আলোর পথ

আলোর পথ যার কেউ নাই তার জন্য সৃষ্টি কর্তাই যথেষ্ঠ। আলহামদুলিল্লাহ!�

আমার মেয়ের নাম: আয়েশা। বয়স-২২/২৩ মাস!আমার মেয়ে - গত ২২ তারিখ বহদ্দারহাটে আর বি কনভেশন হলের বিপরীতে   পিছন থেকে গাড়ি ধা...
02/06/2025

আমার মেয়ের নাম: আয়েশা।
বয়স-২২/২৩ মাস!
আমার মেয়ে - গত ২২ তারিখ বহদ্দারহাটে আর বি কনভেশন হলের বিপরীতে
পিছন থেকে গাড়ি ধাক্কা দেয় আমার মেয়ের
চোখের মার্বেল বের হয়ে যায় ও লেন্সের পিছনে নরম হাড়ও ভেঙ্গে যায়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে আমার মেয়ে চিকিৎসাধীন আছে। ডাক্তার বলেছে ভবিষ্যতে চোখে দেখতে পাবে কিনা নিশ্চিয়তা নাই।এখন পর্যন্ত। ২০হাজার টাকা আয়েশার বাবা খরচ করেছে। আমার স্বামী ১৪০০ হাজার বেতনে চাকরী করেন!
ঢাকা নিয়ে চিকিৎসা করবেন সেই সামর্থ্য আমাদের নেই।আমার মেয়ের চিকিৎসার জন্য সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন।
ওয়ার্ড নাম্বার ২০,বেড নাম্বার ৪৭, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

(বিকাশ personal-নাম্বার 01306313164

#মানুষ_মানুষেরজন্য। Helppost
একজন মা হিসেবে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। দয়া করে আমার এই পোস্টটি শেয়ার করে দিবেন সবাই। যে যতটুকু পারেন সবাই সবার সাধ্যমত সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।

29/03/2025
ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়...
28/03/2025

ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ও দ্বীনদার ব্যক্তির নজরে আসবেই ইনশাআল্লাহ।

আপনার ফেতরা বা যাকাতের কিছু অশং দিয়ে সাহায্য করুন প্লিজ।
হৃদয় বান ব্যক্তিরা দয়া করে এগিয়ে আসুন, ছেলের অবস্থা খুব খুব খারাপের দিকে ভাই একটু দয়া করুন প্লিজ ছেলেটির চিকিৎসা সম্পন্ন করতে ভাই একটু দয়া করুন প্লিজ ভাই একজন অসহায় বাবা হয়ে আপনাদের সবার দুটি পায়ে ধরে বলছি ছেলেটির জীবন বাঁচাতে একটু ভিক্ষা চাইছি ভাই দয়া করুন প্লিজ সবাই মিলে ভাই ছেলেটির জীবন বাঁচাতে ভাই যে যতো টুকু পারেন একটু ভিক্ষা দেন ভাই ১০০/২০০/৫০০/১০০০,৫০০০,১০০০০। করে মাসুম অসুস্থ ছেলের জীবন বাঁচাতে চিকিৎসার জন্য ভাই একটু দয়া করুন ভাই প্লিজ🙏🙏😭😭

বিকাশ নাম্বার পার্সোনাল,01306313164
অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করে হলেও সাহায্য করুন প্লিজ।

ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়...
02/02/2025

ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে।

রনি মিয়া একজন দিনমজুর মেয়ের গলায় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন,বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন ।শিশুটির চিকিৎসার জন্য প্রায় ৬/৭ লক্ষ টাকা প্রয়োজন। লোকটার একার দ্বারা এতো টাকা জোগার করা সম্ভব না। যদি আমরা সবাই নিজ নিজ যায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে হয়তো বাচ্চা মেয়েটির গলা টাকে বাচানো সম্ভব হবে ইনশাআল্লাহ।

নিজের মনে করে ৫০,১০০,৫০০,১০০০,৫০০০ যাই পারি না কেনো সহযোগিতার হাত প্রসারিত করি। মহান আল্লাহ অবশ্যই বোনটিকে ভালো করে দিবেন। সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ সাহায্য পাঠানোর জন্য

বিকাশ নম্বার (পার্সোনাল) 01306313164

শিশুটির নাম-জান্নাত আক্তার
বাবা- রনি মিয়া
মাতা - হেনা বেগম
জেলা- কিশোরগঞ্জ

শিশুটির জন্য সাহায্য করুন।👏

22/12/2024
11/10/2024

ধর্ম উপদেষ্টা হয়েছেন বলে,হিন্দু ধর্ম কে highlight করতে গিয়ে মুসলিমদেরকে ধর্মান্ধ বলা কোন ভাবেই কাম্য নয়।

22/09/2024
21/02/2024
20/02/2024

মুসলিম তৌহিদী জনতা।

Address

Jatrabari Dhaka
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category