Minha Construction

Minha Construction Building Dreams, Delivering Trust.

At Minha Construction, we specialize in property development, sales, and investment consulting.From detailed property assessments to smooth project execution — we turn your concept into creation.

06/11/2025

The best things in life are free so please don’t ignore..😍

🌆🏗️ MINHA CONSTRUCTION 🏗️🌆💪 বিশ্বাসের ছোঁয়ায় গড়ে উঠুক আপনার স্বপ্নের ঠিকানা 💪🚧 আমরা করি —🔹 Piling Work🔹 Basement Cutting...
31/10/2025

🌆🏗️ MINHA CONSTRUCTION 🏗️🌆
💪 বিশ্বাসের ছোঁয়ায় গড়ে উঠুক আপনার স্বপ্নের ঠিকানা 💪

🚧 আমরা করি —
🔹 Piling Work
🔹 Basement Cutting / মাটি কাটা
🔹 Et & Bali Supply
🔹 সব ধরনের Construction Materials Supply
🔹 পূর্ণ দায়িত্বে সম্পূর্ণ Construction কাজ সম্পন্ন

🏠 ছোট প্রজেক্ট থেকে বড় বিল্ডিং— প্রতিটি কাজে আমরা দিচ্ছি অভিজ্ঞতা, মান ও নির্ভরযোগ্যতা।

🧱 Quality • Commitment • Trust — এই তিনটাই আমাদের মূল শক্তি!

📞 যোগাযোগ করুন আজই: 01568-718447
📍 Minha Construction
📱 আপনার স্বপ্নের নির্মাণে পাশে আছি আমরা সবসময়!

🌆🏗️ MINHA CONSTRUCTION 🏗️🌆💪 বিশ্বাসের ছোঁয়ায় গড়ে উঠুক আপনার স্বপ্নের ঠিকানা 💪🚧 আমরা করি —🔹 Piling Work🔹 Basement Cutting...
31/10/2025

🌆🏗️ MINHA CONSTRUCTION 🏗️🌆
💪 বিশ্বাসের ছোঁয়ায় গড়ে উঠুক আপনার স্বপ্নের ঠিকানা 💪

🚧 আমরা করি —
🔹 Piling Work
🔹 Basement Cutting / মাটি কাটা
🔹 Et & Bali Supply
🔹 সব ধরনের Construction Materials Supply
🔹 পূর্ণ দায়িত্বে সম্পূর্ণ Construction কাজ সম্পন্ন

🏠 ছোট প্রজেক্ট থেকে বড় বিল্ডিং— প্রতিটি কাজে আমরা দিচ্ছি অভিজ্ঞতা, মান ও নির্ভরযোগ্যতা।

🧱 Quality • Commitment • Trust — এই তিনটাই আমাদের মূল শক্তি!

📞 যোগাযোগ করুন আজই: 01568-718447
📍 Minha Construction
📱 আপনার স্বপ্নের নির্মাণে পাশে আছি আমরা সবসময়!

Note : image Dhaka Cantonment running work..

30/10/2025

Construction site running in Cantonment Dhaka.

"K" house design 👷‍♂️
28/10/2025

"K" house design 👷‍♂️

07/10/2025

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে)
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচ-বাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. খোলা পরিবেশে, ও অপরিস্কার স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।

আপেল মাহমুদ অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

Copy post
Following Traffic Cyber Police Centre, CID, Bangladesh Police

Elevation 🫶🏡
26/09/2025

Elevation 🫶🏡

সুদ ছাড়া কিস্তিতে বাড়ি নির্মাণ করতে চাইলে যোগাযোগ করুন এই কোম্পানির সাথে!সুদ ছাড়া কিস্তিতে বাড়ি নির্মাণ করতে চাইলে এখনই ...
08/09/2025

সুদ ছাড়া কিস্তিতে বাড়ি নির্মাণ করতে চাইলে যোগাযোগ করুন এই কোম্পানির সাথে!

সুদ ছাড়া কিস্তিতে বাড়ি নির্মাণ করতে চাইলে এখনই যোগাযোগ করুন! 🏡✨

নিজের জায়গায় স্বপ্নের মতো একটি আধুনিক ও সুন্দর বাড়ি নির্মাণ করতে চান?
অগ্রিম টাকা নেই? সমস্যা নয়!
আমরা তৈরি করে দিচ্ছি আপনার ঘর – সম্পূর্ণ সুদমুক্ত কিস্তিতে।

✅ কীভাবে সুবিধা পাবেন?

👉 অগ্রিম না দিয়েও মাসে মাসে কিস্তিতে পেমেন্ট
👉 ১ থেকে ১০ বছরের কিস্তি সুবিধা
👉 আপনার জমিতে, আপনার নামে নির্মাণ
👉 কনস্ট্রাকশন, ডিজাইন ও ব্যবস্থাপনায় আমাদের পূর্ণ সহায়তা
👉 বিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা সুপারভাইজড নির্মাণ
👉 গ্রাম বা শহর – দেশের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন

📩 আগ্রহী হলে নিচের তথ্য দিন:
আপনার নাম
আপনার পিতার নাম
মোবাইল নাম্বার
গ্রামের নাম
ইউনিয়ন/ওয়ার্ড
থানা
জেলা
জমির পরিমাণ

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
01898802212 – প্রিন্স
01898802201 – হালিম

🔎 বিশেষ দ্রষ্টব্য: সকল লেনদেনের আগে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিন।

#সুদছাড়াকিস্তি #স্বপ্নেরবাড়ি #বাড়িনির্মাণ #ঘরনির্মাণ

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minha Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share