06/05/2024
আসসালামু আলাইকুম ,
কেমন আছেন সবাই ?আশা করি সবাই ভালো আছেন .
আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম .
কয়েক মাস আগে (15 Oct 2023) ALC চ্যাম্পিয়নশিপ নামে একটি টুর্নামেন্টস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম স্পন্সর ছিল অ্যালকেমিস্ট এর অফিসিয়াল লাইভ স্ট্রিমার Md. Khalid Saifullah.
টুর্নামেন্টে মূলত অ্যালকেমিস্ট এর অফিসিয়াল ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য করা হয়েছিল.কিন্তু টুর্নামেন্টে চলাকালীন সময় অ্যালকেমিস্ট এর অফিসিয়াল ফেসবুক পেজটি ডিজেবল হয়ে যায় পরবর্তীতে ম্যাচ কিছুটা পিছানো হয় .পরবর্তীতে পেজটি ফেরত না আসার পরেও টুর্নামেন্টে কন্টিনিউ করা হয়.
এই টুর্নামেন্টটির স্পন্সরটি এনে দেন অ্যালকেমিস্ট এর লিডার বাপ্পি ভাই (Farid Zakaria) Leader oF ALC.
যেহেতু বাপ্পি ভাই স্পন্সরটি কে এনেছিল এই কারণে আমরা কোন প্রকার সিকিউরিটি পারপোজ কোন কিছু রাখেনি.
১৪৪টি স্লোট নিয়ে এই টুর্নামেন্টে করা হয়েছিল এবং খুব সুন্দরভাবেই ফাইনাল পর্যন্ত শেষ করেছিলাম .
যারা আমাদের টূর্নামেন্টটি খেলেছেন তারা জানেন আমাদের ম্যানেজমেন্ট টীম তাদের বেস্ট দিয়ে ALC CHAMPIONSHIP টুর্নামেন্টটি শেষ করেছে, তাছাড়া আমরা আরো যত টুর্নামেন্ট করেছি আপনারা যারা পার্টিসিপেট করেছেন / সাপোর্ট করেছেন তারা অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট টীম সম্পর্কে জানেন .
তবে এবার আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের স্পনসর ( অ্যালকেমিস্ট এর অফিসিয়াল লাইভ স্ট্রিমার Md. Khalid Saifullah.)
তিনি ফাইনাল ম্যাচ শেষের পরেও টুর্নামেন্টের প্রাইজ মানি দিচ্ছেন নাহ তিনি বিভিন্ন বাহানা দিয়ে যাচ্ছেন একের পর এক.
এই টুর্নামেন্টটিতে ৬টি ওয়াইল্ড কার্ড এন্ট্রি এর ব্যবস্থা থাকে এবং সেই স্লট গুলো বিক্রি করা হয় সেই টাকা সহ স্পনসর নিজে নিয়ে টাকা গুলো আঁটকিয়ে দেয় .
তবে আমরা আমাদের চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি এবং এ ঝামেলা সহ্য না করতে পেরে আপনাদের সকলকে জানাচ্ছি বিষয়টি .
ALC CHAMPIONSHIP
•This event is sponsored by Free Fire Alchemists, with media partner Khalid Saifullah
• and management by BD Revengers - Free Fire