30/08/2024
টিভি সাক্ষাৎকারে কিশোর ফাইয়াজ বলে,
"রিমান্ডে থাকার সময় জামাতে নামাজের ফুটেজ চেক করতে বলেছে, আমি যদি নামাজ পড়ি তবে আমি ছাত্র শিবির কর্মী।"
ঢাকা ভার্সিটির এক শিক্ষার্থী বলেন,
"আমি ছয় মাস গোসলখানায় ফজরের নামাজ পড়েছি। ছাত্রলীগের ছেলেরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো, যে নামাজ পড়ে সেই শিবির কর্মী। "
জহুরুল হক হলের শিক্ষার্থী । ২০১০-১১ সেশন ।
আয়না ঘর থেকে মুক্তি পাওয়া তানভীর মাহতাব,
"ভেতর থেকে ডাকলে একজন আসে । আমি তখন তার কাছে একটি কোরআন শরীফ চাই । সে বলে 'কুরআন শরীফ দিয়ে কি হবে ?' আমি বললাম ' রমজান মাস একটু কোরআন পড়তে ইচ্ছে করছে ।' সে বলল 'কুরআন পড়ে কি হবে, তোর আল্লায় তোরে বাঁচাইতে পারবো? "
যারা পর্দা করে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বাসায় পড়াশোনা করা উচিত - অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁন , ঢাকা বিশ্ববিদ্যালয় ।
ঢাবি'তে কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে অংশ নেয়া ছাত্রদের শাস্তি চেয়ে ডিনের চিঠি- কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাসির ।
আয়না ঘর থেকে মুক্তি পাওয়া বন্দী
"আয়না ঘরের ভিতরে বড় ফ্যান চালিয়ে রাখা হতো যাতে ভেতরে শব্দ বাহিরে না যায় । একবার পনেরো মিনিটের জন্য ফ্যান নষ্ট ছিল, তখন মসজিদের মাইক থেকে সেহেরির জন্য ডাকা হচ্ছিল শুনে বুঝলাম রমজান মাস চলছে "
৩৮ তম বিসিএসে প্রথম হয়েও বাদ পড়লেন মারুফ কোরআনের হাফেজ হওয়ার কারণে ।
বুয়েটের মেধাবী ছাত্র আবরার নামাজী ছিল । ভারতের শোষণ নিয়ে লিখতো তাই ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করল শিবির ট্যাগ দিয়ে ।
আয়না ঘরের বন্দী ব্যারিস্টার আরমান
"আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত । তখন তারা জোরে মিউজিক ছেড়ে যেত যাতে আজান শুনতে না পারি - এনটিভিতে দেওয়া সাক্ষাৎকারে"
ইসলামের প্রতি এত বিদ্বেষ, এত বিদ্বেষ!
এদেশে সংখ্যালঘু আসলে কারা?