Rajdhani Vlogs

Rajdhani Vlogs Everything Alhamdulillah ���

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বা...
22/10/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!
আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডা'কাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!!!

20/10/2025

পবিত্র কুরআনের ৪টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী।ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক ।

"লা-তাহজান"
অতীত নিয়ে কখনো হতাশ হবেন না ।

"লা-তাখাফ"
ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না ।
তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে ।

"লা-তাগদাব"
জীবন চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে । রাগ করবেন না ।

"লা-তাসখাত"
আল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না ।

12/10/2025

👉২০০ বছর পর… আমার ঘরে, আমার জায়গায়, আমার আসবাবে থাকবে অন্য কেউ।
আমি থাকবো না, তারা আমায় চিনবেও না।
হয়তো কবরটাও থাকবে না — নাম, নিশান, স্মৃতি সব হারিয়ে যাবে সময়ের স্রোতে।

অথচ আজ আমরা কত fight করি for land, wealth, power —
যত লোভ, যত প্রতিযোগিতা, সবই একদিন মাটির নিচে শেষ হয়ে যাবে।

আজ যেই সম্পদ, যেই পদমর্যাদা নিয়ে আমরা অহংকার করি,
সেগুলো কেউ উত্তরাধিকার সূত্রে পাবে,
কিন্তু আমাদের নাম তারা মনে রাখবে না।

সত্যি বলতে, life is short but accountability is eternal.
তাই সময় থাকতে একটু থামুন,
ভালো হোন, সৎ থাকুন, অন্যের জন্য সহজ হোন।

কারণ শেষে, টাকা বা জায়গা না—
শুধু নেক আমল (good deeds)-ই আমাদের প্রকৃত সম্পদ। 🤲

Rajdhani Vlogs

07/10/2025

গ্রামীণ সিম দিয়ে ফোনে কথা বলার চেয়ে, অটো ভাড়া দিয়ে বাড়ি গিয়ে কথা বলা বেশি সাশ্রয়ী: দাবি গ্রাহকদের।😄

30/09/2025

Everything is possible just believe in Allah

29/09/2025

জানিনা কে এত দোয়া করতেছে, কারো হতেও দিচ্ছেনা, আবার নিজেও আসতেছে না..!!❤️‍🩹💔

21/09/2025

দুটো জিনিস আমি মেনে চলি যেটা আমার সেটা অন্য কারোর হতে দেই না আর যেটা অন্য কারো' সেটা আমি সে দিকে চাইনা..!

19/09/2025

সময়ের কাছে হার মানলাম
সময় খারাপ হলে, সবদিক দিয়ে আঘাত আসে
আপাতত সময়ের কাছে আত্মসমর্পণ করলাম!!

13/09/2025

সময় না কাটলে কাটা চামুচ দিয়ে চা খান, তবুও কারোর পিছনে কূটনামি কইরেন না 🥣🍴

শেখ নয়ন আখিরাত  টেলিকম এই প্রতারকের কাছ থেকে কেউ অফার নিবেন না। এই প্রতারক আপনার সাথে সুন্দর ভাবে কথা বলে টাকা নেওয়ার পর...
12/09/2025

শেখ নয়ন আখিরাত টেলিকম এই প্রতারকের কাছ থেকে কেউ অফার নিবেন না। এই প্রতারক আপনার সাথে সুন্দর ভাবে কথা বলে টাকা নেওয়ার পর আপনাকে বক্ল করে দিবে। এই প্রতারকে পেইজে গেলে দেখতে পারবেন সুন্দর সুন্দর কমেন্ট করা আর সেগুলা সব কেনা কমেন্ট। পেইজ লিংক : https://www.facebook.com/share/16Nh4CFZi7/

09/09/2025

নানা কখনো হয় না দাদা, আর নানী কখনো হয় না দাদি, নানা-নানির ভালোবাসা আসে মন থেকে আর দাদা-দাদীর ভালোবাসা আসে বাবার অবস্থান দেখে! কথাগুলে শুনতে যদিও খারাপ লাগে, তারপরও বর্তমান সমাজে এটাই বাস্তব চিত্র..!

Address

Uttara, Sector 10, Dhaka/1230
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rajdhani Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category