Cmtv news

Cmtv news আমরা নির্যাতিত মানুষের কথা বলি

ক্যান্টনমেন্ট ময়নামতির সাংবাদিক মাহফুজ বাবুকে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী বর্তমানে তিনি চিক...
08/03/2023

ক্যান্টনমেন্ট ময়নামতির সাংবাদিক মাহফুজ বাবুকে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন ।

05/03/2023

প্রবাস ফেরত চাচাকে আনতে গিয়ে লাশ হলো ভাতিজা ও ভগ্নিপতি। আহত-১০। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম, থামছে না এলাকাবাসীর কান্না. ঘটনাটি কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর গ্রামের, সৃত্র Gnews24.com

05/03/2023

চলতি বছরে হজের বাজেট

১। হজ্জ্বের উদ্দেশ্যে সৌদি আরব গমনের বিমান ভাড়া- ১,৯৮,০০০-/
২। উমরা করার উদ্দেশ্যে সৌদি আরব গমনের বিমান ভাড়া- ১,০০,০০০-/
৩। ভিজিট ভিসায় উদ্দেশ্যে সৌদি আরব গমনের বিমান ভাড়া- ৬০,০০০-।

05/03/2023

চান্দিনা আওয়ামীলীগের শান্তিপ্রিয় সমাবেশ

05/03/2023

ভারতীয় সীমান্ত প্রবেশ করে সীমান্ত রক্ষী বাহিনী উপর হামলা চালায় বাংলাদেশের একদল দুষ্কৃতী
দাবি ভারতীয় মিডিয়ার।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার।অদ্য ০৫/০৩/২০২৩খ্রিঃ তারিখ জেলা গোয়ে...
05/03/2023

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার।

অদ্য ০৫/০৩/২০২৩খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখার একটি টিম সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী সাকিনস্থ ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পার্শ্বের জনৈক নাসির এর পতিত জমি হতে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১(এক) জনকে গ্রেফতার করা হয়। অপর একজন ঘটনাস্থল হতে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর নাম- আব্দুল হান্নান (২৫), পিতা- মৃত খোরশেদ আলম, মাতা-হাজেরা বেগম, গ্রাম-লালনগর (পুকুরের উত্তর পাড়), থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া আসামীর নাম- মোঃ মনির (৩৫), পিতা- ফরিদ, গ্রাম- উলুইন (পশ্চিম পাড়া), থানা-সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা বলে জানায় এবং উল্লেখিত মাদকদ্রব্য মোঃ মনির (৩২) এর সহায়তায় সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য উক্ত স্থানে গাড়ীতে উঠানোর জন্য অবস্থান করছিল। এই সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে সদর দক্ষিণ থানায় গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে সদর দক্ষিণ থানার মামলা নং-০৯, তারিখ-০৫/০৩/২০২৩ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(গ) রুজু করা হয়। পুলিশ পরিদর্শক (নিঃ) শরীফ ইবনে আলম মামলাটি তদন্ত কার্যক্রম শুরু করেন। পলাতক আসামীসহ অন্যান্য মাদক কারবারী, গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

05/03/2023

ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেলুন হাবিব তাজকিরাস এর রিয়েলিটি শো ওয়েসিস আউটফিট প্রেজেন্টস মিস্টার এন্ড মিস হাবিব তাজকিরাস এবার বন্দরনগরী চট্টগ্রাম ছাড়িয়ে সাড়া ফেলেছে রাজধানী ঢাকাতেও!

02/03/2023

কুমিল্লা বরুড়ায় প্রবাসী শাহাদাৎ এর পু"রু"ষা"ঙ্গ কেটে দিলো দুবৃত্তরা!! হাসপাতালে প্রবাসী থানায় স্ত্রী! আটক ১
তথ্য মাহফুজ বাবু

01/03/2023

কুমিল্লা ৭ আসন চান্দিনার এমপি,ডাক্তার প্রান গোপাল স্যারকে নিয়ে,বাজে মন্তব্য করলেন ভারতের এক ধর্মগুরু বিস্তারিত ভিডিওতে!

কুমিল্লায় ট্রাক্টর চাপায় প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি নি""হ""তনিজস্ব প্রতি‌বেদক ,কু‌মিল্লা।।কুমিল্লার মুরাদনগরে মা‌টিবা...
01/03/2023

কুমিল্লায় ট্রাক্টর চাপায় প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি নি""হ""ত

নিজস্ব প্রতি‌বেদক ,কু‌মিল্লা।।
কুমিল্লার মুরাদনগরে মা‌টিবা‌হি ট্রাক্ট চাপায় মোটরসাইকেল আ‌রোহী এক প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি ঘটনাস্থ‌লেই নিহত হন।
বুধবার সন্ধ্যা সা‌ড়ে ৭ টার দিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক সড়কের জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা এলাকায় এ দু র্ঘট না ঘটে।
নিহ ত রা হলেন, চাঁদপুর জেলার কচুয়ার বজরি খোলা গ্রামের রোমানিয়া প্রবাসী রিয়াদুল হাসান রাসেল ও কুমিল্লা দাউদকান্দি ইলিয়টগঞ্জের মোটরসাইকেল মিস্ত্রি মোশারফ হোসেন ।
পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজারে যাওয়ার পথে শুশুন্ডা এলাকায় মাটিবাহী ট্রাক্টর এর সাথে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহত প্রবাসী রিয়াদুল রোমানিয়া প্রবাসী সে গত দুই মাস আগে ছুটিতে আ‌সেন। মোটরসাইকেলটি নষ্ট হয়ে গে‌লে ইলিয়টগঞ্জ থেকে মোটরসাইকেল মিস্ত্রি মোশাররফ ও রিয়াদুল বাখরাবাদ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। শুশুন্ডা এলাকায় দুর্ঘটনায় নি হ ত হন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থল থে‌কে দূর্ঘটনা কব‌লিত মটরসাই‌কেল উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ ব‌্যাপা‌রে এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।

01/03/2023

রাতারাতি গজিয়ে উঠেছে গোমতী নদির পাড়ের মাজার চলছে উরুসের আয়োজন।
সাংবাদিক মাহফুজ রহমানের ভিডিওতে বিস্তারিত দেখুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Cmtv news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cmtv news:

Share