Voice of NSTU

Voice of NSTU যা কিছু নোবিপ্রবির ভালো তার পক্ষে সাহসী ও সোচ্চার কন্ঠ।

প্রিয় ভিসি স‍্যার,১ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন । বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় - এ প্রবাদটিকে বেদবাক‍্য মেনে গত এক বছরে...
04/09/2025

প্রিয় ভিসি স‍্যার,

১ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন ।

বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় - এ প্রবাদটিকে বেদবাক‍্য মেনে গত এক বছরে আপনার শাসনামলে আমাদের প্রত‍্যাশা ও প্রাপ্তির একটি মূল‍্যায়ন দেবার চেষ্টা করবো। তবে তার আগে কয়েকটি প্রশ্ন করতে চাই যেগুলো বিভিন্ন বিষয়ে আপনার দক্ষতা ও দূরদর্শিতাকে কাঠগড়ায় দাঁড়া করাবে। কারণ কিছু বিষয় আমরা জানি যে আপনি চাইলেই নিজে নিজে পরিবর্তন করতে পারবেন না রাতারাতি। আপনাকে অনেকের উপর নির্ভর করতে হয়। আবার এটাও কিন্তু সত‍্যি যে কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তনের জন‍্য তেমন আর্থিক সক্ষমতার দরকার নেই, আবার এসবের বাস্তবায়নে তেমন প্রশাসনিক জটিলতাও থাকার কথা না। আপনি চাইলে নিজেই এসবের সমাধান করতে পারতেন এ এক বছরে। শুনুন তাহলে।

১। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আপডেট হয়না কেন?
বিভিন্ন বিভাগ ও শিক্ষকদের পূর্ণ প্রোফাইল নেই। তাদের একাডেমিক ও গবেষণার তথ‍্য নেই। মজার ব‍্যাপার হলো আপনার, প্রো-ভিসি স‍্যার, ট্রেজারার স‍্যার সহ অনেকের প্রোফাইলে Message from the vice- chancellor এ ক্লিক করলে আসে “To be provided soon”

কেন এসব আপডেট হলো না গত ১ বছরেও?

২। দেশে এতো এতো যোগ‍্য ও অভিজ্ঞ লোকজন থাকতেও কেন রেজিস্ট্রারের পদটি এখনও ভারপ্রাপ্ত?

৩। ক‍্যাম্পাসে ৫০০ এর অধিক কর্মচারী থাকা সত্ত্বেও কেন ক‍্যাম্পাসটি নোংরা? সব জায়গায় বন-জঙ্গল, ঝোপ-ঝাড়ে ভর্তি। দুদিন পরপর হলে সাপ উঠে। রাস্তাঘাটে একটু বৃষ্টি হলে ময়লা পানি জমে যায়।

সবচেয়ে দুঃখজনক হচ্ছে আবাসিক হল, একাডেমিক ভবন থেকে শুরু করে প্রতিটা ভবনে, রুমে পোস্টারে ভর্তি। এতো কর্মচারী দিয়ে কি লাভ যদি এসব পরিষ্কার করা না হয়?

এ লোকগুলো কাজ করেনা না কেন?

৩। আপনি বর্ষপূর্তি প্রোগ্রামে বলেছেন রাজনীতি কেউ বাইরে করলে সমস‍্যা নাই। most welcome.

কিন্তু আমরা তো দেখছি রাজনৈতিক দলের ব‍্যানারে ক‍্যাম্পাসের ভেতরে ব‍্যানার টাঙ্গিয়ে প্রোগ্রাম করছে। আপনারা পদক্ষেপ নেন না কেন?

৪। বর্ষপূর্তি প্রোগ্রামে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই ক‍্যাফেটেরিয়ার দাবী জানিয়ে কথা বলছে। আপনি তারপরও ঘুরেফিরে ওই টিনের ভাঙ্গাচোরা ক‍্যাফেটেরিয়াটিকেই আবার রিপেয়ার করে সবার জন‍্য ঘুপচির মতো ছোট ছোট খোপ করে দিবেন আড্ডা দেয়ার জন‍্য।

কেন স‍্যার? কেন একটা সুন্দর করে বড় ও আধুনিক মানসম্পন্ন ক‍্যাফেটেরিয়া করতে কেন এত অনীহা? কত টাকা লাগে এর জন‍্য?

৫। বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে হবে বলেছেন। তাদের দায়বদ্ধতা আছে বলছেন। পুরোপুরি একমত এ কথার সাথে। কিন্তু আমাদের অনেক সিনিয়ররা আপনার এ কথা শুনে বলছে যে এলামনাইদের বিশ্ববিদ্যালয় কি কোনদিন কোন প্রোগ্রামে ডেকেছে? কিংবা তাদের কোন অর্জনকে সম্মান জানিয়েছে বা স্বীকৃতি জানিয়েছে? তাদের নিয়ে কোন মতবিনিময় সভা হয়েছে?
শুধু কোন কিছু দরকার হলে তাদের ডাকবেন আর বাকী সময় কোন খবর নেবেন না?

আপনার ছাত্রবান্ধব মানসিকতা ও ক‍্যাম্পাসের উন্নয়নে সদিচ্ছার প্রতি পূর্ণ সম্মান জানিয়ে আপনার অর্জন ও ব‍্যর্থতার মূল‍্যায়ন করছি বিভিন্ন ক‍্যাটাগরিতে। ১ থেকে ১০ এর মধ্যে যেখানে ১ সবচেয়ে খারাপ এবং ১০ সবচেয়ে ভালো রেটিং।

তুলনা বোঝানোর জন‍্য আগের ভিসির আমলের রেটিং ব্র‍্যকেটে দিলাম। দয়া করে আমাদের এ রেটিং-কে গঠনমূলক সমালোচনার ভিত্তি হিসেবে নিয়ে আমাদের জন‍্য আপনার নিরলস পরিশ্রম অব্যাহত রাখবেন। আমাদেরও সাথে নেবেন যে কোন উদ‍্যোগে। আমরা দৌড়ে আসবো, কথা দিলাম।

১। পড়াশোনার মানোন্নয়ন- ৭ (২)
২। গবেষণার পরিবেশ ও মানোন্নয়ন- ৬ (০)
৩। ক‍্যাম্পাস রাজনীতি নিয়ন্ত্রণ - ৫ (০)
৪। ক‍্যাম্পাসের পরিচ্ছন্নতা- ৫ (১)
৫। অবকাঠামো উন্নয়ন - ১ (০)
৬। কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতা - ৮ (০)
৭। দুর্নীতি দমন - ৬ (০)
৮। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ - ৪ (০)
৯। পরিবহণ সমস্যা সমাধানে উদ্যোগ- ৬ (১)
১০। চিকিৎসা সেবা সমাধানে উদ্যোগ- ৬ (১)
১১। হলে খাবারের মান বাড়ানোর উদ্যোগ- ৫ (০)
১২। খেলাধুলা ও ক্রীড়াতে পৃষ্ঠপোষকতা- ৭ (১)
১৩। সাংস্কৃতিক কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা- ৮ (৪)
১৪। ক‍্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ - ৬ (২)
১৫। ক‍্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণ - ৫ (০)

এছাড়া মুক্তবুদ্ধির চর্চায় উৎসাহ প্রদানে ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে আপনার উদ্যোগ চোখে পড়েছে। যেটা এ বিশ্ববিদ্যালয়ে এর আগে কোনদিন ছিলো না।

তবে একইসাথে একটা বিষয় আতংকের সাথে লক্ষ্য করেছি। আপনার আশেপাশে তেলবাজ ও চাটুকারে ভরে গেছে। অনেক স‍্যার, ম‍্যাডাম ও প্রশাসনের লোকজন আপনার আশেপাশে থেকে এ কাজটা করছে। এদের থেকে সাবধান!

দোয়া ও শুভকামনা আপনার জন‍্য, স‍্যার।


#নোবিপ্রবি #নোয়াখালীবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়
#নোবিপ্রবিউপাচার্য
#নোবিপ্রবিউপউপাচার্য

13/08/2025

মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে খোলা চিঠিঃ

স‍্যার,

আপনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন প্রায় ৮ মাসের মত হতে চললো। এ সময়ের মধ্যে নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে।

- প্রশাসনিক কাজে জবাবদিহিতা নিশ্চিতে আপনার এবং উপ-উপাচার্য মহোদয়ের উদ্যোগগুলো প্রশংসিত হয়েছে
- ক্লাশ এবং পরীক্ষা কার্যক্রমে গতি এসেছে
- আপনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাজেট পাশের জন‍্য কাজ করেছেন
- মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার মান বৃদ্ধির জন‍্য কাজ শুরু করেছেন
- মেধাবী শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন‍্য বৃত্তি চালু করেছেন যা সত‍্যিই ইতিবাচক
- পরিবহণ সমস‍্যা নিশ্চিতে কাজ করবেন বলেছেন এবং কিছু ক্ষেত্রে কাজ হয়েছে আমরা দেখেছি
- বিশ্ববিদ্যালয় হল ও ক‍্যান্টিনগুলোতে আপনার প্রশাসন বিশেষ করে উপ-উপাচার্য মহোদয় বিশেষ লক্ষ‍্য রাখছেন যেটা আমাদের স্বস্তি দিয়েছে
- বেশ কিছু বিদেশী বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণার জন‍্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটাও আমাদের অনুপ্রাণিত করেছে উচ্চশিক্ষায় আরো মনোযোগী হতে
- সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণার পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। এটা সবচেয়ে বড় আশার কথা

তবে এত সব ভালো উদ্যোগের মধ‍্যেও আমাদের কিছু পুরোনো দাবীর বাস্তবায়ন এখনও হয়নি। যেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমাদের অগ্রজ ব‍্যাচগুলো দাবী, আন্দোলন চালিয়ে আসছিলো। আমরাও সেগুলোর সুরাহা ও বাস্তবায়ন দেখতে না পেয়ে হতাশ হয়েছি। এ বিষয়ে কিছু গঠনমূলক সমালোচনা করছি, দয়া করে ভেবে দেখবেনঃ

১। একাডেমিক ভবন- ৩ সহ অন‍্য অনেক অবকাঠামোগত উন্নয়নের জন‍্য ৩৪২ কোটি টাকার কাজ অনুমোদন হয়েছে শুনছি বেশ অনেকদিন ধরে। কিন্তু এখনও কোন কাজ শুরু হতে দেখিনি। আমলাতান্ত্রিক ও প্রশাসনিক জটিলতার শিকার হয়ে আমরা আর কতদিন অপেক্ষা করবো স‍্যার?

২। আমরা বারবার অনলাইন ও অফলাইনে একটি আধুনিক ও মানসম্মত ক‍্যাফেটেরিয়া নির্মাণের কথা বলেছি। ২০ বছর পার হতে চললো অথচ আমাদের কোন ক‍্যাফেটেরিয়া নাই। নিজেদের কথা বাদ দিলাম, বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কেউ আসলেও তো যখন শুনে আমাদের কোন ক‍্যাফেটেরিয়া নেই তখন কতটা লজ্জা পেতে হয় সেটা নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারেন স‍্যার।

৩। বিশ্ববিদ্যালয়কে র‍্যাংক‍িংয়ে ভালো অবস্থানে নিয়ে যেতে হলে ওয়েবসাইট আপগ্রেডেশন+ আপডেট জরুরী। এ কাজটা কি খুব কঠিন? কিছু উন্নয়ন হলেও এখনও ওয়েবসাইট গুলোতে বিভাগ ভিত্তিক, বিষয় ভিত্তিক বিষদ তথ‍্য নাই। আপনার বিশ্ববিদ্যালয়েই অনেক শিক্ষার্থী আছে যারা এ কাজে তুখোড়। খোঁজ নিয়ে তাদের দায়িত্ব দিলে ২ মাসের মধ্যে তাকলাগানো ওয়েবসাইট বানিয়ে দিবে, প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলছি স‍্যার।

৪। আমাদের কোন মুক্তমঞ্চ নেই, শহীদ মিনার নেই। নেই কোন জিম, বা খেলাধুলার জন্য কোন মিনি স্টেডিয়াম।
আমরা জানিনা স‍্যার ঠিক কত টাকা লাগে এগুলো বাস্তবায়ন করতে?

৫। বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্যমমন্ডিত করতে
আপনি উদ্যোগ নেয়ার কথা বলেছেন। কমিটি করে দিয়েছেন।
তবে ফলাফল কিন্তু প্রশ্নের উদ্রেক করে স‍্যার। সব ভবন, ফটক গুলোতে পোস্টারে সয়লাব। যে কোন ভবনের গেটে ঢুকতেই চোখে পড়ে ময়লা। হলে মশা, মাছি, টয়লেট ভাঙ্গাচুরা, জানালার কাঁচভাঙ্গা, নোংরা পানি জমে থাকে আশেপাশে।

সামনে আসছে বর্ষা। আমাদের ড্রেনেজ ব‍্যবস্থা খারাপ হবার কারণে অল্প বৃষ্টি হলে কিন্তু পানি জমে যায়, জানেন তো স‍্যার?

আর একটা বিষয় আমাকে খুবই অবাক করে- পোস্টার নিষিদ্ধকরণ কি খুব কঠিন কাজ স‍্যার?

৬। বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছেন। তবে আমরা প্রায়ই দেখি বিভিন্ন রাজনৈতিক দলের হিংস্র হায়েনারা প্রধান ফটক ও তার আশেপাশে রাজনৈতিক কর্মকাণ্ড চালায়। আমাদের ভয় হয় কখন, কোনদিন তারা আবার বিশ্ববিদ্যালয়ে ঢুকে যায়! আপনি দয়া করে এ ব্যাপারে কঠোর থাকবেন স‍্যার। নোবিপ্রবি শাখা রাজনৈতিক দলের কর্মী, নেতা হিসেবে যেসব বিশ্ববিদ্যালয় ছাত্ররা রাজনীতি করতে চায় তাদের কাছে নমনীয় হবেন না স‍্যার। তাহলে প্রগতির পথে যে যাত্রা বিশ্ববিদ্যালয় শুরু করেছে সে যাত্রা থমকে যাবে এবং আমাদের সব আশা, সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে।

৭। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখানে কোন ছাত্র-সংসদ নেই, নেই কোন টিএসসি। আমরা হরহামেশা এই সমিতি সেই সমিতি, ক্লাব, ভবনসহ কতকিছু দেখি কিন্তু একটি ছাত্রসংসদ গঠনের কোন উদ্যোগ দেখি না। এ বিষয়ে আপনার পৃষ্ঠপোষকতা কামনা করছি।

আমাদের দাবীগুলো কি যৌক্তিক মনে হয় স‍্যার? হলে ভেবে দেখবেন। আপনার ব‍্যক্তিত্ব ও ছাত্রবান্ধব মনোভাবের কারণেই হয়তো আমাদের চাওয়াটা অনেক বেশী। ভুলে যাবেন না নিশ্চয়ই যে ১৫ বছরের স্বৈরশাসনের সময়ে নিয়োগ পাওয়া একের পর এক দোসর ও দালালের বিদায়ের পর আপনার মতো কাউকে পেয়েছি আমরা।

আর প্রত‍্যাশা বেশী কারণ আমাদের না পাওয়ার ইতিহাসও অনেক পুরোনো। আমাদের আর হতাশ করবেন না স‍্যার।

আপনার ও আপনার টীমের প্রতি শুভকামনা

ছবিঃ Mohammad Parvez


#নোবিপ্রবি #নোয়াখালীবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়
#নোবিপ্রবিউপাচার্য
#নোবিপ্রবিউপউপাচার্য

Rezuanul Hoque স‍্যার, আপনি ক‍্যাফেটেরিয়া নামধারী দুঃস্থ দোকানটি বন্ধ করে দিয়েছেন। এ উদ‍্যোগকে স্বাগত জানাই। আমাদের দাবী...
17/04/2025

Rezuanul Hoque স‍্যার, আপনি ক‍্যাফেটেরিয়া নামধারী দুঃস্থ দোকানটি বন্ধ করে দিয়েছেন। এ উদ‍্যোগকে স্বাগত জানাই।

আমাদের দাবীঃ
দয়া করে একটি নতুন এবং আধুনিক ক‍্যাফেটেরিয়া নির্মাণের উদ‍্যোগ নিন। ক‍্যাফেটেরিয়া শুধু ভালো মানের খাবারের জন‍্যই নয় বরং এটা বিশ্ববিদ‍্যালয়ের ইমেজকেও প্রতিনিধিত্ব করে। এছাড়া এটা মুক্ত আড্ডার জায়গা, সংস্কৃতি চর্চার জায়গাও বটে।
সবচেয়ে বড় ব‍্যাপার হয় যখন বাইরে থেকে কোন অতিথি বা পর্যটক এসে যখন দেখে ২০ বছর বিশ্ববিদ‍্যালয়ের বয়স অথচ আমাদের কোন ক‍্যাফেটেরিয়া নাই তখন আমরা লজ্জিত হই। শিক্ষক ও প্রশাসনের অংশ হিসেবে আপনারাও তার ভাগীদার হন।

রিমনের মত ডাকাত ও নোবিপ্রবিতে স্বৈচারারের সবচেয়ে বড় দোসরদের চাকরিচ‍্যুত করে তাদের দুর্নীতির তদন্ত করা হোক। এরপর এদের আই...
19/01/2025

রিমনের মত ডাকাত ও নোবিপ্রবিতে স্বৈচারারের সবচেয়ে বড় দোসরদের চাকরিচ‍্যুত করে তাদের দুর্নীতির তদন্ত করা হোক। এরপর এদের আইনী প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হোক।

তা না করে ড. নাহিদা সুলতানারা এদের পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে। জুলাই শহীদদের রক্তের সাথে এত বড় বেঈমানী!

যে পা-চাটা ছাত্ররা এই দালাল রিমনের সাথে ছবি তুলেছে তাদের সর্বাগ্রে তিরস্কার করা হোক।

ONCE A DALAL, ALWAYS A DALAL


#নোবিপ্রবি #নোয়াখালীবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়
#নোবিপ্রবিউপাচার্য
#নোবিপ্রবিউপউপাচার্য

নোবিপ্রবি ওয়েবসাইটের বেহাল দশা কোনদিন কাটবে বলে মনে হয় না । একটা ওয়েবসাইট ঠিক করতে কতদিন লাগে আসলে? কিংবা কতজন লোক লাগে?...
12/01/2025

নোবিপ্রবি ওয়েবসাইটের বেহাল দশা কোনদিন কাটবে বলে মনে হয় না । একটা ওয়েবসাইট ঠিক করতে কতদিন লাগে আসলে? কিংবা কতজন লোক লাগে?

আমাদের যে দুদিন পর পর অমুক তমুক বিশ্ববিদ্যালয়ের সাথে MoU হয় তারা কিন্তু ওয়েবসাইট দেখেই বুঝে যায় আমাদের কি মান। উপাচার্য, উপ-উপাচার্য মহোদয় জয়েন করেছেন ৩ মাসের মত হতে চললো। অথচ ওয়েবসাইটে তাদের কার্যালয়ের Message From Vice chancellor/Pro-Vice Chancellor/Tresurer/ Registrar অপশনে গেলে দেখায় ‘To be provided soon’

Registrar এর প্রোফাইলে গেলে পাওয়া যায় একটি সেলফি দেয়া ছবি! এটা কি একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঠিক প্রতিচ্ছবি?

Rezuanul Hoque স‍্যার, ভেবে দেখার অনুরোধ রইলো।


#নোবিপ্রবি #নোয়াখালীবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়
#নোবিপ্রবিউপাচার্য
#নোবিপ্রবিউপউপাচার্য

04/01/2025

স‍্যারকে ধন‍্যবাদ ২০২৫ এর কর্মপরিকল্পনা ঘোষণার জন‍্য।
তবে ক‍্যাফেটেরিয়া নির্মাণ পরিকল্পনায় না থাকাতে বিস্মিত হয়েছি।

বিশ্ব র‍্যাংকিংয়ে ভালো অবস্থান প্রত্যাশী একটি বিশ্ববিদ্যালয়ে ক‍্যাফেটেরিয়া নাই এটা ভাবা যায় না।

এটা ছাত্র-ছাত্রীদেরও দীর্ঘদিনের দাবী ছিল।


#নোবিপ্রবি #নোয়াখালীবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়
#নোবিপ্রবিউপাচার্য
#নোবিপ্রবিউপউপাচার্য

নোবিপ্রবিতে অর্থনীতি, পরিসংখ্যান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান বিভাগ আছে। এরা দেশের সমসাময়িক বিভিন্ন বিষ...
14/12/2024

নোবিপ্রবিতে অর্থনীতি, পরিসংখ্যান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান বিভাগ আছে। এরা দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে জরিপ চালাতে পারে। তারপর সেসব বিষয়ের উপর গবেষণালব্ধ ফলাফল সংবাদ সম্মেলন করে প্রকাশ করতে পারে। এতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে নোবিপ্রবির নাম ছড়িয়ে পড়বে। দেশেরও লাভ হবে। এসব জরিপ তো ছাত্রছাত্রীরা তাদের ব‍্যাচেলর বা মাস্টার্সের প্রজেক্ট বা থিসিসের কাজ হিসেবে করতে পারে।

যেমন শুনলাম সম্প্রতি ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে জরিপ চালিয়েছে।

তো এসব কি খুব কঠিন কাজ?

Rezuanul Hoque স‍্যার, আপনার মতামত আশা করছি।


#নোবিপ্রবি #নোয়াখালীবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়
#নোবিপ্রবিউপাচার্য
#নোবিপ্রবিউপউপাচার্য

ভুলে যাবেন নাঃহাসিনা পালাইছে ৬ মাসও হয়নি এখনও। তারা হিন্দু-মুসলমান দাঙ্গা লাগানো থেকে শুরু করে সর্বশেষ অটো রিকশা শ্রমিকদ...
13/12/2024

ভুলে যাবেন নাঃ

হাসিনা পালাইছে ৬ মাসও হয়নি এখনও। তারা হিন্দু-মুসলমান দাঙ্গা লাগানো থেকে শুরু করে সর্বশেষ অটো রিকশা শ্রমিকদের দিয়ে আন্দোলন করানো, সব কিছুই ট্রাই করেছে এবং ব‍্যর্থ হয়েছে।
এবার তারা চেষ্টা করবে বিভাগ ইস‍্যুতে দেশের মানুষের মাঝে বিভাজন তৈরী করতে। আপনারা এ ফাঁদে পা দিবেন না দয়া করে। মনে রাখবেন আমরা নিজেদের মাঝে যত বিতর্ক, মারামারিতে জড়াব ওবায়দুল কাদের, একরাম, কুমিল্লার বাহার, লোটাস কামালের শুয়োর বাহিনী তত সুযোগ নিবে।

উপদেষ্টা আসিফ বলেছে বিভাগ হলে কুমিল্লা নামেই হবে। তবে একটু মাথা খাটান। এটা কিন্তু সরকারের তরফ থেকে কোন দায়িত্বশীল মন্তব্য নয়, কোন প্রজ্ঞাপন জারিও হয়নি এবং মন্ত্রী / উপদেষ্টা পরিষদের কোন সিদ্ধান্তও হয়নি এ ব্যাপারে। আসিফের একার সিদ্ধান্তে এটা কোনদিনও বাস্তবায়ন হবে না। সে কুমিল্লার ছেলে। এলাকার প্রতি তার টান আছে, এ কথা সে বলতে পারে। এতে দোষের কিছু নাই । সবচেয়ে বড় কথা এ সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। এ ধরণের বড় প্রশাসনিক কাঠামোর পরিবর্তন এ সরকার করবে না। সেটার এখতিয়ার তার নাই । এটা করতে পারে রাজনৈতিক সরকার। আমরা নোয়াখাইল্ল‍্যরা আন্দোলন করবো, দাবী আদায় করবো। তবে কাউকে ছোট করে বা গালিগালাজ করে নয়। কুমিল্লা আমাদের প্রতিবেশী, দেশী ভাই। কেন আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করবো?

মনে রাখবেন আমাদের বিরুদ্ধে লীগ ষড়যন্ত্রে লিপ্ত
ভারতীয়রা ষড়যন্ত্র লিপ্ত
সে সাথে প্রশাসন, পুলিশ তো আছেই

ত্রিপুরাতে বসে সবাই পরিকল্পনা করছে কিভাবে আমাদের মধ‍্যে বিভেদ লাগানো যায় আর আমরা বোকার মতো সে ফাঁদে পা দিচ্ছি। ইন্ডিয়া ও আওয়ামী লীগের দালালদের বিরুদ্ধে যুদ্ধে আমাদের সবার এক থাকতে হবে। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া সহ সবাইকে।

নাহলে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নোয়াখালী, কুমিল্লাতে কমপক্ষে যে ১০০ জন ছেলেমেয়ে, জনতা শহীদ হয়েছে তাদের প্রতি বেঈমানী হবে।

সুতরাং বিভাগের কোন সিদ্ধান্ত বা বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হবে না, নিশ্চিত থাকুন। ঝগড়া বাদ দিন।

বাহার, একরাম, ওবায়দুল কাদেরের দালালদের প্রতিহত করুন।

ইন্ডিয়া এমন একটি দেশ যাদেরকে তাদের প্রতিবেশীদের মাঝে কেউ পছন্দ তো করেই না বরং ঘৃণা করে। চীনের সাথে সম্পর্ক ভালো নাপাকিস...
08/12/2024

ইন্ডিয়া এমন একটি দেশ যাদেরকে তাদের প্রতিবেশীদের মাঝে কেউ পছন্দ তো করেই না বরং ঘৃণা করে।

চীনের সাথে সম্পর্ক ভালো না
পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না
নেপালের সাথে সম্পর্ক ভালো না
শ্রীলংকার সাথে সম্পর্ক ভালো না
মালদ্বীপের সাথে সম্পর্ক ভালো না

তো তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না, এটাই তো স্বাভাবিক?

এটা এদের জাতেরই সমস‍্যা। পৃথিবীর যে কোন শান্তিকামী, মুক্তিকামী দেশ এবং মানুষের বিপক্ষে ইন্ডিয়া। এরা নিজেদের দেশে শিখদের মারে, নাগাল‍্যান্ড, মনিপুরে খ্রিষ্টানদের মারে। আর কাশ্মীরসহ দেশব্যাপী মুসলিমদের উপর লাগাতার জুলুম, নির্যাতন তো আছেই। দেশের বাইরে অন‍্য দেশেও এরা মাস্তানি করে বেড়ায়, ষড়যন্ত্র করে , গুপ্তহত‍্যা চালায়। এরা কানাডার মতো পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশগুলোতে শিখদের উপর গুপ্তহত‍্যা চালায়। যে কারণে কানাডার সাথেও বর্তমানে এদের কুটনৈতিক সম্পর্ক নেই প্রায়। যুক্তরাষ্ট্রও একই অভিযোগ তুলেছিলো কিছুদিন আগে।

আরো পরিতাপের বিষয় কি জানেন?
এরা নিজেরাও জুলুমবাজ এবং দুনিয়ার সব জুলুমবাজ দের পক্ষে। এর সবচেয়ে বড় উদাহরণ এরা প্রকাশ‍্যে ইসরাইলকে সমর্থন দেয়, তাদের আগ্রাসী নীতি কে সমর্থন দেয়। শুধু তাই নয়, এমনকি তারা ইসরাইলের সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র গুলোর মধ্যে একটি।

তো এরকম একটি দুর্বৃত্ত রাষ্ট্রকে তার প্রতিবেশী একটি রাষ্ট্রও পছন্দ করবে না সেটাই তো স্বাভাবিক, নাকি?

তারা যদি নিজেদের এতো ভালো দাবী করে তাহলে এতগুলো রাষ্ট্রের সবার সাথে তাদের এতো সমস্যা কেন?



Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of NSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share