06/01/2024
আর কতো লাশের পোড়া গন্ধ শুখবে, এই নির্লজ্জ রাজনৈতিক নেতারা!
আর কতো লাশের গন্ধে ঘুম ভাঙবে, এই নির্লজ্জ জাতির!
আমার যদি ভুলে হয়ে থাকে এই দেশে জন্মগ্রহণ করা, তাহলে, আমাকেও পুড়িয়ে দাও!
আমিও জ্বলে আঙ্গার হয়ে যাই, তোমাদের হিংসা আর স্বার্থপর রাজনীতির আগুনে।
আমি জানি না, এই আগুনের গন্ধে, কার শান্তির ঘুম আসছে। আমি তো জানি না, আমার শরীরের পোড়া গন্ধ কার আনন্দের উৎসব।
তোমরা যারাই এই আগুনের গন্ধে নিজের এবং নিজের সন্তানের ভবিষ্যৎ রচনা করতেছো, মনে রেখো, এই জাতি একদিন তোমাদের নির্মূল করবে।
এই আগুনে পোড়া বাবার আর্তনাদ, কখনো বৃথা যাবে না।