BDFootball 24News

BDFootball 24News আগে দেশের ফুটবল কে ভালোবাসি তারপর অন্য কিছু
আপনি একজন ফুটবল ফ্যান হলে আমাদের পেইজে ফলো 👇করে পাশে থাকুন
(8)

এমন অভাবনীয় অর্জনের পরও ঋতুপর্ণাদের জীবনে কেনো পরিবর্তন আসবে না? ক্রিকেটাররা সিরিজ জিতলেই বাড়ি,  গাড়ী, ফ্ল্যাট পেতো। হ্য...
09/07/2025

এমন অভাবনীয় অর্জনের পরও ঋতুপর্ণাদের জীবনে কেনো পরিবর্তন আসবে না?

ক্রিকেটাররা সিরিজ জিতলেই বাড়ি, গাড়ী, ফ্ল্যাট পেতো। হ্যাঁ নরমাল একটা সিরিজ জিতলেই পেতো। সেখানে বাংলাদেশকে ৪৫ বছর এশিয়া কাপে নিয়ে যাওয়া ক্রিকেটের ২০ টা সিরিজ জয়ের সমান। তারপরও ঋতুপর্ণা চাকমারা থেকে যান অবহেলিত!

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩০-৪০ জনের খেলেয়াড় + কোচিং স্টাফদের জন্য ৫০ লাখ টাকা আহামরি কিছই না। প্রতি খেলোয়াড় গড়ে ১-২ লাখ টাকা পাবে। বাংলাদেশকে এতো বড়ো অর্জনে ঋতুপর্ণা পাবেন ২ লাখ টাকা!!!!

আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইতিহাস গড়া নারী দলের সকল খেলোয়াড়কে ১০ লাখ টাকা করে এবং ঋতুপর্ণা চাকমাকে ২০ লাখ টাকা দেয়া উচিৎ। বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নি। পাশাপাশি ঘোষণা দেয়া উচিৎ। বাংলাদেশকে বিশ্বকাপে নিতে পারলে সবাইকে ২০ লাখ টাকা ও ১ টি করে ফ্ল্যাট ও ১টা করে গাড়ি দেয়া।

- জাহিদুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক

সাবেক সভাপতিকে ধন্যবাদ দিতে ভুলেন নি বাংলাদেশ অধিনায়ক।
09/07/2025

সাবেক সভাপতিকে ধন্যবাদ দিতে ভুলেন নি বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ-তুর্কমেনিস্তান ম্যাচের আলোচনা ছাপিয়ে বাংলাদেশের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আয়েশা আলেয়া।
06/07/2025

বাংলাদেশ-তুর্কমেনিস্তান ম্যাচের আলোচনা ছাপিয়ে বাংলাদেশের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আয়েশা আলেয়া।

ডেক্লান ও রোনান সুলিভান কে ঘিরে অনিশ্চয়তা...!বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে দুই প্রতিভাবান ফুটবলার ডেক্লান ও রোনান সুলিভান কে ...
06/07/2025

ডেক্লান ও রোনান সুলিভান কে ঘিরে অনিশ্চয়তা...!

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে দুই প্রতিভাবান ফুটবলার ডেক্লান ও রোনান সুলিভান কে অন্তর্ভুক্ত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এ নিয়ে তাঁদের বাবার সঙ্গে যোগাযোগও করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম তবে ফিলাডেলফিয়া ইউনিয়নের ইউরোপ ট্যুরের কারণে এই দুই ফুটবলারের অংশগ্রহণ এখন বেশ অনিশ্চিত হয়ে পড়েছে।

দেশী ফুটবলের আপডেট পেতে BDFootball 24News ফলো করুন

আজ রাত ২ টা ৩০ মিনিটে এখানেই বাংলার বাঘিনীদের সংবর্ধনা দেওয়া হবে।দেশী ফুটবলের আপডেট পেতে BDFootball 24News ফলো করুন
06/07/2025

আজ রাত ২ টা ৩০ মিনিটে এখানেই বাংলার বাঘিনীদের সংবর্ধনা দেওয়া হবে।

দেশী ফুটবলের আপডেট পেতে BDFootball 24News ফলো করুন

আপনার কাছে কে সেরা কোচ মনে হয়  আমাদের কমেন্টের মাধ্যমে জানান..?
06/07/2025

আপনার কাছে কে সেরা কোচ মনে হয় আমাদের কমেন্টের মাধ্যমে জানান..?

মুসিয়ালার ক্যারিয়ার টা মনে হয় শেষ হয়ে গেল..!🥲
06/07/2025

মুসিয়ালার ক্যারিয়ার টা মনে হয় শেষ হয়ে গেল..!🥲

তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারানোর পর জানালেন...পরবর্তী আপডেট পেতে BDFootball 24News ফলো করুন
06/07/2025

তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারানোর পর জানালেন...

পরবর্তী আপডেট পেতে BDFootball 24News ফলো করুন

সামনেই তোমার ক্যারিয়ার শুরু হতে দেখেছি সামনেই তোমার ক্যারিয়ার শেষ হয়ে গেলো এটা ভাবতেই পারিনি,,, তবে খুব তারাতারি মাঠে...
06/07/2025

সামনেই তোমার ক্যারিয়ার শুরু হতে দেখেছি সামনেই তোমার ক্যারিয়ার শেষ হয়ে গেলো এটা ভাবতেই পারিনি,,, তবে খুব তারাতারি মাঠে ফিরবে আশা করি,,,,, 😓💞💪

এএফসি মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল
05/07/2025

এএফসি মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল

পিটার বাটলার এর বিরুদ্ধে যেসব প্লেয়াররা বিদ্রোহ করেছে সেইসব প্লেয়ারদের আর দরকার নাই টিমে।অনেকে বলছে তাদের মাফ করে দিতে। ...
03/07/2025

পিটার বাটলার এর বিরুদ্ধে যেসব প্লেয়াররা বিদ্রোহ করেছে সেইসব প্লেয়ারদের আর দরকার নাই টিমে।
অনেকে বলছে তাদের মাফ করে দিতে। কিন্তু আমি বলবো না। যারা দলের খারাপ সময় না থেকে ইগো দেখিয়ে দল থেকে বের হয়ে গেছে তারা ইগো নিয়ে থাকুক।

বরং পিটার এর উচিত ইউরোপ এ অনেক বড় টায়ারে খেলা প্রবাসী প্লেয়ারদের কে দলে অন্তর্ভুক্ত করা। কারণ এশিয়া কাপে অনেক বড় দলের সাথে লড়তে হবে আমাদের। আর আমাদের এখন টার্গেট বিশ্বকাপ।

আমরা আর সাফে পড়ে থাকতে চাই না। আমাদের এবার বড় হতে হবে। সেটা পিটার এর হাত ধরে। বিদ্রোহ করা প্লেয়াররা যদি এসে টিম এর ব্যালেন্স ভেঙে দেয় তখন কী করবেন? এমনও তো হতে পারে তারা মনে মনে এখনও দলের ক্ষতি চায়।

এবার আপনারই বলেন কিছু

বাংলাদেশের ফুটবলে আরো এক নতুন দিগন্তের সূচনা। যে ক্লাব থেকে উঠে এসেছেন জুড বেলিংহাম।  হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশী...
02/07/2025

বাংলাদেশের ফুটবলে আরো এক নতুন দিগন্তের সূচনা।

যে ক্লাব থেকে উঠে এসেছেন জুড বেলিংহাম। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে চ্যাম্পিয়নশিপ খেলবেন ইউসুফ।
তার ভবিষ্যতের জন্য রইল শুভকামনা।
বাংলাদেশের ফুটবল এভাবেই এগিয়ে যাক।


Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDFootball 24News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category