Interseen

Interseen Let's Explain

Stanley Kubrick (1928-1999) was a legendary American filmmaker known for his distinctive visual style, meticulous attent...
07/03/2024

Stanley Kubrick (1928-1999) was a legendary American filmmaker known for his distinctive visual style, meticulous attention to detail, and thematic explorations of human nature, technology, and the human condition. He was born in New York City and began his career as a photographer for Look magazine before transitioning to filmmaking in the early 1950s.

Kubrick's career spanned several decades, during which he directed a relatively small number of films, but each one left a profound impact on cinema. Some of his most notable works include:

"Paths of Glory" (1957): A World War I drama that explores the moral dilemma faced by soldiers and officers in the French army.

"Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb" (1964): A satirical black comedy about nuclear war and political madness during the Cold War era.

"2001: A Space Odyssey" (1968): A groundbreaking science fiction epic co-written with Arthur C. Clarke, exploring themes of human evolution, artificial intelligence, and the search for extraterrestrial life.

"A Clockwork Orange" (1971): A dystopian crime film that delves into the nature of free will, morality, and the ethics of behavior modification.

"The Shining" (1980): An adaptation of Stephen King's novel, known for its iconic imagery, psychological horror, and exploration of themes such as isolation and madness.

"Full Metal Jacket" (1987): A Vietnam War film that examines the dehumanizing effects of military training and the brutality of war.

Kubrick was known for his perfectionism and control over every aspect of his films, from writing and directing to editing and cinematography. He often pushed the boundaries of filmmaking techniques and employed innovative visual effects to achieve his artistic vision.

Despite his critical acclaim, Kubrick was famously reclusive and rarely gave interviews, preferring to let his work speak for itself. His films continue to be studied and revered for their complexity, depth, and enduring influence on cinema.

28/02/2024

যেভাবে নির্মাণ তাজমহলের

১৯৩০ সালে প্যালেস্টাইন এর রাফা  রেলস্টেশন থেকে তোলা হয়েছিল এই ছবিটি। তখন রাফা থেকে ট্রেনে সরাসরি জেরুজালেমে যাওয়া যেত,যা...
22/02/2024

১৯৩০ সালে প্যালেস্টাইন এর রাফা রেলস্টেশন থেকে তোলা হয়েছিল এই ছবিটি। তখন রাফা থেকে ট্রেনে সরাসরি জেরুজালেমে যাওয়া যেত,যা ছিল ফিলিস্তিনিদের ঐতিহ্য।

The Diary of Anna Frankএই মেয়েটি বাড়ীর পিছন দিকের লুকোনো চিলেকোঠায় লুকিয়ে ছিলো। বেশী না। ৭৬১ দিন। মানে ২৫ মাস, অর্থাৎ দু...
17/12/2023

The Diary of Anna Frank

এই মেয়েটি বাড়ীর পিছন দিকের লুকোনো চিলেকোঠায় লুকিয়ে ছিলো। বেশী না। ৭৬১ দিন। মানে ২৫ মাস, অর্থাৎ দুই বছরের একটু বেশী।

যেখানে লুকিয়ে ছিলো সে জায়গাটার আয়তন ৪৫০ বর্গফুট। আর ওইটুকু জায়গায় মেয়েটিসহ মোট ছিলো আটজন।

দুই বছর ওই জায়গাতেই থাকা, ঘুম থেকে ওঠা, বাথরুম সারা, সামান্য কিছু খাওয়া, ওইখানেই সন্ধ্যে, রাত দেখা। বাইরে সারা শহরে নাৎসি বাহিনী, গেস্টাপো ঘুরে বেড়াচ্ছে, উপরে আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে। ধরা পড়লেই শেষ।

আর আমাদের মতো হাতে সেলফোন? সেলফোনে সারা বিশ্ব দেখা? ইন্টারনেট? ল্যাপটপ? স্কাইপি, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারে ভিডিও চ্যাট?
১৯৪২ সালে স্বপ্নেও কেউ ভাবেনি ওসবের কথা। তাহলে? সময় কাটানো কীভাবে? মেয়েটি ডায়েরি লিখতো প্রতিদিন।

মাত্র ১৫ বছরের মেয়েটি প্রতিদিন লিখে গেছে ডায়েরি।
লিখেছে তার কথা, তার বাবা মায়ের কথা। লিখেছে তার শরীর কীভাবে বদলে যাচ্ছে সেসব বর্ণনাও। সে অকপটে লিখে গেছে সব কথা।

সে লিখেছে–

'Because paper has more Patience than People'.

কী সাংঘাতিক কথা ১৫ বছরের মেয়ের। মানুষের ধৈর্য নেই, কিন্তু কাগজের আছে। মানুষ আরেক মানুষের আদর্শ, ধর্মবিশ্বাস এসবের সম্মান দেয়না, কিন্তু কাগজ দেয়। মেয়েটি তাই কাগজকেই বলে সব কথা।

কিন্তু শেষ রক্ষা হয়নি। কোনোও এক বিশ্বাসঘাতক তাদের ধরিয়ে দেয়। পরিবারের আটজনের অনেককেই মেরে ফেলা হয়। এই মেয়েটি আর তার বড় বোন টাইফাস জ্বরে মারা যায় নির্যাতন ক্যাম্পেই। শুধুমাত্র মেয়েটির বাবা বেঁচে ফিরতে পেরেছিলেন।

মেয়েটি এত কিছুর পরেও আনন্দ, সৌন্দর্য, মানুষের মহত্ত্ব এসবের উপর বিশ্বাস হারায়নি। মেয়েটি যেসব কথা লিখেছিলো তার থেকে কয়েকটি প্রিয় উদ্ধৃতি দিচ্ছি। আমি নিশ্চিত যে, আপনাদের এই যে খুব খারাপ লাগছে এ সময়ে, এখন কথাগুলো পড়লে বদলে যাবে আপনার ভাবনা।

'How Wonderful it is that nobody need wait a single moment before starting to improve the World'.

'ভাবলে ব্যাপারটা কতো চমৎকার যে, আসলে পৃথিবী বদলে দেবার জন্য কারও এক মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই'।

'Think of all the Beauty still left around you and be Happy'.

'চারিদিকের যেসব সৌন্দর্য এখনও বাকী আছে তা দেখো আর আনন্দিত হও'।

'I can shake off everything as I write; My Sorrows disappear, my Courage is reborn'.

'আমি লিখতে শুরু করলেই সব ঝেড়ে ফেলতে পারি। আমার দুঃখ দূর হয়ে যায়, আমার সাহস ফিরে আসে'।

“I've found that there is always some beauty left. In nature, Sunshine, freedom, in yourself; these can all help you'.

'আমি দেখেছি সৌন্দর্য কোথাও না কোথাও শেষমেশ থাকেই। প্রকৃতিতে, সূর্যালোকে, স্বাধীনতায়, নিজের ভেতরে। আর এই সৌন্দর্যগুলো তোমাকে সাহায্য করবেই'।

'I don't think of all the misery, but of the beauty that still remains'.

'আমি দুঃখ কষ্টের কথা ভাবিনা, ভাবি যা সৌন্দর্য এখনও বাকী রয়ে গেছে তার কথা'।

'Whoever is happy will make others happy'.

'যে নিজে সুখী, সে অন্যকেও সুখী করতে পারে'।

'In the long run, the Sharpest weapon of all is a kind and gentle spirit'.

'শেষমেশ সবচেয়ে উপযুক্ত অস্ত্র হলো- দরদী এবং মরমী একটি মন'।

'Where there's hope, there's life. It fills us with fresh courage and makes us strong again'.

'যেখানে আশা আছে, সেখানেই জীবন আছে। এই আশা আমাদের নতুন সাহস জোগায় এবং শক্ত হতে সাহায্য করে'।

'Inspite of everything, I still believe that people are really good at heart'.

'সবকিছুর পরেও আমি বিশ্বাস করি যে, মানুষ তার ভেতরে সত্যিই ভালো'।

মেয়েটির লেখায় বারবার 'যতোটুকু সৌন্দর্য বাকী আছে' এ কথা কেনো বলেছে তা বোঝা যাবে দ্বিতীয় ছবিতে। চিলেকোঠার জানালাটা গাঢ় রঙের পর্দা দিয়ে ঢাকাই থাকত, কিন্তু বাইরে বোমাবিধ্বস্ত শহরের চেহারা তখন এমনই।

মেয়েটির নাম এ্যানা ফ্র্যাঙ্ক।

— সংগৃহীত

07/11/2023

যেভাবে রাজ্য পরিচালনা করতেন হযরত উমর (রা.) | Hafta

 #জীবন_বহু_রকম ০৩বিড়িতে সুখটান দিয়ে কাঁধে ভারি ব্যাগ নিয়ে নিউ ইয়র্কের নির্মাণাধীন একটি বহুতল ভবনের স্টিল বীম দিয়ে অনায়াস...
20/08/2023

#জীবন_বহু_রকম ০৩
বিড়িতে সুখটান দিয়ে কাঁধে ভারি ব্যাগ নিয়ে নিউ ইয়র্কের নির্মাণাধীন একটি বহুতল ভবনের স্টিল বীম দিয়ে অনায়াসে হেঁটে যাচ্ছে এক নির্মাণশ্রমিক। ছবিটি ১৯৩০ সালে তুলেছেন আর্থার জেরাল্খ।

পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার পর ঢাকার রাস্তায় জনসাধারণের উল্লাস।
19/08/2023

পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার পর ঢাকার রাস্তায় জনসাধারণের উল্লাস।

19/08/2023

#জীবন_বহু_রকম ০১

জীবন বাঁচাতে পথেই আমড়ার থালা নিয়ে বসেছে বিক্রি করতে। বয়স সবে সাতে কি আটে পড়েছে।

Maa-Jaan Tea Estate | Narayanhat, Fatikchhari, Chattogram
05/05/2023

Maa-Jaan Tea Estate | Narayanhat, Fatikchhari, Chattogram

মেঘলা আবহাওয়ায় 'মা-জান চা বাগান' | নারায়ণহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম।
04/05/2023

মেঘলা আবহাওয়ায় 'মা-জান চা বাগান' | নারায়ণহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম।

24/03/2023

Promo | বাঙালিয়ানা চা ‌| Bangal's Tea

YouTube - https://youtube.com/

এক কাপ চা ছাড়া বাঙালির সকাল হয়না...
19/03/2023

এক কাপ চা ছাড়া বাঙালির সকাল হয়না...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Interseen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category