
02/06/2025
আমার মেয়ের নাম: আয়েশা।
বয়স-২২/২৩ মাস!
আমার মেয়ে - গত ২২ তারিখ বহদ্দারহাটে আর বি কনভেশন হলের বিপরীতে
পিছন থেকে গাড়ি ধাক্কা দেয় আমার মেয়ের
চোখের মার্বেল বের হয়ে যায় ও লেন্সের পিছনে নরম হাড়ও ভেঙ্গে যায়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে আমার মেয়ে চিকিৎসাধীন আছে। ডাক্তার বলেছে ভবিষ্যতে চোখে দেখতে পাবে কিনা নিশ্চিয়তা নাই।এখন পর্যন্ত। ২০হাজার টাকা আয়েশার বাবা খরচ করেছে। আমার স্বামী ১৪০০ হাজার বেতনে চাকরী করেন!
ঢাকা নিয়ে চিকিৎসা করবেন সেই সামর্থ্য আমাদের নেই।আমার মেয়ের চিকিৎসার জন্য সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন।
ওয়ার্ড নাম্বার ২০,বেড নাম্বার ৪৭, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
(বিকাশ personal-নাম্বার 01306313164
#মানুষ_মানুষেরজন্য। Helppost
একজন মা হিসেবে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। দয়া করে আমার এই পোস্টটি শেয়ার করে দিবেন সবাই। যে যতটুকু পারেন সবাই সবার সাধ্যমত সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।