official Page Digital Creator and Online Service.

13/05/2025

বিদায় হজ্বের ভাষণে নবিজী কি উপদেশ দিয়েছিলেন? ...
অবশ্যই আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর তা হলো, আল্লাহর কিতাব (আল-কুরআন)...। (মুসলিম, হাদীসঃ ২৮৪০)
বি,দ্র:-
লেখায় বা কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখার অনুরোধ রইলো।
প্রতি দিন এমন একটি পোস্ট হবে ইনশাআল্লাহ - কুরআনেই মানুষের সঠিক পথপ্রদর্শক -
"পড়িলে কুরআন আলোকিত হই
না- পড়িলে কুরআন অন্ধকারে রই।"

যারা কুরআন শিখে ও অন্যকে শিক্ষা দেয় তারা উত্তম। আলী ইবনে আবু তালিব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, তোমাদের...
12/05/2025

যারা কুরআন শিখে ও অন্যকে শিক্ষা দেয় তারা উত্তম।

আলী ইবনে আবু তালিব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে সেই লোক উত্তম, যে কুরআন শিক্ষা করে এবং তা অন্যকে শিখায়। (তিরমিজি, হাদিসঃ ২৯০৯)
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, মুসলিমদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদায় সর্বোত্তম হলেন তিনি, যিনি নিজে কুরআন শিখে, তিলাওয়াত করে, কুরআন মুখস্ত করে, তারতীলসহকারে পড়ে, কুরআন বুঝে ও কুরআনের তাফসীর শিখে এবং তার কাছে কুরআনের ইলমের যা কিছু আছে তা আমল করে অন্যকে শিখায়।
সর্বোাত্তম শিক্ষার্থী হলেন তিনি, যিনি শুধু নিজের জন্য শিখে না; বরং অন্যকেও শেখায়।

বি,দ্র:-
লেখায় বা কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখার অনুরোধ রইলো।
প্রতি দিন এমন একটি পোস্ট হবে ইনশাআল্লাহ - কুরআনেই মানুষের সঠিক পথপ্রদর্শক -
"পড়িলে কুরআন আলোকিত হই
না- পড়িলে কুরআন অন্ধকারে রই।"

05/08/2024

এতো জনতা পুরো বাংলাদেশ জেলখানায় বন্দি ছিলো আজ মুক্তি পেয়ে কোটি কোটি জনতা রাস্তায় ________আমাদের মুক্তি হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে।
ভালো থাকুক ওইপাড়ে শহীদ ভাইয়েরা।
হাজার সালাম সকল শহীদের প্রতি।

17/03/2024

সেহেরি নিয়ে যে আলোচনা করেছেন হুজুর তা কতটুকু যুক্তিসম্মত!? I be like Islamabad United

04/03/2024

সকল প্রশ্নের উত্তরে আসিফ হুজুরের কাছ থেকে উপহার গ্রহণ।
মারহাবা।আলহামদুলিল্লাহ

09/02/2024

জাতীয় পিঠা উৎসব ১৪৩০ বাংলা 💥💥💥💥
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে,ঢাকা।
Meer Siraz

25/01/2024

বিশ্বময় ছড়িয়ে-ছিটিয়ে আছে আল্লাহর সৃষ্টির লীলারহস্য। এই সৃষ্টিরহস্য ও ঐতিহাসিক নিদর্শনাদি মানুষকে হাতছানি দিয়ে ডাকছে প্রতি মুহূর্ত। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন, ভ্রমণ স্রষ্টার সৃষ্টিরহস্য জানায়, ভ্রমণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত।

আপনার ভ্রমন কে আরো সুন্দর ও সহজ করতে স্টেপ হলিডে আপনার পাশে আছে সব সময়।
ভ্রমণ সংক্রান্ত যে কোন বিষয় পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:

আমাদের সেবা সমূহঃ
=============
💼 কর্পোরেট ট্যুর
👥 গ্রুপ ট্যুর
👪 ফ্যামিলি ট্যুর
🏢 কাষ্টমাইজ ট্যুর
✈️ এয়ার টিকেট
📁 ভিসা প্রসেসিং
🏨 হোটেল বা রিসোর্ট বুকিং
🧳 ট্রাভেল গিয়ার সহ ভ্রমনের সকল সমাধান।

🏠Step Holiday
WhatsApp Massage: +8801612863310
Addres: 24/A Dr. Nawab Ali Tower,5 th floor Purana Paltan,Dhaka 1000.
E-mail: [email protected]

16/01/2024

সুন্দর হোক আগামী পথ দীর্ঘ হোক আয়ুকাল!?

03/01/2024

০২-০১-২০২৪ ইং শুভ জন্মদিন 🎂🎂
সবার প্রতি রইলো ভালোবাসা অবিরাম দীর্ঘ পথচলার শুভকামনা।

27/11/2023

Address

Purana Paltan, Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Suzadul Islam Meer12 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share