Shozib Sarker

Shozib Sarker ╔╦╦╦═╦╗╔═╦═╦══╦═╗ ║║║║╩╣╚╣═╣║║║║║╩╣ ╚══╩═╩═╩═╩═╩╩╩╩═╝

ছবিতে দেখতে পাচ্ছেন ১টি গাধাকে ১জন সৈনিক পিঠে তুলে নিয়েছে! মূলত: এই ছবিটির মধ্যে কোন ভালোবাসা লুকিয়ে নেই!যদি গাধাটি ভু...
12/04/2025

ছবিতে দেখতে পাচ্ছেন ১টি গাধাকে ১জন সৈনিক পিঠে তুলে নিয়েছে!
মূলত: এই ছবিটির মধ্যে কোন ভালোবাসা লুকিয়ে নেই!
যদি গাধাটি ভুল পথে হেঁটে যেত, তবে এটি ওখানে পেতে রাখা লুকানো মাইনগুলোর বিষ্ফোরনে সবাই বিপদে ফেলে দিত!
নিজের চারপাশের গাধাগুলোকে প্রয়োজনে কোলে তুলে নিয়ে হলেও নিয়ন্ত্রণ করুন, যেন আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে নিরাপদে রাখতে পারেন।
(সংগৃহীত)

08/12/2024

Feel 🪡

Covered by Tarek Mahmud

সোনালী অতীত -যাদের শৈশব কেটেছে এদের দেখে তাদের শৈশব ছিলো অনন্য রঙিন 🥺Nostalgia is never to be forgotten ❤️‍🔥©️
24/06/2024

সোনালী অতীত -

যাদের শৈশব কেটেছে এদের দেখে তাদের শৈশব ছিলো অনন্য রঙিন 🥺

Nostalgia is never to be forgotten ❤️‍🔥

©️

সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অ...
23/06/2024

সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।
গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অনেক সম্মানের,অনেক আরামদায়ক।
গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?

এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত।আপনার চুল বড় কেন,আপনি বোরকা পড়েন না কেন,অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন,বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া,
আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা,এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী(হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই।আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি।আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো।গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে।যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা,কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি,অর্থনীতি,খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা।যার অধিকাংশই আবার গুজব।

(এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে।যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)

(জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও,একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারন তিক্ততা)

©️

মাত্র দেড় কোটি জনসংখ্যার একটি গোষ্ঠীর কাছে পৃথিবীর ৫৬ টি দেশ ও ১৯০ কোটির উপরে মানুষ বিদ্রোহ করেও টিকতে পারছেনা শুধু জ্ঞ...
17/06/2024

মাত্র দেড় কোটি জনসংখ্যার একটি গোষ্ঠীর কাছে পৃথিবীর ৫৬ টি দেশ ও ১৯০ কোটির উপরে মানুষ বিদ্রোহ করেও টিকতে পারছেনা শুধু জ্ঞানের কারণে।
দ্বীপ রাষ্ট্র নাউরুর ও সম্পদ ছিল, পৃথিবীর ২য় ধনী রাষ্ট্র ও হইছিলো কিন্তু এখন আর নাই।আরব বিশ্বের সম্পদও চিরকাল থাকবেনা। কিন্তু ওই দেড় কোটি মানুষের জ্ঞানের ধারা প্রজন্ম থেকে প্রজন্ম রক্তের মাধ্যমে বইতে থাকবে।

কোকাকোলা বয়কট করেন তাতে কোন আপত্তি নাই। কিন্তু লিস্ট শুধু কোক না লিস্টটা অনেক লম্বা।পড়তে পড়তে আপনার দাঁত ভেঙ্গে যেতে পারে।শুরুটা ইনটেল , মাইক্রোসফট , উইকিপিডিয়া , গুগল ও ফেসবুক দিয়ে শুরু করা যাক।আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন তার প্রসেসরটা ইহুদীদের তৈরী।একটা ১৪ ইনটেল প্রসেসরের দাম প্রায় ৬৯০০০ টাকা।ওটা নিশ্চয়ই আপনার দুই লিটার কোকের দাম নয় যে চাইলেই ফেলে দিবেন।এতবড় আত্মা এখনো এই দেশে কম্পিউটার ব্যাবহারকারী লক্ষ লক্ষ মানুষের হয় নাই।ডেল, লেনোবা যাই ব্যাবহার করুন ওদের কাছে আপনি না চাইলেও খত দিতে হবে।সবার ঘরে ঘরে তো আর কম্পিউটার নাই!! আপনার হাতের যে মোবাইলটা তার বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার এই ইহুদিদের তৈরী। ফেসবুক , গুগল , ইউটিউব এসব ব্যাবহার করতে করতে যারা হাতের আঙ্গুল ব্যাথা করে ফেলছেন তারা বড়জোর নির্লজ্জের মত ফেসবুক ভিউ পেতে পোস্ট করেই শেষ। আমাদের দেশের বিভিন্ন বুলডোজার ইহুদিদের তৈরি। ওদের তৈরি Dell, GE , HP এগুলো আপনারা ছাড়বেন না তাতো বহু আগে থেকেই জানা।
আরব বিশ্বে ইহুদীদের ম্যাকডোনাল্ড এর সংখ্যা কেন দিন দিন বাড়তেছে সেই প্রশ্ন কখনো নিজেকে করছেন?
ম্যাকডোনাল্ড, কেএফসি এসব দেখলেই যাদের জিহ্বা লিকলিক করে তারা শুধু ফেসবুকে বয়কট লিখেই জিহ্বা চাটতে চাটতে বাসায় ফিরে যাচ্ছেন সেটাও আমি জানি।যে নোকিয়া মোবাইল দিয়ে আপনার মোবাইল ব্যাবহার শুরু করেছিলেন সেটাও তাদের প্রতিনিধিত্ব করে। বিশ্ববিখ্যাত মোটোরোলাও তাদের।
আপনি হয়তো ভাবছেন আজ থেকে পাকিস্তানি মোবাইল ব্যাবহার শুরু করবেন কিন্তু সেই মোবাইলের ভেতরের যন্ত্রাংশ ও তাদের। আপনাদের শুধু আছে মুখ আর মুখোশ।

মাত্র ৬০ লক্ষ জনসংখ্যার একটি দেশ আপনাদের পুতুলের মত নাচাচ্ছে আর আপনারা নেচে নেচে তাদেরই ফেসবুকে এসে পোস্ট দিচ্ছেন ' বয়কট!!
আপনার এই পোস্টেও লাভ তাদেরই হচ্ছে । ইসরাইলের পণ্য জানার জন্য গুগলে সার্চ করছেন এতেও লাভ তাদের হচ্ছে।আপনারা যত বেশি নাচানাচি করবেন তাদের লাভ ততবেশি।।

আপনি খাইলেও তাদের লাভ।না খেয়ে সিএনএন, বিবিসি,ডিজনি ও খেলার চ্যানেল সহ ডিসকভারি দেখলেও তাদের লাভ।ভলবো বাসে করে আপনি ঘুরতে গেলেও তাদেরই লাভ।

ব্রান্ড স্টার কফিতে চুমুক দিয়ে উদাসী হবেন এতেও তাদের লাভ।বিশ্বকে জানতে নামিদামি পত্রিকা পড়বেন তাতেও তাদের লাভ। আপনি খালি পায়ে থাকলেও তাদের লাভ আবার ফ্যাশন করে দামী জুতা পরলেও তাদের লাভ।

আরেকটা কথা ম্যাগি, বাটা, আটা, ময়দা ও সুজি এসব কোনটাই তাদের পণ্য নয়।তারা আটা, ময়দা ও সুজি বিক্রি করে রাষ্ট্র চালায়না। তাদের রপ্তানি আয়ের প্রায় ৯০ ভাগ আপনাদের ছাড়াই হয়। লরিয়াল, প্রেসিডেন্ট এসব আপনি কিনলেও তাদের লাভ আর না কিনলেও তাদের লাভ । আমেরিকা ও ইউরোপের মত দেশ যাদের কাছ থেকে বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার রপ্তানি করে সেখানে আপনি আমি চোখ খুললেও কিছু যায় আসেনা।আর চোখ বন্ধ করে তেল মেখে ফেসবুক গুতালেও তাদের কিছু যায় আসেনা।।

কথায় কথায় বয়কট বয়কট না করে নিজেদের চরিত্র সংশোধন করুন। নিজেদের সর্বজ্ঞানী না ভেবে, আগামী ইউটিউব ও ফেসবুক বিজ্ঞানী না বানিয়ে জ্ঞান অর্জন করার শিক্ষা দিন।নিজ দেশে জ্ঞানী মানুষকে সম্মান দিবেননা আর বলবেন প্রতিবেশীরা লুট করে নিয়ে যাচ্ছে।বলি নিজের চরকায় তেল দিতে শিখুন।চুরি ও দূর্নীতি, সুদ, ঘুষ, পরনিন্দা এসব ছেড়ে মানুষ ও দেশপ্রেমিক হতে শিখুন। আমাদের মতো হিন্দু, মুসলিম , আস্তিক, নাস্তিক , ধনী ও গরীব এতো ভেদাভেদ ৬০ লক্ষ মানুষের ছোট দেশ ইসরায়েলে নেই।
আপনারাও জাতি ভেদাভেদ ভূলে জ্ঞান ও জ্ঞানীকে সম্মান করতে শিখুন। আইনস্টাইনকে হিংসা না করে নিজের সন্তানকে জ্ঞান অর্জন করার শিক্ষা দিন।
কোকাকোলা যখন শুরু হয় তখন ইসরায়েল নামক দেশটি পৃথিবীতে ছিলোনা। কিন্তু জাতি হিসেবে তারা একতাবদ্ধ বিধায় তারা এর সুফল পেয়েছে। আমাদের মধ্যে শিয়া, সুন্নি, কাদিয়ানি , মাজার পুজারি , হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কত ভাগ।এই দেশ উন্নতি করবে কেমনে?
যে দেশে দূর্নীতিবাজদের গলায় ফুলের মালা দেওয়া হয় , ঘুষখোর ও রাজাকারকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় সেই দেশটা ফেসবুক আর ইউটিউব বিজ্ঞানীরাই শেষ করে দিবে এবং দিচ্ছে।ফেসবুক ও ইউটিউব ভিউ ও টাকা কামানোর ধান্দায় এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।
যে দেশে সৎ মানুষের সম্মান নাই , জ্ঞানী লোকের সম্মান নাই, দেশ প্রেমিকদের সম্মান নাই সেই দেশের মানুষের মুখে বয়কট শুনলেই হাসি পায়। কাউকে বয়কট করার আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করুন , নিজেদের পৃথিবীতে বসবাসের যোগ্য করে গড়ে তুলুন নয়তো আফগানিস্তান ও ইরাকের মত অথবা পাকিস্তানের মত আম ও ছালা দুটোই হারাতে হবে।।লোটা হাতে পৃথিবীর মোট জনসংখ্যার ২৩ শতাংশ হয়ে বিশ্ব শাসন করা যায়না।এই বিশ্বকে শাসন করতে হলে ধর্মান্ধতা ও উগ্রতা পরিহার করে এবং গাছে ভূত আছে এই জাতীয় কুসংস্কার কবর দিয়ে জ্ঞানে ও বিজ্ঞানে উন্নত জাতি হতে হবে।তাহলে এক ঢাকা শহরের মানুষকে দিয়েই পুরো বিশ্ব শাসন করতে পারবেন।আর লোটা বিজ্ঞান পড়লে দেশ ও জাতি দুটোই ধ্বংস হবে আজ নয়তো কাল।

#সত্য_সবসময়_সুন্দর
আলফ্রেড নোবেল
#আলো_আসবেই
ক্যাপটেক শুভ ক্যাকটাস
ওমর ফারুক শুভ

–সময়ের প্রেক্ষাপটে উপলব্ধি মূলক অসাধারণ একটি লিখা।

09/05/2024

Welcome to the 21st Century where S*X is FREE and LOVE is EXPENSIVE, where LOSING phone is more PAINFUL than LOSING your VIRGINITY, where MODERNIZATION means NUDITY(NAKED), where if you don't SMOKE or DRINK you are out of FASHION, where if don't CHEAT on partner it's because you are not SMART or CLEVER, where the BATHROOMS have become PHOTO STUDIOS, where TEMPLES become DATING POINTS, where to WORSHIP GOD is DIFFICULT, where LIES become REALITIES where the WOMEN fear PREGNANCY more than STD's , where a PIZZA DELIEVERY is FASTER than EMERGENCY RESPONSE, PERSPECTIVES and DRIP DECIEDE the value of a person ,where the BOYS/GIRLS are AFRAID of MARRIAGE but LOVE having S*X, where whoever PLAYS the MIND always gets happiness but whoever plays with the HEART gets HURT , MODERNITY LOVE and LIQUID EDUCATION




একবিংশ শতাব্দীতে আপনাকে স্বাগতম, যেখানে যৌনতা বিনামূল্যে এবং ভালোবাসা ব্যয়বহুল, যেখানে ফোন হারানো আপনার কুমারীত্ব হারানোর চেয়ে বেশি বেদনাদায়ক, যেখানে আধুনিকীকরণ মানে নগ্নতা (নগ্নতা), যেখানে আপনি যদি ধূমপান বা মদ্যপান না করেন তবে আপনি ফ্যাশনের বাইরে, যেখানে সঙ্গীর সাথে প্রতারণা না করলে এর কারণ হল আপনি স্মার্ট বা চালাক নন, যেখানে বাথরুমগুলি ফটো স্টুডিওতে পরিণত হয়েছে, যেখানে মন্দিরগুলি ডেটিং পয়েন্টে পরিণত হয়েছে, যেখানে ঈশ্বরের উপাসনা করা কঠিন, যেখানে মিথ্যা বাস্তবে পরিণত হয়েছে যেখানে মহিলারা যৌন রোগের চেয়ে গর্ভাবস্থাকে বেশি ভয় পান, যেখানে পিৎজা সরবরাহ জরুরি প্রতিক্রিয়ার চেয়ে দ্রুত, দৃষ্টিভঙ্গি এবং ফোঁটা একজন ব্যক্তির মূল্য নির্ধারণ করে, যেখানে ছেলেরা/মেয়েরা বিবাহকে ভয় পায় কিন্তু যৌনতাকে ভালোবাসে, যেখানে যে মন খেলে সে সর্বদা সুখ পায় কিন্তু যে তার সাথে খেলে হৃদয় পায় কষ্ট, আধুনিকতা পায় ভালোবাসা এবং তরল শিক্ষা

#নতুন প্রজন্ম #মানবতা

- Your family doesn't know how much difficulties and pressure you go through in your daily life or in your job. - And yo...
06/03/2024

- Your family doesn't know how much difficulties and pressure you go through in your daily life or in your job.

- And your work doesn't know the circumstances of your life and your home.

- Your colleagues, your friends, and loved ones will not understand the size of the new and old responsibilities that are above you.

- And your partner is always expecting unconditional love and support from you, he/she wont understand the amount of pressure you go through no matter how much you talk and explain to him/her.

No one will understand what you're really going through and they most likely don't appreciate efforts.©️

I AM TIRED 😔😔😔😔

শৈশব আমারে প্রায়ই ডেকে বলে, বড় না হতে চেয়েছিলি? এইতো বড় হয়ে গেছিস, এখন কেমন লাগে?  কিন্তু আমি শৈশবরে ডেকে পাই না। প্রতিত...
02/03/2024

শৈশব আমারে প্রায়ই ডেকে বলে, বড় না হতে চেয়েছিলি? এইতো বড় হয়ে গেছিস, এখন কেমন লাগে? কিন্তু আমি শৈশবরে ডেকে পাই না। প্রতিত্তোর দিতে না পেরে মুঠোবন্দি হয়ে আসে জিদ। দেওয়ালে ক্রোধ ঝেরে চৌচির হাত। ফাটা কপালে পুরোনো সেলাইয়ের উপর নতুন ব্যথার দাগ। আমি এতোটা বড় হতে চাই নাই। যতোটা বড় হলে হাউমাউ করে কাঁদা যায় না। ব্যথা পেলেও চিৎকার দেওয়া যায় না। কারণ অকারণে আব্বারে জড়ায়া ধরা যায় না। জ্বর আসলে কপালে মায়ের হাত খুঁজে পাওয়া যায় না। আমি কখনও এতোটা বড় হতে চাই নাই। এই বয়সের ভার আমার অসহ্য লাগে। ইদানীং জ্বর আসলে লোনা-জলে কেঁচোর মতো ছটফট করি। যে জ্বরে কপালে মায়ের হাত খুঁজে পাওয়া যায় না। সেই জ্বরকে আমার নরকের আগুন আগুন লাগে। আমি শৈশব রে কিভাবে বুঝাই, আমি কখনও এতোটা বড় হতে চাই নাই । আমি কখনও এতোটা বড় হতে চাই নাই।

লেখা : জীবাশ্ম / Jibasma

অস্কার পাওয়ার মত কিছু রাউটার সেটআপ
27/10/2023

অস্কার পাওয়ার মত কিছু রাউটার সেটআপ

Dear Men,Remember how beautiful, smooth and sculpted her body was at the beginning of your marriage.She is still the sam...
16/10/2023

Dear Men,

Remember how beautiful, smooth and sculpted her body was at the beginning of your marriage.
She is still the same beautiful woman with the same spirit that you have always loved.
The difference is that she gave your children life.
The price for that was the loss of the body she once had.
Do not complain about your wife because her fat increased and do not think that she likes it!
A mother's affection makes her turn a blind eye to all of that and her only concern is her children and your happiness.
Remember that this tummy was once the warm home who hugged your children for 9 months with all their pain, fatigue and weight, to seal them until childbirth.

A thousand hearts to all the Mothers ❤️

08/10/2023

People who make you laugh when you're not in the mood ♥️>>>

the moon never failed to comfort me especially when I'm alone..🌙♥️
05/10/2023

the moon never failed to comfort me especially when I'm alone..🌙♥️

Address

Dhaka

Telephone

+8801406618544

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shozib Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shozib Sarker:

Share

Category