Dear Afrin

Dear Afrin Personal Vlog
(2)

আত্ব অহংকার আপনাকে ভোগাবেই
12/05/2025

আত্ব অহংকার আপনাকে ভোগাবেই

09/05/2025

ছেলের পরিবার ভালো না হলে একটা মেয়ের জীবন শেষ 🤣 আর সেই ছেলে যদি পরিবারের সবচেয়ে ভালো আর ভদ্র হয় যার উপর দায়িত্ব দিয়ে দিব্বি বাকি ছেলে মেয়েরা নাকে তেল দিয়ে ঘুমাবে তাহলে তো সেই বউয়ের মত কপাল পোড়া আর নাই। সমাজ খুব ভালোভাবেই জানে একটা মেয়ে খারাপ হয়ে শ্বশুড় বাড়ি আসে না,এইসব মানুষ জন একটা মেয়ে বাধ্য করে কঠিন হতে দিনে দিনে। নিজেদের বেলায় ১৬ আনা,পরের বেলায় এক আনাও নাই। এত সুন্দর একটা মেয়ে দিনে দিনে এই পরিবারের মানুষগুলা না দিলো সুন্দর ভাবে থাকতে, না দিলো ছেলেটাকে শান্তিতে সংসার করতে।

One sided story..cant judge her
09/05/2025

One sided story..cant judge her

মহিলার ইন্টারভিউ দেখেই বুঝতেছি কত ডেঞ্জারাস
09/05/2025

মহিলার ইন্টারভিউ দেখেই বুঝতেছি কত ডেঞ্জারাস

পলাশ সাহার মৃত্যুটা খুবই জরুরি ছিল!! সত্যিই খুবই জরুরি ছিল! ভাবছেন কেন বললাম এই কথা??এইদেশে খুবই নোংড়া প্রচলিত একটা কথা ...
09/05/2025

পলাশ সাহার মৃত্যুটা খুবই জরুরি ছিল!! সত্যিই খুবই জরুরি ছিল! ভাবছেন কেন বললাম এই কথা??

এইদেশে খুবই নোংড়া প্রচলিত একটা কথা আছে- বৌ গেলে বৌ পাওয়া যাবে কিন্তু মা মরলে মা পাওয়া যাবে না,মা তো একটাই!!

এই এক কথার জন্য সকল মাদের সকল অপরাধ মাফ!! আপনার কলিজার টুকরা ছেলেকে যদি আপনি চোখেই হারাবেন তাহলে আর বিয়ে কেন দিলেন ,চাচী?

বিয়ের পর এসব টক্সিক মা গুলো ছেলে আর ছেলের বৌয়ের মাখামাখি সহ্য করতে পারে না,একান্ত সময় কাটাতে দেখলে বলে বসে -"কিরে বৌ এত মজা??? "

আরে,বৌ এত মজা দেখেই তো আদম আর হাওয়া এমন ভুল করে দুনিয়ায় আসলো!! দুনিয়ায় আসা প্রথম মানব আর মানবী ছিল আদম এবং হাওয়া!!

হাজবেন্ড এন্ড ওয়াইফ এর সম্পর্ক দুনিয়া শুরুর দিন থেকে তাহলে এটা মজা না হয়ে কি সাজা হবে গো,চাচী মা???

কিন্তু এই মা গুলো কে কারা প্রশয় দেয় জানেন?? কিছু মাথাভর্তি গোবরওয়ালা পরিবারের লোকজন!!।

এরা বলবে -কি ব্যাপার ,আপনার ছেলেতো আর আপনার খোজ নেয় না নাকি? খালি কি বৌ বুকে নিয়ে ঘুরে বেড়ায়? নিশ্চিত বৌ খারাপ নয়তো বৌয়ের পরিবার খারাপ এজন্য ছেলেকে মা ছাড়া করছে!!

কেন বাপু?? তুমি তো পারতে মাকে বোঝাতে! আরে এখনই তো ঘুরবার বয়স তাদের,তারা এখন ঘুরবে না তো কখন ঘুরবে? একটু ছাড় দিন দেখবেন হাতেই থাকবে ,ঘুড়ির সুতো বেশি টাইট দিলে আবার ছিড়ে যেতে পারে!!

না সেই পরামর্শ না দিয়ে এসব মাথামোটা লোকজন উল্টা আরো কলহ তৈরী করে দেয় বৌ-শাশুড়ির মধ্যে! এতে করে শাশুড়ির কটু কথায় বৌও বিষিয়ে উঠে এবং সেই শাশুড়ীর সাথে একসাথে থাকতে নাড়াজ হয়ে যায়!!

আর বেচারা হাজবেন্ড শেষে হয় বৌকে নিয়ে আলাদা থাকে নয়তো হয় ডিভোর্স আর যদি তাও না পারে শেষে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করে নয় পরকিয়া করে 🙂

এবার যদি এই সমাজে এমন টক্সিক শাশুড়িগুলোর টনক নড়ে!!

©"মা ভক্ত ছেলের ফায়দা নিয়ে মা তার ছেলের সংসার জীবনটা শেষ করল।ছেলেকে আঁচলে বেঁধে রাখতে চেয়েছিল।এই মায়ের নিউজ ইন্টারভিউটা ...
09/05/2025

©
"মা ভক্ত ছেলের ফায়দা নিয়ে মা তার ছেলের সংসার জীবনটা শেষ করল।ছেলেকে আঁচলে বেঁধে রাখতে চেয়েছিল।এই মায়ের নিউজ ইন্টারভিউটা দেখে বুঝার বাকি রইলো না কতটা ঝগড়াটে।ছেলেটার মৃ*ত্যু হয়েছে আর সে এখনো আছে ঝগড়ার টপিক নিয়ে।কিন্তু যে বউকে সবাই দোষ দিচ্ছে বিধবা হলো সে, সংসার হারালো আর শ্বাশুড়ির জন্য সংসারেও শান্তি পেলো না দিনশেষে দোষ এই অভাগী বউটার ঘাড়ে চাপানো হয়েছে।আর এই মায়ের ২ ছেলে ও মেয়ে আছে ছেলের শোক সে অন্য সন্তান দ্বারা কাটিয়ে নিবে।অথচ চার দেয়ালে কি ঘটেছে তা কেবল এই মেয়েটিই সহ্য করেছে।কোন মেয়েই খারাপ বউ হতে আসেনা তাকে খারাপ করে শ্বাশুড়ি আর শ্বশুড় বাড়ি নামক নরক।

এজন্যই বলে মা ভক্ত পুরুষের বউ কখনো সুখী হয়না।

বোকা ছেলেরা এত অন্ধভক্ত হয় যে ভুলে যায় মা তার স্ত্রীর না। আড়ালে মায়ের কূটনীতিক ষড়যন্ত্র তারা বুঝতে যায়না।শ্বাশুড়ি নামক নারীর হিংসার মুখোমুখি যারা হয়েছে তারাই বুঝবে এটা কেমন মানসিক যন্ত্রণা!

একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুন্দর একটা সংসার করবে আর নিমিষেই শেষ হয়ে যায় সব যখন এরকম অবস্থা হয় ৩য় পক্ষের জন্য। "

ভদ্রতার এই যুগে দাম নাই, তাই পলাশের বাকি ভাই-বোনেরা নিজেদের দায় দায়ীত্ব এড়িয়ে সব এই ভাইয়ের উপর ই দিয়ে তারা তাদের মত সংসার করেছে। পলাশ তার চিঠিতে লিখে গিয়েছে মা আর বউ কাউকেই ভালো রাখতে পারলাম না। এর মানে মায়ের ও হাজার প্যারা এই শান্ত ছেলেটা হজম করছে। কিন্তু মাকে তো ফেলে দিতে পারবে না। নিরুপায়। মুখ ফুটে বলতেও পারে নাই কিছুদিন অন্য ছেলেদের বাড়ি গিয়ে থেকে আসো। পুরা পরিবার সেল্ফিস।

ওনার মৃত্যু মুলতঃ  মায়ের উপর অভিমান করে ।    বউ খারাপ হলে ছেড়ে (ডিভোর্স)  দিতো, ছাড়ার অপশন তো আছেই।    কিন্তু মা-বাবা খা...
09/05/2025

ওনার মৃত্যু মুলতঃ মায়ের উপর অভিমান করে ।
বউ খারাপ হলে ছেড়ে (ডিভোর্স) দিতো, ছাড়ার অপশন তো আছেই।
কিন্তু মা-বাবা খারাপ হলেও ছাড়ার উপায় আছে কি ? আর বাকি ভাই- বোনদের কোনো দায়ীত্ব নাই?

একজন মানুষ রাতারাতি আত্মহত্যার পথ বেছে নেয় না।বউ না হয় পরের মেয়ে সে স্বামীকে বুঝেনি, মা তো নিজের সন্তানের কষ্ট সবার আ...
09/05/2025

একজন মানুষ রাতারাতি আত্মহত্যার পথ বেছে নেয় না।বউ না হয় পরের মেয়ে সে স্বামীকে বুঝেনি, মা তো নিজের সন্তানের কষ্ট সবার আগে বুঝে, তিনি কি কোন ছাড় দিয়েছিলেন ছেলেকে। শাশুড়ি ননদের অত্যাচারে বাংলাদেশের শত শত মেয়ে আত্মহত্যা করে, তখন কি আপনারা স্বামীকে এভাবে কাঠগড়ায় দাঁড় করান যেভাবে মেয়েটাকে করাচ্ছেন? এখানে বউ যতটুকু দায়ী মা আর বাকী ভাই বোনেরাও ঠিক ততটুকুই দায়ী । অযথা একক ভাবে কাউকে দোষী করা ঠিক নয়।বাকি ভাই বোনেরা কই? সন্তান কি একটা ছিলো উনার? নাকি যে সন্তানের মাথায় কাঠাল ভেংগে খাওয়া ইজি ছিলো সবাই মিলে সেটাই করেছে। দিন শেষে বউ ভুক্তভোগী হলো?👍👍

📌আমাদের বাবা মা আমাদের জন্য কষ্ট করে আবার খোঁটা ও দেয়। আশ্চর্য আপনাদের জন্ম দিতে কে বলেছেন!🥺তোর জন্য ই করেছি, হেন করেছি,...
09/05/2025

📌আমাদের বাবা মা আমাদের জন্য কষ্ট করে আবার খোঁটা ও দেয়।

আশ্চর্য আপনাদের জন্ম দিতে কে বলেছেন!🥺

তোর জন্য ই করেছি, হেন করেছি,তেন করছি,এই ঐ করছি বলে বলে সারাজীবন তাদের কনট্রোলে রাখতে চায়।

পলাশ সাহয়ের মা সারাক্ষণ এই ভাবে ছেলে কে ইমোশনাল ভাবে ব্ল্যা" ক' মেইল করতো। ছেলে আর ছেলের বউ এর যে আলাদা একটা স্পেস দরকার এটা মানতে রাজী না। আরে ভাই ছেলে আপনার,ছেলেকে তো নিয়ে যাচ্ছে না কেউ। কিন্তু আপনার ছেলেটা এখন কারো স্বামী। প্রতিটা মেয়ের ই আশা ভরসার জায়গা তার স্বামী।এখন যদি তাদের মাঝে এসে বসে থাকেন। তাদের স্পেস না দেন তাহলে তো হবে না। আপনার মেয়ের বেলায় যেমন টা আপনি চান,ছেলের বেলায় আবার তার উল্টা চান। বাকি দুই ছেলে আর বোন কই উনার? ওদের দায়ীত্ব নাই? মা আর ভাই-বোনেরাও বুঝে কোন ভাইয়ের উপর চাপানো যাবে। এতে তার সংসার ভেংগে যাক। কোনো সমস্যা নাই। সব সেলফিস। বউকের হক আদায় না করে, যে পুরুষ অন্য সব কিছু কে মেনেজ করে তার কপালে ভালো কিছু থাকে না দিন শেষে। যে ছেলেটা নরম তার উপর ই অধিকার খাটায় বেশি। আর সেই ছেলেটার বউ - ই মারা খাইতে থাকে। বউ তখন সাউন্ড করলেই বউ খারাপ। সুবিধাবাদী সবাই। আমি পলাশের মাকে জিজ্ঞেস করতে চাই। ছেলের বউ হিসেবে সে কি দায়ীত্ব পালন করেছে তার বউমার জন্য? ছেলে সবি বুঝতো কিন্তু মা দেখে কিছু বলতে পারতো না। এদিকে বউ তার জীবনের অংশ ,মায়ের কাছে নিরুপায় হওয়ায় ইমোশনের জায়গা থেকে মাকে কিছু বলতে পারতো না। বাকি দুই ছেলে আর বোন কি পারতো না মাকে নিজেদের কাছে নিয়ে মাঝে মাঝে রাখতে? মার দায়িত্ব নিতে? যে দায়ীত্ব এড়াতে পারে নি তার ঘাড়ে দিয়ে সবাই নিরিবিলি দিব্বি দিন কাটানোর ফল আজ পলাশের নিজের মাথায় নিজে গুলি করা। পুরো পরিবার জড়িত। আমি বিশ্বাস করি এই পুরা পরিবারে পলাশ একমাত্র দায়ীত্বশীল আর সাউন্ড করে কোনো ভাই বোনকে কিছু বলতে পারতো না দেখেই যাওয়ার সময় লিখে গেছে মায়ের দায়িত্ব বাকি দুই ভাইয়ের। এখন মা ও টের পাবে হারে হারে। যে ছেলেরা মায়ের হাজার অন্যায় ইমোশন দিয়ে মেনে নিয়ে বউকে ঠকায়। তারা বিয়ে করে কেন? দরকার কি একটা মেয়েকে বিয়ে করে এনে তার জীবন নস্ট করার?

প্রায় ঘরে বাবা ,মা এমন ইমোশনাল কথা বলে ছেলেদের নিজের আয়ত্ত্বে রাখে। আজ যদি পলাশের মত বাকি সব ভাই বোন মিলে দায়িত্ব নিতো। সবাই মিলেমিশে রাখতো উনাকে। সবাই যদি ভালো হইতো।আর পলাশের মাও যদি সব সন্তানদের কাছে গিয়ে থাকতো,সব বউদের স্পেস দিতো। একজনের উপর চাপ পড়তো না। তার সংসারেও ঝামেলা হত না। আজকে সে চলেও যেতো না।

সন্তান রা বাবা মায়ের উপর দূর্বল আর তারা সেই সুযোগ নেয়।

আসলে আমাদের বাংলাদেশের বেশির ভাগ পরিবার খুবই টক্সিক।

পলাশ তো চলে গিয়ে বেঁচে গেছে কিন্তু এমন হাজারো পলাশ জীবতই পরিবারের টক্সিক ভোঁজা নিয়ে বেঁচে আছে।

এই মানুষটা আমার সম্পর্কে মামা হয়। কোন দূর সম্পর্কের নয় একদমই আপন। আমার মায়ের আপন মামাতো ভাই। আজকে ওনার মৃত্যুর জন্য ও...
08/05/2025

এই মানুষটা আমার সম্পর্কে মামা হয়। কোন দূর সম্পর্কের নয় একদমই আপন। আমার মায়ের আপন মামাতো ভাই।
আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সব থেকে বেশি।
আচ্ছা আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ তার জন্য জীবন অতিষ্ট হয়ে যায়। ব্যাপারটা কিছুটা তেমনই। দুই বছর হইছে বিয়ে করছিলো। মানলাম বউ খারাপ। ভালো না। কিন্তু যখন তার মা দেখলো তারে নিয়ে এতো অশান্তি তার মা কি পারতো না অন্য দুই ছেলের কাছে পাঁচটা মাস থাকতে? বাড়িতে তাদের বিশাল বিল্ডিং। কোন অভাব নাই।তিন ছেলেই জীবনে সফল।টাকা পয়সার কমতি নেই। কিন্তু না উনি তো উনিই।সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বে না। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলে কে ছাড়ে না। মায়ের ব্যাথার গল্প, ছোট বেলার গল্প তো শেষ হয় না এদিকে তার বউয়ের সাথে ঘরে যাইতে যাইতে তার রাত্রি একটা বাজে। তার বউও তো এক্সপেক্ট করে, সে স্বামীর সাথে একটু কথা বলবে। যখনই ঘুরতে যাবে, সব জায়গায় তার মার জোর করে যাওয়া লাগবে।অন্য ছেলেদের কাছে এসব গুলো করে পাত্তা পেত না এজন্য সে সবসময় ছোট ছেলের কাছে থাকতো। অন্য ছেলে ও তার বো দের সাথে ও সম্পর্ক ভালো ছিল না। অন্য ছেলেরা মা অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও, পলাশ মামা সত্যি বলতে মা বলতে অন্ধ ছিল। আরো অনেক সংসারের কথা আছে থাক না হয় এখন।
আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউ কে বোঝাইছে শাশুড়িরা এমনই হয় তাদের সাথে মানিয়ে চলতে হয় তাহলে নিজের বউ কে এই কথা বলে নি কেনো?
ভালো সাজতে আসছে। আজকে তাদের কাছে এই মা রে রাখবে কিনা সন্দেহ। মহিলা এতোটাই ভয়ংকর।মা এর এইসব কিছুর শিকার হয়ে হয় ছেলেটা আত্মহত্যা করে, তা না হলে বউটা আত্মহত্যা করে, আর না হয় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, আর সাফার করে তার বাচ্চাগুলা আর জিতে যায় মা রা।
বউ মরলে বউ পাওয়া যাবে, মা মরলে তোর পাওয়া যাবে না একটা ডাইলক আছে না।
বাংলাদেশের অভিনেত্রি দিঘী র একটি নাটক আছে।" শেষ চিঠি"। সেম কাহিনী, মার জন্য ছেলেটা শেষ পর্যন্ত তার বউকে নিয়ে এবং তার গর্ভে সন্তান থাকা অবস্থায় বিষ খায়।
প্লিজ একবার দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইলো.
একটা শোক কাটাইয়া উঠতে পারলাম না😭। সকাল থেকে দেখতেছি সবাই বউটার দোষ দিয়ে যাচ্ছে।আরে যার স্বামী লাখ লাখ টাকা মাসে আয় করে তার কোন জিনিসটা অপূর্ণ ছিলো বলেন?
অনেক বার ভাবছি পোস্ট করবো না। মানসিক ভাবে আমরা কেউই ভালো নেই। কিন্তু মানুষের এতো এতো পোস্ট আর ভুল ধারণার জন্য বাধ্য হইলাম🙏


Copy From
@প্রিয়তা পূজা সাহা।

আপনি যতই দামী হউন, মন বড় হউক, পড়ালেখা করে শিক্ষিত হউন না কেনো? দিন শেষে কোনো বাজে পরিবারে পড়ে গেলে আপনার জীবনের এইসব এচি...
19/04/2025

আপনি যতই দামী হউন, মন বড় হউক, পড়ালেখা করে শিক্ষিত হউন না কেনো? দিন শেষে কোনো বাজে পরিবারে পড়ে গেলে আপনার জীবনের এইসব এচিভমেন্টের দাম তো পাবেন ই না। উল্টা যা যা শুনবেন আর দেখবেন তা কল্পনাও করতে পারবেন না।এটা একটা যাস্ট উদাহরণ নিচের ছবিটা দেখেন কোটি টাকার গাড়ি এমন জায়গায় রাখা হয়েছে বা এমন মালিকের কাছে পড়েছে যে কোনো দাম ই নেই। উল্টা এই কোটি টাকার গাড়ি ধুলা পড়ে নিজেও কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে।পরিবেশ অনেক ইম্পোর্টেন্ট। আবার আপনি কম দামী হয়েও যদি ভালো পরিবেশে থাকার সু্যোগ হয় আপনি দেখবেন দামী হয়ে উঠবেন। আপনার সন্তানও আল্লাহ না করুক এমন কোনো জায়গায় না পড়ুক যেখানে সে অবমূল্যায়িত হয়,কোনো ফিউচার থাকবে না। সারাক্ষন ভায়োলেন্স দেখতে হবে। অসুস্থ পরিবেশে অসুস্থ কাজ কর্ম দেখে তার জীবনটাও মিনিং লেস হয়ে যাবে। র্কর্মস্থল ও সেইম। আপনি যতই ভালো এমপ্লয়ি হউন না কেনো কোম্পানি যদি আপনাকে সেভাবে ট্রিট না করে,আপনার প্রাপ্য সম্মান না দেয়, আপনার হক আদায় না করে,বছরের পর বছর আপনাকে কিছুই যদি না দেয় তার মানে আপনি জিরো। সেই কর্মস্থল বিষিয়ে যাবে একদিন। প্রতিটা মানুষের সুন্দর ভাবে বাচার অধিকার আছে।

"In the wrong place, you will never be appreciated."

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dear Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dear Afrin:

Share