Asfak Shahin

Asfak Shahin This is my personal page

24/09/2025

Well bowled Bangladesh!
Yes

24/09/2025

টঙ্গী সাহারা মার্কেটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। এই ঘটনায় তিনজন ফায়ার সার্ভিস সদস্যসহ কয়েকজন সাধারণ মানুষ দগ্ধ হয়েছেন। ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছে, মুহূর্তের জন্য আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না, এভাবে চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য ঘটতে পারে।
আপনাদের সবার কাছে অনুরোধ, দয়া করে তাঁদের জন্য দোয়া করবেন।

24/09/2025

The next target is India

04/08/2025

আমাদের এ দেশেও রেন্ডিবাদিরা মাথাচাড়া দিয়েছিলো লেডি ফেরআউনের উপর ভর করে। এদের মূলে সব উৎপাটন করে ফেলতে হবে। আর ছাড় দেওয়ার কোন সুযোগ নাই।
আচ্ছা চিন্তা করে দেখুন তো এই থাপ্পরটা কোন রেন্ডির গালে দেওয়া হলো তারপর হলুদ মিডিয়া গুলো অবস্থা কি দাড়াতো?
ছেলেটি একজন হাফেজে কুরআন। নাম হুসাইন আহমদ। বাড়ি লাটিমারা, আসাম, ভারত।
টাইফয়েডে দু'চোখ অন্ধ হয়ে গিয়েছে। জমি বিক্রি করে মুম্বাই যায় উন্নত চিকিৎসার আশায়। অর্থের সঙ্কুলান হয়নি, তাই সাথে যেতে পারেনি পরিবারের কেউ।
আসার পথে কলকাতা এয়ারপোর্টে এক নোংরা হি.ন্দু ঘটায় ঘটনাটি। হাতড়ে হাতড়ে নিজের সিট খুঁজছিল হাফেজ হুসাইন। শেষ দিকের একটি সিট ছিল ওর। হঠাৎ হুসাইনের হাত বসে থাকা সেই হি.ন্দু বিমানযাত্রী পীযূষ কর্মকারের চেহারায় লাগে।
প্রচণ্ড রকম ক্ষেপে যায় পীযূষ। একপর্যায়ে উঠে কষে চড়ও মারে সে অসহায় হুসাইনের গালে! যেন একজন হি.ন্দু হিসেবে জন্মগতভাবেই ছিল তার কোনো মুসলমানের গায়ে হাত তোলার অধিকার।
6E 136 ফ্লাইটটির এয়ার হোস্টেজদের আচরণও ছিল যথেষ্ট আপত্তিজনক। সিট খুঁজে পেতে তারা অন্ধ হুসাইনকে কোনোরূপ সহায়তা করেনি বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শী যাত্রীরা৷ যখন পীযূষ কর্মকার হুসাইনের গায়ে আঘাত করে, উল্টো তারা পীযূষকেই শান্ত করায় ব্যস্ত ছিল!
ঘটনা দুপুর ১:০০টার। এক মুসলমান যাত্রী তার ভিডিও চিত্র ধারণ করে ফেইসবুকে আপলোড করলে চাপে পড়ে যায় Indigo Airlines অফিস। বাধ্য হয়ে সন্ধ্যা ৬:০০টার দিকে টুইট করে— আক্রমণকারী সেই যাত্রীকে হেফাজতে নেয়া হবে, উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।
অথচ বিমান কলকাতা থেকে আসামের শিলচরে ল্যান্ড করেছে দুপুর ২:০০টা নাগাদ। ইমিগ্রেশন-সহ সমস্ত কাজ সেরে যাত্রীরা ইতোমধ্যে চলেও গিয়েছে নিজনিজ গন্তব্যে। কাকে শাস্তির আওতায় আনবে কর্তৃপক্ষ?
তবে বিস্ময়ের ব্যাপার, শিলচর এয়ারপোর্ট থেকে হাফেজ হুসাইনের বাড়ি লাটিমারায় পৌঁছুতে সর্বোচ্চ ১ ঘণ্টা লাগার কথা থাকলেও, ও বাড়িতে পৌঁছোয় গভীর রাতে। কান্নার রব পড়ে যায় এলাকাজুড়ে। জ্ঞান হারান একাধিকবার হুসাইনের বাবা আব্দুল মান্নান মজুমদার।
বিমান কর্তৃপক্ষ কিংবা থানা কর্তৃপক্ষ, কেউ তথ্য দিচ্ছিল না ওর ব্যাপারে। নিখোঁজ ছিল হুসাইন প্রায় ১২ ঘণ্টা!
ধারণা করা হচ্ছে, শিলচর এয়ারপোর্ট অবতরণের পর ওকে আরেক দফা ট.র্চা.র করেছে স্থানীয় হি-ন্দু কর্মকর্তারা

24/07/2025

৩০০ ফিট এ অটো ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টায় পুলিশ সহ সাধারণ জনগণ গুরুতর আহত অবশেষে সবার সাহায্যে সেই সন্ত্রাসীকে ধরতে সক্ষম

18/04/2025

একটুর জন্য বেঁচে গেলো।
সবাই আমরা সিগনাল মানার চেষ্টা করি।
একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না।

26/03/2025

চারদিকের বর্তমান অবস্থা

11/03/2025

নাটোর আ দা-ল-তে ফুটেজ নেওয়ার সময় টিভির ক্যামেরার ওপর হা-ম-লা করে সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হক|

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asfak Shahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share