
09/07/2025
এমন অভাবনীয় অর্জনের পরও ঋতুপর্ণাদের জীবনে কেনো পরিবর্তন আসবে না?
ক্রিকেটাররা সিরিজ জিতলেই বাড়ি, গাড়ী, ফ্ল্যাট পেতো। হ্যাঁ নরমাল একটা সিরিজ জিতলেই পেতো। সেখানে বাংলাদেশকে ৪৫ বছর এশিয়া কাপে নিয়ে যাওয়া ক্রিকেটের ২০ টা সিরিজ জয়ের সমান। তারপরও ঋতুপর্ণা চাকমারা থেকে যান অবহেলিত!
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩০-৪০ জনের খেলেয়াড় + কোচিং স্টাফদের জন্য ৫০ লাখ টাকা আহামরি কিছই না। প্রতি খেলোয়াড় গড়ে ১-২ লাখ টাকা পাবে। বাংলাদেশকে এতো বড়ো অর্জনে ঋতুপর্ণা পাবেন ২ লাখ টাকা!!!!
আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইতিহাস গড়া নারী দলের সকল খেলোয়াড়কে ১০ লাখ টাকা করে এবং ঋতুপর্ণা চাকমাকে ২০ লাখ টাকা দেয়া উচিৎ। বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নি। পাশাপাশি ঘোষণা দেয়া উচিৎ। বাংলাদেশকে বিশ্বকাপে নিতে পারলে সবাইকে ২০ লাখ টাকা ও ১ টি করে ফ্ল্যাট ও ১টা করে গাড়ি দেয়া।
- জাহিদুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক