Shailkupa News-Update

Shailkupa News-Update This is news portal page.Here all news all time update declaimer. Please like and comment

30/08/2024

টিভি সাক্ষাৎকারে কিশোর ফাইয়াজ বলে,
"রিমান্ডে থাকার সময় জামাতে নামাজের ফুটেজ চেক করতে বলেছে, আমি যদি নামাজ পড়ি তবে আমি ছাত্র শিবির কর্মী।"
ঢাকা ভার্সিটির এক শিক্ষার্থী বলেন,
"আমি ছয় মাস গোসলখানায় ফজরের নামাজ পড়েছি। ছাত্রলীগের ছেলেরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো, যে নামাজ পড়ে সেই শিবির কর্মী। "
জহুরুল হক হলের শিক্ষার্থী । ২০১০-১১ সেশন ।
আয়না ঘর থেকে মুক্তি পাওয়া তানভীর মাহতাব,
"ভেতর থেকে ডাকলে একজন আসে । আমি তখন তার কাছে একটি কোরআন শরীফ চাই । সে বলে 'কুরআন শরীফ দিয়ে কি হবে ?' আমি বললাম ' রমজান মাস একটু কোরআন পড়তে ইচ্ছে করছে ।' সে বলল 'কুরআন পড়ে কি হবে, তোর আল্লায় তোরে বাঁচাইতে পারবো? "
যারা পর্দা করে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বাসায় পড়াশোনা করা উচিত - অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁন , ঢাকা বিশ্ববিদ্যালয় ।
ঢাবি'তে কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে অংশ নেয়া ছাত্রদের শাস্তি চেয়ে ডিনের চিঠি- কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাসির ।
আয়না ঘর থেকে মুক্তি পাওয়া বন্দী ‌
"আয়না ঘরের ভিতরে বড় ফ্যান চালিয়ে রাখা হতো যাতে ভেতরে শব্দ বাহিরে না যায় । একবার পনেরো মিনিটের জন্য ফ্যান নষ্ট ছিল, তখন মসজিদের মাইক থেকে সেহেরির জন্য ডাকা হচ্ছিল শুনে বুঝলাম রমজান মাস চলছে "
৩৮ তম বিসিএসে প্রথম হয়েও বাদ পড়লেন মারুফ কোরআনের হাফেজ হওয়ার কারণে ।
বুয়েটের মেধাবী ছাত্র আবরার নামাজী ছিল । ভারতের শোষণ নিয়ে লিখতো তাই ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করল শিবির ট্যাগ দিয়ে ।
আয়না ঘরের বন্দী ব্যারিস্টার আরমান
"আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত । তখন তারা জোরে মিউজিক ছেড়ে যেত যাতে আজান শুনতে না পারি - এনটিভিতে দেওয়া সাক্ষাৎকারে"
ইসলামের প্রতি এত বিদ্বেষ, এত বিদ্বেষ!
এদেশে সংখ্যালঘু আসলে কারা?

29/08/2024

ফেসবুকে অনেকে নাম গোপন করে নীতি বাক্য বলছেন, তারা এতোদিন কেন বলেন নাই, মাহফিল বন্ধ ছিল, আগে স্কুল কলেজে গেলে স্যাররা পড়া না পাড়লে শাসন করতো , এখন করে না আপনারা কেন কথা বলেন না, যারা পদত্যাগ করছে তাদের নিয়ে এতো কষ্ট এখন লাগছে, তারা এতোদিন যে জুলুম করছে তার জন্য কেন কথা বলেন নাই। শিক্ষকের সম্মান পদমর্যাদা নিয়ে এখন কথা বলেন, তার মানে এই জুলুমের সাথে আপনারাও জড়িত ছিলেন তাই এখন কষ্ট লাগছে। এক দল দালাল আবার সাকিব কে নিয়ে আবেগে শেষ, সে দেশের জন্য কি করছে? ক্রিকেটে তার সব তার নিজের জন্য করছে, নিজের জন্য ক্রিকেট টিমকে শেষ করে দিছে, আর তার জন্য এখন আবেগে শেষ, সে মানুষ হিসাবে কতটা ভালো সবাই জানে। সরকার পতন এখনো এক মাস হয়নাই এর মধ্যে অনেকের মধ্যে চুলকানি শুরু হয়েগেছে, আর কেন হবে না, তাদের কত কিছু চলে গেছে সেই শোক এখন সমালোচনার মাধ্যমে প্রকাশ করে। এখন যত নীতি বাক্য ঝাড়তেছেন এটা আগে কই ছিল, চাটামি করছেন এতোদিন এখন আর পাত্তা পাচ্ছেন না তাই এই সব সমালোচনা করছেন। বাদ দেন লাভ নাই। আবার এক দল নাহিদ, আসিফের ইংরেজি নিয়ে কথা বলে, আরে পালানো প্রাইম মিনিষ্টার নিজে একটা ইংরেজি বলতে পারতো না, দেশের বিভিন্ন জেলা উপজেলার এমপি, চেয়ারম্যান, মেম্বার মূর্খ, তাদের সময় নীতি কথা কই ছিল। এতোদিন যখন বলেন নাই এখন নীতি কথা বলেন লজ্জা করে না আপনাদের।

23/08/2024

আজকে নিজের দেশ নিয়ে গর্ব করতে ভালো লাগছে। কারণ আমরা সবাই সবার বিপদে আগায় আসছি, দল, ধর্ম সব এক হয়ে কাজ করছে। দেখতে যেমন ভালো লাগছে আর ভাবতে ভালো লাগছে এই দেশে আমার জন্ম। আমরা সবাই এখন ভাই ভাই ।

13/08/2024

দেশে ধর্মীয় সমস্যা নেই, যা আছে রাজনৈতিক: মির্জা ফখরুল

13/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দাবি চারটি হলো-
১. ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে চালানো ‘গণহত্যার’ জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুটপাটের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র ও গণমানুষের বিরুদ্ধে হামলা ও মামলাকে বৈধতা দিয়েছে এবং যারা বারবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদের অবিলম্বে অপসারণ ও বিচার করতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য শিগগিরই সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

Address

Maniknagar
Dhaka
1222

Alerts

Be the first to know and let us send you an email when Shailkupa News-Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shailkupa News-Update:

Share