
04/09/2025
প্রিয় ভিসি স্যার,
১ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন ।
বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় - এ প্রবাদটিকে বেদবাক্য মেনে গত এক বছরে আপনার শাসনামলে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির একটি মূল্যায়ন দেবার চেষ্টা করবো। তবে তার আগে কয়েকটি প্রশ্ন করতে চাই যেগুলো বিভিন্ন বিষয়ে আপনার দক্ষতা ও দূরদর্শিতাকে কাঠগড়ায় দাঁড়া করাবে। কারণ কিছু বিষয় আমরা জানি যে আপনি চাইলেই নিজে নিজে পরিবর্তন করতে পারবেন না রাতারাতি। আপনাকে অনেকের উপর নির্ভর করতে হয়। আবার এটাও কিন্তু সত্যি যে কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তনের জন্য তেমন আর্থিক সক্ষমতার দরকার নেই, আবার এসবের বাস্তবায়নে তেমন প্রশাসনিক জটিলতাও থাকার কথা না। আপনি চাইলে নিজেই এসবের সমাধান করতে পারতেন এ এক বছরে। শুনুন তাহলে।
১। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আপডেট হয়না কেন?
বিভিন্ন বিভাগ ও শিক্ষকদের পূর্ণ প্রোফাইল নেই। তাদের একাডেমিক ও গবেষণার তথ্য নেই। মজার ব্যাপার হলো আপনার, প্রো-ভিসি স্যার, ট্রেজারার স্যার সহ অনেকের প্রোফাইলে Message from the vice- chancellor এ ক্লিক করলে আসে “To be provided soon”
কেন এসব আপডেট হলো না গত ১ বছরেও?
২। দেশে এতো এতো যোগ্য ও অভিজ্ঞ লোকজন থাকতেও কেন রেজিস্ট্রারের পদটি এখনও ভারপ্রাপ্ত?
৩। ক্যাম্পাসে ৫০০ এর অধিক কর্মচারী থাকা সত্ত্বেও কেন ক্যাম্পাসটি নোংরা? সব জায়গায় বন-জঙ্গল, ঝোপ-ঝাড়ে ভর্তি। দুদিন পরপর হলে সাপ উঠে। রাস্তাঘাটে একটু বৃষ্টি হলে ময়লা পানি জমে যায়।
সবচেয়ে দুঃখজনক হচ্ছে আবাসিক হল, একাডেমিক ভবন থেকে শুরু করে প্রতিটা ভবনে, রুমে পোস্টারে ভর্তি। এতো কর্মচারী দিয়ে কি লাভ যদি এসব পরিষ্কার করা না হয়?
এ লোকগুলো কাজ করেনা না কেন?
৩। আপনি বর্ষপূর্তি প্রোগ্রামে বলেছেন রাজনীতি কেউ বাইরে করলে সমস্যা নাই। most welcome.
কিন্তু আমরা তো দেখছি রাজনৈতিক দলের ব্যানারে ক্যাম্পাসের ভেতরে ব্যানার টাঙ্গিয়ে প্রোগ্রাম করছে। আপনারা পদক্ষেপ নেন না কেন?
৪। বর্ষপূর্তি প্রোগ্রামে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই ক্যাফেটেরিয়ার দাবী জানিয়ে কথা বলছে। আপনি তারপরও ঘুরেফিরে ওই টিনের ভাঙ্গাচোরা ক্যাফেটেরিয়াটিকেই আবার রিপেয়ার করে সবার জন্য ঘুপচির মতো ছোট ছোট খোপ করে দিবেন আড্ডা দেয়ার জন্য।
কেন স্যার? কেন একটা সুন্দর করে বড় ও আধুনিক মানসম্পন্ন ক্যাফেটেরিয়া করতে কেন এত অনীহা? কত টাকা লাগে এর জন্য?
৫। বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে হবে বলেছেন। তাদের দায়বদ্ধতা আছে বলছেন। পুরোপুরি একমত এ কথার সাথে। কিন্তু আমাদের অনেক সিনিয়ররা আপনার এ কথা শুনে বলছে যে এলামনাইদের বিশ্ববিদ্যালয় কি কোনদিন কোন প্রোগ্রামে ডেকেছে? কিংবা তাদের কোন অর্জনকে সম্মান জানিয়েছে বা স্বীকৃতি জানিয়েছে? তাদের নিয়ে কোন মতবিনিময় সভা হয়েছে?
শুধু কোন কিছু দরকার হলে তাদের ডাকবেন আর বাকী সময় কোন খবর নেবেন না?
আপনার ছাত্রবান্ধব মানসিকতা ও ক্যাম্পাসের উন্নয়নে সদিচ্ছার প্রতি পূর্ণ সম্মান জানিয়ে আপনার অর্জন ও ব্যর্থতার মূল্যায়ন করছি বিভিন্ন ক্যাটাগরিতে। ১ থেকে ১০ এর মধ্যে যেখানে ১ সবচেয়ে খারাপ এবং ১০ সবচেয়ে ভালো রেটিং।
তুলনা বোঝানোর জন্য আগের ভিসির আমলের রেটিং ব্র্যকেটে দিলাম। দয়া করে আমাদের এ রেটিং-কে গঠনমূলক সমালোচনার ভিত্তি হিসেবে নিয়ে আমাদের জন্য আপনার নিরলস পরিশ্রম অব্যাহত রাখবেন। আমাদেরও সাথে নেবেন যে কোন উদ্যোগে। আমরা দৌড়ে আসবো, কথা দিলাম।
১। পড়াশোনার মানোন্নয়ন- ৭ (২)
২। গবেষণার পরিবেশ ও মানোন্নয়ন- ৬ (০)
৩। ক্যাম্পাস রাজনীতি নিয়ন্ত্রণ - ৫ (০)
৪। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা- ৫ (১)
৫। অবকাঠামো উন্নয়ন - ১ (০)
৬। কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতা - ৮ (০)
৭। দুর্নীতি দমন - ৬ (০)
৮। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ - ৪ (০)
৯। পরিবহণ সমস্যা সমাধানে উদ্যোগ- ৬ (১)
১০। চিকিৎসা সেবা সমাধানে উদ্যোগ- ৬ (১)
১১। হলে খাবারের মান বাড়ানোর উদ্যোগ- ৫ (০)
১২। খেলাধুলা ও ক্রীড়াতে পৃষ্ঠপোষকতা- ৭ (১)
১৩। সাংস্কৃতিক কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা- ৮ (৪)
১৪। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ - ৬ (২)
১৫। ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণ - ৫ (০)
এছাড়া মুক্তবুদ্ধির চর্চায় উৎসাহ প্রদানে ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে আপনার উদ্যোগ চোখে পড়েছে। যেটা এ বিশ্ববিদ্যালয়ে এর আগে কোনদিন ছিলো না।
তবে একইসাথে একটা বিষয় আতংকের সাথে লক্ষ্য করেছি। আপনার আশেপাশে তেলবাজ ও চাটুকারে ভরে গেছে। অনেক স্যার, ম্যাডাম ও প্রশাসনের লোকজন আপনার আশেপাশে থেকে এ কাজটা করছে। এদের থেকে সাবধান!
দোয়া ও শুভকামনা আপনার জন্য, স্যার।
#নোবিপ্রবি #নোয়াখালীবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়
#নোবিপ্রবিউপাচার্য
#নোবিপ্রবিউপউপাচার্য