Daily Bongo News

Daily Bongo News Daily bongo news is an online base bangla News portal to provide news articles and features content

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,"যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি ...
28/09/2022

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,

"যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।" কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরােয়া করবে না। তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে।কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমর কাছ থেকে কত টাকা আয় করলাে?" বরং এটা কখনাে ভাববে না যে, "ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলাে?" আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলাে আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ।

21/06/2022

>>>ব্রেকিং নিউজ

10/06/2022
09/06/2022

বেশি লাফাইওনা 🤣

গ্র্যান্ড ওপেনিং, কোক স্টুডিও কনসার্ট..🙄😃

জেলের জালে ধরা স্যাটেলাইট ক্যামেরা বসানো কচ্ছপ। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়েছে স্যাটেলা...
09/06/2022

জেলের জালে ধরা স্যাটেলাইট ক্যামেরা বসানো কচ্ছপ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়েছে স্যাটেলাইট ক্যামেরাযুক্ত বিশাল আকৃতির একটি কচ্ছপ।

রোববার (০৫ জুন) দুপুরে মাছ ধরার সময় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের হারুন নামে এক জেলের জালে কচ্ছপটি ধরা পড়ে। এরপর বনকর্মীরা কচ্ছপটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য নিয়ে যায়।

বনবিভাগসহ স্থানীয়দের ধারণা, স্যাটেলাইট ক্যামেরাযুক্ত অবস্থায় থাকা ওই কচ্ছপের মাধ্যমে সুন্দরবন অঞ্চলের প্রাণীকুলের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করা হতো।

জেলে রাকিবুল ইসলাম জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় হারুণ গাজীর জালে কচ্ছপটি ধরা পড়ে। এক পর্যায়ে বেলা ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের কোবাদক স্টেশন অফিসার ফারুক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সেখানে পৌঁছে কচ্ছপটিকে নিজেদের জিম্মায় নেয়।

স্টেশন অফিসার ফারুক হোসেন জানান, প্রায় ৩০ কেজি ওজনের কচ্ছটির পিঠে বিশেষ ব্যবস্থায় ক্যামেরাযুক্ত ছিল, পরবর্তীতে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে আবুল হোসেন জানান, বড় আকৃতির কচ্ছপটি তাদের সহযোগী জেলের জালে উঠতেই তারা বনবিভাগকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেয়ার জন্য বনকর্মীরা সে কচ্ছপ নিয়ে যায়।

তিনি বলেন, জাল তুলতেই বিশাল ওজনের কচ্ছপ আটকে থাকতে দেখে তিনি বিস্মিত হন। পরবর্তীতে পিঠে ক্যামেরা থাকার বিষয়টি নিশ্চিত হলে কিছুটা ভড়কে যান। বিশেষ কাজে ব্যবহৃত কচ্ছপটিকে বনবিভাগের হাতে তুলে দিতে পারায় তিনি খুশি বলেও দাবি করেন।

পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, পিঠে ক্যামেরা থাকা কচ্ছপের সহায়তায় বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করা হতো কিছুদিন আগেও। তবে আটকের পর অবমুক্ত কচ্ছপের পিঠের ক্যামেরা কার্যকর রয়েছে কিনা সে বিষয়ে তারা অবগত নন।

যেকোনো প্রতিবাদ ও আন্দোলনের সময় গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ কোনো খবর পেলে সত্যতা যাছাই করা ছাড়াই প্রচার করা শুরু করে...
08/06/2022

যেকোনো প্রতিবাদ ও আন্দোলনের সময় গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ কোনো খবর পেলে সত্যতা যাছাই করা ছাড়াই প্রচার করা শুরু করে। যেমনটা আজ ইংলিশ ক্রিকেটার মঈন আলীর নামে একটি টুইট প্রচার করা হচ্ছে।

টুইটটিতে বলা হচ্ছে মঈন আলী ভারতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে অবমাননার প্রতিবাদে আইপিএলকে বয়কট করেছে, ক্ষমা না চাইলে আর ইন্ডিয়াতে খেলতে যাবে না।

আসলে মঈন আলী এমন কোনো কথাই বলেনি। যে টুইটটি মঈন আলীর বলে প্রচার করা হচ্ছে Moeen Ali নামের একটি ফেইক একাউন্ট থেকে, সেটি ভুয়া এবং বানানো। ইনফ্যাক্ট টুইটারে মঈন আলীর কোনো একাউন্টই নাই। এমন কথা বলার সুযোগই কই।

এবং এসব প্রচার করা হচ্ছে আবেগ ও ভালোবাসার কারণে। আর এই গুজব প্রচার শুরু করছে "ফেস দ্য পিপল" এর মতো কিছু লাইক পাগল পেইজ। তারপর আমাদের শিক্ষিত ভাই-বোনেরাও তাতে ঝাপিয়ে পড়েছে।

এটা ঠিক নয়। সবাই আমরা রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি ভালোবাসায় এমন নিন্দনীয় কাজের প্রতিবাদ জানাচ্ছি, এবং বাংলাদেশের মানুষকে সবার আগে আমরা মিম্বার থেকেই জানিয়েছি, প্রতিবাদের ডাক দিয়েছি।

তার আগেই আমাদের মিডিয়াগুলো চুপ ছিলো। জনগণের মাঝেও এই ক্ষোভ ছড়িয়ে দিতে হবে, সে লক্ষ্যে কাজ করতে হবে। তাই বলে মিথ্যা, গুজব ছড়িয়ে নয় প্রিয় ভাইয়েরা। এতে প্রতিবাদের মেরিট কমে যায়।

কোনো কিছু প্রচার করার আগে একটু যাছাই করে নিবেন প্লিজ।

Boycott them!💢
07/06/2022

Boycott them!💢

07/06/2022
ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন ৩ জন ...
07/06/2022

ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন ৩ জন মুসলিম আল্লাহ তায়ালা উনাদের জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন আমিন ইয়া রব।

Address

Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bongo News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Bongo News:

Share