Ranu Islam Rubel

Ranu Islam Rubel Dreamer can change in your life becsuse a true Dreamer know how to fulfil his dream.

আর কতো লাশের পোড়া গন্ধ শুখবে, এই নির্লজ্জ রাজনৈতিক নেতারা!আর কতো লাশের গন্ধে ঘুম ভাঙবে, এই নির্লজ্জ জাতির!আমার যদি ভুলে ...
06/01/2024

আর কতো লাশের পোড়া গন্ধ শুখবে, এই নির্লজ্জ রাজনৈতিক নেতারা!
আর কতো লাশের গন্ধে ঘুম ভাঙবে, এই নির্লজ্জ জাতির!
আমার যদি ভুলে হয়ে থাকে এই দেশে জন্মগ্রহণ করা, তাহলে, আমাকেও পুড়িয়ে দাও!
আমিও জ্বলে আঙ্গার হয়ে যাই, তোমাদের হিংসা আর স্বার্থপর রাজনীতির আগুনে।

আমি জানি না, এই আগুনের গন্ধে, কার শান্তির ঘুম আসছে। আমি তো জানি না, আমার শরীরের পোড়া গন্ধ কার আনন্দের উৎসব।
তোমরা যারাই এই আগুনের গন্ধে নিজের এবং নিজের সন্তানের ভবিষ্যৎ রচনা করতেছো, মনে রেখো, এই জাতি একদিন তোমাদের নির্মূল করবে।

এই আগুনে পোড়া বাবার আর্তনাদ, কখনো বৃথা যাবে না।

কি এক আজব কালচার মনে ধারন করে বড় হচ্ছি আমরা!এক রাতের উদযাপন করতে হাজার হাজার টাকা খরচ করি। অথছ, এই শীতে অসংখ্য রাত যায় ত...
01/01/2024

কি এক আজব কালচার মনে ধারন করে বড় হচ্ছি আমরা!
এক রাতের উদযাপন করতে হাজার হাজার টাকা খরচ করি। অথছ, এই শীতে অসংখ্য রাত যায় তারা ঠিক মতো ঘুমাতে পারেনা। এমন মানুষের সংখ্যাটা এই ইট পাথরের শহরে অভাব নেই।
আজ ২০২৪ সালের প্রথম দিন।এটা নিয়ে এতো মাতামাতি করার কি আছে!
এরকম হাজারো সাল অতীতেও গেছে এবং ভবিষ্যতেও যাবে। কিন্তু যে মানুষগুলো অন্যায় আর অনাচারের মধ্যে পরে আছে তারা কি কখনো নিজেদের শুধরে নিতে পারবে বা পারছে কখনো!

আর তাই, আমার মনে হয় শুধু ক্যারেন্ডারের পাতাগুলোয় পরিবর্তন হবে। আমাদের কোন পরিবর্তন হবে না। আর হওয়ার সুযোগও নেই!

আমরা এমন একটা দেশে বসবাস করি, যেখানে সকাল বেলা একজন চোর, মিথ্যুক, বাটপার এবং নৈতিকতা বিরোধী কারো না করো কাছ থেকে সত্যি বলার মোটিভেশনাল কথা শুনে কাজ শুরু করে থাকি।
যেখানে একজন ধর্ষক বলে বেড়ায় যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
যেখানে একজন দুর্নীতিবাজ বলে, অফিসে কেউ দুর্নীতি করলে তাকে শাস্তি পেতে হবে।
যখন আমাকে শুনতে হয় এগুলো কথা, এই ধরনের মানুষদের কাছ থেকে। তাহলে একবার ভাবেন, আমরা কোন স্বর্গে বসবাস করতেছি?

যে দেশে একটা দিনে দুপুরে চুরিকে বৈধতা দেওয়ার জন্য সবাই উঠেপরে লাগে, আর সেইদেশ থেকে আপনি আর কি পেতে চান?
আমার আফসোস একটাই!
দেশের বয়স হলো প্রায় বৃদ্ধ বয়সের মতো তবু তার সিস্টেমের কোন পরিবর্ত হলো না! আর সেখান থেকে আমার পাওয়া আর কি হতে পারে?

যাক, ক্যালেন্ডারের পাতাগুলো পরিবর্তন করতে হবে, এটাই এখন বড় কাজ।

When we liberated ourselves from foreign colonisers, we were promised that this was first time in a thousand years that ...
31/12/2023

When we liberated ourselves from foreign colonisers, we were promised that this was first time in a thousand years that this country would be ruled by the people, that we will not be treated merely as a source of profit, that we will have freedom and equal opportunities. But the tragedy is that when we allowed our politicians to take responsibility, instead of reforming the colonial structures of subjugation and exploitation, they started using them.

These words are not mine, these are the words of the Daily Star News Paper's. However, we do not currently have the ability to understand how accurate the words are. We fought against that subjugation and said we are free from today. But are we really free???

সত্য বলার সুযোগ দেওয়ার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, সত্যিটা শোনার মেন্টালি থাকাটা।সংখ্যায় বেশি হলেই যে, সত্য বলে অভিহিত করত...
27/12/2023

সত্য বলার সুযোগ দেওয়ার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, সত্যিটা শোনার মেন্টালি থাকাটা।
সংখ্যায় বেশি হলেই যে, সত্য বলে অভিহিত করতে হবে এমনটা কোন কথা না।
কারণ, দেখতে হবে সময়টা এখন কি চলতেছে?
আর এই সময় সত্য বলার মানুষগুলোর কি অবস্থা, সেটাও তো দেখতে হবে রে পাগলা!
যখন চারপাশের কিছু মানুষ ঢাক-ঢোল পিটিয়ে এই প্রমাণ করা চেষ্টা করে যে, তাদের মুখে থেকে নিসৃত বাক্য গুলোই সঠিক এবং সত্য। তাহলে বুঝে নিও, তার কথার মাঝে সত্যের ছিটেফোঁটাও নেই।
সময়টা বড়োই অদ্ভুত!
এখানে সত্য বলা মানুষগুলো নিজেকে আড়াল করে অথবা তাদেরকে আড়াল করে রাখা হয়েছে।
তারমানে কিন্তু এইটা নয় যে, তারা সমাজ বা দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে।
হয়ত, আজকে তারা আড়ালে আছে, তারমানে এই নয় তারা আর সামনে আসবে না।

তারা সামনে আসবে, আর তারাই নতুন ইতিহাস রচনা করবে। যে ইতিহাসের মুল পটভুমি থাকবে 'তুমি'।
কারণ, কঠিন সময়ে এই মানুষ গুলো সঠিক ইতিহাস রচনাতেই নিজেকে ব্যস্ত রাখে।

I am also wsiting for that time.

18/12/2023

আজকে একটা গল্প মনে পরে গেলো, তাই শেয়ার করলাম।

একদিন এক থানায় এক প্রস্টেটিউট(পতিতা) এসে থানায় অভিযোগ করল। স্যার, আমাকে রেইপ করছে। তো, এই কথা শুনে কর্মরত অফিসার নরে চরে বসল। এবার ওই নারিকে প্রশ্ন করলো, কেমনে আর কিভাবে হলো?
এবার অফিসারের মাথায় হাত পরল ভিকটিমের মুখের বিবরন শুনে।
ভিকটিম বলতেছে, অভিযুক্ত আসামী আমার সাথে চুক্তি করে নির্ধারিত জায়গায় যায় এবং কাজ সমপন্ন করে। বিপত্তি ঘটে চুক্তির শর্ত অনুযায়ী পাওনা দিতে। সে এখন অর্থাৎ আসামি, আমার পাওনা অর্থ দিতে অপারগতা প্রকাশ করতেছে।
আমি যেহেতু আমার প্রাপ্য পাওনা পাচ্ছিনা তাই তার নামে আমি ধর্ষণ মামলা দায়ের করবো।
এখন, একবার ভাবুন তো এটা কি ধর্ষণ মামলা হবে নাকি, চুক্তি ভঙ্গের মামলা হবে!
যদিওবা এখানে দুটোয় ঘটেছে।

একবার ভাবুন, ওই থানায় কর্মরত অফিসার এখন কি করবে???

বর্তমান সময়ে আমরাও ঠিক এমনি একটা অবস্থার মধ্যে অবস্থান করতেছি। বিষয়টা হলো, যা জানতেছি আর যা ঘটতেছে তার মধ্যে বিস্তার ব্যবধান।

বিঃদ্রঃ কেউ কোনভাবে রাজনৈতিক ঘটনার সাথে জড়াবেন না।
(তাই ছাগলের তিন নাম্বার বাচ্চাদের দূরে থাকার পরামর্শ দিচ্ছি।)

আজ ১৪ ডিসেম্বর। বাঙালি জাতি মুক্তি যুদ্ধে যা কিছু হাড়িয়েছে তার থেকেও বেশি হাড়িয়েছে এই দিনটাতে। দেশ স্বাধীন হয়েছে ঠিকই কি...
14/12/2023

আজ ১৪ ডিসেম্বর।
বাঙালি জাতি মুক্তি যুদ্ধে যা কিছু হাড়িয়েছে তার থেকেও বেশি হাড়িয়েছে এই দিনটাতে।
দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশের মেরুদন্ডটা ভেঙেছে এই ১৪ ডিসেম্বর ১৯৭১ এ।
আমার মনে এই দিনটাকে নিয়ে কিছু প্রশ্ন জাগে।
পাকিস্তানি সেনাবাহিনী ২৫ মে মার্চ রাতে এই ঘটনাটা না ঘটিয়ে কেনই বা ১৪ ডিসেম্বরকে বেচে নিলো?
এর উত্তর আজ পর্যন্ত আমি পাইনি আর হয়তোবা কোনদিন পাবোনা।
এই দিনটাতে শুধু কিছু মানুষ হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে এ দেশের স্বপ্ন, এ দেশের ভবিষ্যৎ।
তাদের যদি ওইদিন হত্যা করা না হতো তাহলে হয়ত আজকের চিত্রটা অন্য কিছু হতে পারত।
যাক, যা হয়নি তা নিয়ে আর ভাবিনা।

হে জাতির বীর সন্তানেরা আমি আপনাদের হাড়িয়ে ভালো নেই। শুধু আমি না, আমার মতো হাজারো মানুষ তোমাদের প্রাণ ভোরে স্মরণ করে।
জানিনা, এই অপূরনীয় ক্ষতি কবে নাগাদ এ দেশ পুষিয়ে নিতে পারবে।
"রবে এই দেশ যতোদিন, তোমাদের অভাব মনে রবে ততোদিন"।

আসেন সকলে আমরা দেশি পেয়াজ আর নতুন আলু ক্রয় করি। আর পুরাতন আলু আর আমদানি করা পেয়াজ কেনা বন্ধ করি। তাহলে দেখবেন ওদেন আমদান...
13/12/2023

আসেন সকলে আমরা দেশি পেয়াজ আর নতুন আলু ক্রয় করি। আর পুরাতন আলু আর আমদানি করা পেয়াজ কেনা বন্ধ করি। তাহলে দেখবেন ওদেন আমদানি করা পেয়াজ আর কোল্ড স্টোরেজ এ থাকা আলু কোথায় যায়। আর দেশি পেয়াজ বা মুড়ি কাটা পেয়াজ কিনলে লাভবান হবে আমার দেশের কৃষক।

বর্তমান সিন্ডিকেটের বিরুদ্ধে এটাই এখন আপনার আমার অস্ত্র হবে।

05/12/2023

আজকাল সফলতা পাওয়ার রাস্তা হয়ে গেছে দুইটা। একটা ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, আর একটা ব্যক্তিত্ব ধরে রেখে।
তবে ব্যক্তিত্ব ধরে রেখে সফলতা পাওয়াটা একটু কষ্টকর। আর ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে সফলতা সহজে এবং দ্রুত সময়ে আসে। আর এটা সম্ভব হয়েছে আমাদের নিজেরদের কারনে। যখন আমরা আমাদের রুচির পরিবর্তন করে রুচির দুর্ভিক্ষে নিজেকে দাড় করিয়ে রেখেছি তখনি এইটা সম্ভব হয়েছে।

এটা মানতে কোন সমস্যা নেই যে, আমরা বর্তমানে রুচির দুর্ভিক্ষের সময়ে আছি। আমিও চাই সফল হতে, তবে সেটা নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে নয়, ব্যক্তিত্ব ধরে রেখেই কাঙ্খিত লক্ষে পৌছাতে চাই। আর যদি সফল না হতে পারি তাও কোন আফসোস থাকবেনা যদি নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারি।

Say it again, I want to be successful, but not at the expense of my personality.

02/12/2023

দেশের কোন বিষয় নিয়েই কথা বলতে চাইনা। কারণ, আমার বলা না বলা কোন তফাৎ তৈরি করতে পারবে না।
তারপর নিজেকে আর চুপ রাখতে পারলাম না।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় নিয়ে যদি কিছু না বলি তাজলে হয়ত অনেকের মতো আমিও নির্বোধের তালিকায় পরে যাবো।
এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন?
আপনি বা আপনাদের (সরকারি আমলা) ছেলে মেয়েরা হয়ত রান্না-বান্না কিংবা সাইকেল চালাইতে পারে না। তাই বলে কি, আমাদের বাচ্চারাও জানে না!
যদি এই ধরণের কোন ধারণা মনে পোষণ করে থাকেন তাহলে প্রথমে বলবো আপনি ভুল ভাবছেন।

এখন আর একটা বিষয় তা হলো, আপনারা কি শিক্ষকদের কে কি কোন ভাবে হিরো আলমের মতো সমাজে হাস্যকরভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছেন!
তবে, আমার কেনো জানি তাই মনে হয়।
ছেলেমেয়েদের কি নিয়ে তো ছিনিমিনি খেলছেন এবং আগামীতেও খেলবেন তাতে কোন সন্দেহ নেই। তবে শিক্ষকদের কে নিয়ে যে খেলা শুরু করছেন সেটা বন্ধ করেন।
এমনিতেও এ দেশের শিক্ষা ব্যবস্থা আর আফ্রিকার ওই দেশগুলো যারা এখনো অন্ধকারে আছে তাদের মধ্যে খুব একটা তফাৎ নেই।
তারপরও বলবো, এগুলো ছাগলামি বন্ধ করেন শিক্ষকদের নিয়ে।

দেশ স্বাধীন হইছে ১৯৭১ সালে, ২০২৩ সালে নয়।
এতো বছরেও একটা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়নি। এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না।

পরিশেষে এখটাই কথা বলবো, শিক্ষা নিয়ে ছাগলামি বন্ধ করেন।

28/10/2023

আমি যা বুঝলাম আপনারাও কি তাই বুঝলেন?
তার মুখের আকৃতিই অনেক কিছুই বলে দেয়।

08/10/2023

ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে গেলো।
কিন্তু ভাবার বিষয়, আমার দেশের কোন কোন দ্রব্যের দাম রাড়বে???
জানতে চাই!
প্রস্তুতির একটা বিষয় আছে তো!
কিছু মন্ত্রী এবং আমলারা বলবে ইসরায়েল- ফিলিস্তিনের যুদ্ধের খরচ তো আমরা বহন করতেছি।

Address

Dhaka

Telephone

+8801773088429

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranu Islam Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ranu Islam Rubel:

Share