
28/10/2024
"দূর্ঘটনা'
বরগুনা জেলার বামনা উপজেলায় আজ ২৮/১০/২৪ইং তারিখ রোজ সোমবার সকাল ৬:৪৫ মিনিটে পাথরঘাটা হইতে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বলেশ্বর পরিবহন ঢাকা মেট্র-ব-১১৮৮০৩ বাসটি, বুকাবুনিয়া ইউনিয়নের জয়নগর বাজার সংলগ্ন জোমাদ্দার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের বাহিরে উল্টে যায়।
গাড়ির ভিতরে থাকা যাত্রীদের মধ্যে ৬/৭ জনকে আহত হয়। তাদের মধ্যে আহত ৩ জনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্য আহত যাত্রীরা ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতলে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনও যাত্রীর নিহত হবার খবর পাওয়া য়ায়নি।