অনুভূতি -𝑨𝒏𝒖𝒗𝒖𝒕𝒊 ツ

অনুভূতি -𝑨𝒏𝒖𝒗𝒖𝒕𝒊 ツ কিছু অনুভূতি,কিছু আনন্দ,কিছু ভালোবাসা🖤

29/10/2025

মাঝে মাঝে এমন কিছু মূহূর্ত আসে
বুক ফেটে কান্না আসে,
তবুও কাউকে কিছু বলা যায় না..!💔😅

22/10/2025

হঠাৎ করে কিছু মানুষের লাইফে আগমন ঘটে,
তারা আমার অতীতের কষ্ট ভুলাতে চায়,
কিন্তু অতীতের কষ্টের থেকে আরও বেশি কষ্ট দিয়ে যায়।🤧
আহারে মানুষ কত অভিনয় করে। 😅
গিরগিটি রং ধরা যায়, বোঝা যায়।
কিন্তু মানুষের অভিনয় বোঝা যায় না।☺️

একটা নারীর জন্য একটা ছেলের জীবন সৌন্দর্যময় করে দিতে পারে,
আবার ওই নারী চাইলে একটা ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে।

সে এসেছিল আমার জীবন ধ্বংস করার জন্য,
সে হয়তো বা জানে না যে আগে থেকে আমার জীবন ধ্বংস হয়ে আছে।
নতুন করে আর সে কি ধ্বংস করবে। আর কি নতুন করে কষ্ট দেবে। 😅

অসংখ্য পাপে পাপী আমি,
কখনো কারো মন আঘাত দেইনি।
✍️অধম আমি

22/10/2025

যে বোঝার সে অল্পতে বোঝে,
সে কখনো ভুল বোঝে না।😅

তুমি হঠাৎ করে এইভাবে পরিবর্তন হয়ে গেলে,💔যা আমি কখনো কল্পনা করিনি।😅
22/10/2025

তুমি হঠাৎ করে এইভাবে পরিবর্তন হয়ে গেলে,💔
যা আমি কখনো কল্পনা করিনি।😅

19/10/2025

মেসেজের গতি বলে দেয়
কার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আমি😅

19/10/2025

কুত্তার লেস সোজা হইব না কোনদিন,
মাইয়া মানুষ কোনদিন ঠিক হইব না 😂

15/10/2025

মানুষ আসলে কিভাবে পারে...!
তারা কি বুঝে না,
অপর প্রান্তের মানুষটা কত কষ্ট পায়।
কতটা যন্ত্রনা হয়।
তারা কিভাবে কাজগুলো করে,
সবকিছু জেনে বুঝে
এই কাজগুলো কিভাবে করে।
হয়তোবা তারা এসব কাজ করা অভ্যস্ত‌।
যেটা আমাদের দ্বারা সম্ভব নয়।

আসলে এত সুন্দর করে অভিনয় করে,
তাদের অভিনয় ধরাই যায় না।
তাদের চোখের পানির মধ্যে ও
মিথ্যা লুকিয়ে থাকে।
তাদের ভালোবাসা কথা বলার মধ্যেও
লুকোচুরি লুকিয়ে থাকে।

আহ কি সুন্দর ভালোবাসা,
ভালোবাসাতো নয়, জীবন নিয়ে খেলা।
কি সুন্দর করে খেলে বুঝতেও পারা যায় না।
যে তারা অভিনয় করেছিল এতদিন।

আসলে মানুষকে ভালোবাসার কথা বা ভালোবাসার অনুভূতি
বুঝতে দেওয়া উচিত নয়।
তাহলে দূরত্ব বাড়ে, অবহেলা বাড়ে, ব্যস্ততা বাড়ে ইত্যাদি।
তাদেরকে কাছে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে
অজুহাত সব সময় তৈরি থাকে।

ভালোবাসা আসলে জিনিসটা অনেক সুন্দর,
যদি মানুষটা মনের মত হয়।

মাঝে মাঝে নিজের উপর নিজে করুনা হয়।
যে আমি কি ছিলাম
কি হয়ে গেলাম।

দেখা হবে কথা হবে,
কিন্তু,(অজানা কথা)

✍️অধম আমি

07/10/2025

বিরক্তর কারণ আমি ☺️
আমার এ ভুল হয়েছে।

06/10/2025

আমি ভাবি আমাকে ছাড়া সে কিছু বুঝে না,
ওমা আমি হারায় গেলে সে আমারে খুঁজে না 😅

05/10/2025

তুমি যদি ১% ও অন্য কারো হও,
তোমার বাকি ৯৯% আমার লাগবে না।

04/10/2025

আজকে শেষবারের জন্য...!!

একটা কথা বলি যদি আপনি আমাকে ছাড়া ভালো থাকতে পারেন তাহলে আমি আপনার ভালো থাকা নষ্ট করতে চাই না আমি জানি আমি মানুষটা খুব একটা ভালো না একটা কথা ভালো করেই জানেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি কোনদিনই ভাবিনি আপনি আমাকে এভাবে পর করে দিবেন আমি তো আপনার কাছে কিছু চাইনি শুধু চেয়েছি আপনার একটু ভালোবাসা এতকিছু পর যদি আপনার আমাকে ভালো না লাগে তাহলে তো আর কিছু বলার নাই আর ভালো লাগবে কিভাবে আমি তো ভালো না আমি তো খারাপ তাই আমার সাথে এমন হলো আর অবশেষে একটা কথাই বলবো অনেক কষ্ট হবে আপনাকে ছাড়া ভালো থাকতে কারণ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি জানি কথাগুলো বিশ্বাস করবেন না তাও বললাম আর যদি মনে চায় তাহলে ফিরে আসেন আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করবো...!

✍️ অধম আমি

04/10/2025

যে ব্যক্তি লাইনে থাকার পরেও,
আপনার মেসেজ সিন করে না,
তাহলে সেখান থেকে নিজের আত্মসম্মান নিয়ে বেরিয়ে আসে ভালো,😊

Address

Taltola
Dhaka
1207

Telephone

+8801952370857

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি -𝑨𝒏𝒖𝒗𝒖𝒕𝒊 ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুভূতি -𝑨𝒏𝒖𝒗𝒖𝒕𝒊 ツ:

Share

Category